“জান বাড়িতে কেউ নেই…” শিখর ধাওয়ানকে বাড়িতে ডেকে ধোকা দিলেন গার্লফ্রেন্ড, ভাইরাল হলো ভিডিও !! 1

ভারতীয় দলের অন্যতম সেরা প্লেয়ার হলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। গত ২ বছর ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন কিংবদন্তি ওপেনার। ধাওয়ানকে ছাড়াই ভারতীয় দল ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ খেলেছিল এবং এই বিশ্বকাপের মরশুমে টিম ইন্ডিয়ার পারফরমেন্স ছিল অসাধারণ, তবে মেগা ফাইনালে হেক্সা যাত্রা সফল হয় অস্ট্রেলিয়া দলের। তবে, ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অবশেষে বিশ্বকাপ জয় করে টিম ইন্ডিয়া আপাতত খোশমেজাজে রয়েছে।

প্রায় ২ বছর ধরে ভারতীয় দলের বাইরে শিখর ধাওয়ান

ভারতীয় দলের হয়ে আইসিসি ইভেন্টে দারুন প্রদর্শন দেখিয়েছেন শিখর ধাওয়ান। ২০১৩ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান বানিয়েছিলেন তিনি। যদিও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর দেখা যাবে না শিখরকে। অন্যদিকে, ধাওয়ানকে আগামী মরশুম থেকে আইপিএলে নাও খেলতে দেখা যেতে পারে। পাঞ্জাব কিংস দলের অধিনায়কত্ব করতে থাকা ধাওয়ানকে আর দেখা যাবে না আইপিএলে।

Read More: মুম্বই থেকে ছুটি হচ্ছে হার্দিকের, এই ভারতীয় ক্যাপ্টেন নিচ্ছেন আবারও দায়িত্ব !!

শুধু ক্রিকেট ক্যারিয়ারে নয় শিখর ধাওয়ান (Shikhar Dhawan) তার ব্যক্তিগত জীবনে সুখী হতে পারেননি। সম্প্রতি তার স্ত্রী আয়েশা মুখার্জির সাথে ডিভোর্স হয়েছে এমনকি নিজের একমাত্র ছেলে জরাবরের সঙ্গেও দেখা করতে পারেননা ধাওয়ান। তবে ধাওয়ান সর্বদা নিজেকে হাসিখুশি রাখেন।

ভাইরাল ধাওয়ানের কীর্তি

Shikhar Dhawan
Shikhar Dhawan | Image: Twitter

সমাজ মাধ্যমে প্রায়শই একটিভ থাকতে দেখা যায় শিখরকে, আর এই পরিস্থিতিতে  তার একটি রিল বেশ ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ধাওয়ানকে একটি লাইন বলতে শোনা গিয়েছে। ধাওয়ান বলেছেন, “বোল গেয়া থা ঘর পে কোহি নেহি থা, ম্যা গেয়া তো সাচমে তালা লাগা হুয়া থা।” অর্থাৎ ধাওয়ান এটি বলতে চেয়েছেন যে, “বলে গিয়েছিল বাড়িতে কেউ নেই, আমি গিয়ে দেখি সত্যি সত্যি বাড়িতে তালা লাগানো।” পাশাপশি ক্যাপশনে ধাওয়ান লিখেছেন, “কিতনা কুচ সোচা থা।” অর্থাৎ “কত কিছু ভেবেছিলাম।”

ধাওয়ান এর আগেও নানান ভিডিও বানিয়ে ভক্তদের সঙ্গে খুশি ভাগ করে নিয়েছেন। যদিও, ধাওয়ানের ক্যারিয়ার প্রায় শেষ বলেই মনে করছেন ভক্তরা। ভারতীয় দলের এই তুখোড় ওপেনার ব্যাটসম্যান ৩৪ টেস্টে ৪০.৬১ গড়ে ৫টি অর্ধশতাধিক রান ও ৭টি শতরান সহ ২৩১৫ রান বানিয়েছেন। পাশাপাশি, ১৬৭ ওডিআই ম্যাচে ৪৪.১১ গড়ে ও ৯১.৩৫ স্ট্রাইক রেটে ৩৯টি অর্ধশতাধিক রান ও ১৭টি সেঞ্চুরি সহ ৬৭৯৩ রান বানিয়েছিলেন। ওডিআই ফরম্যাটে অন্যতম সেরা গব্বরকে শুভমান গিলের (Shubman Gill) কাছে জায়গা হারাতে হয়েছে। শিখর ভারতের হয়ে ৬৮টি টি-টোয়েন্টি খেলে ২৭.৯২ গড়ে ও ১২৬.৩৬ স্ট্রাইক রেটে ১৭৫৯ রান বানিয়েছেন। সুদূর ভবিষ্যত ধাওয়ানের জাতীয় দলে এন্ট্রি নেওয়া সম্ভব নয়।

Read Also: Shikhar Dhawan: “বৈশালী আমি তোমার…” আবার সংসার বাঁধছেন শিখর ধাওয়ান, সমাজ মাধ্যমে করলেন খোলাসা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *