ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ওপেনারদের একজন হলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। একসময় ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং স্তম্ভ ছিলেন ধাওয়ান। ধাওয়ান ভারতের হয়ে তিন ফরম্যাটেই ক্রিকেট খেলেছেন। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন ঘটে শিখর ধাওয়ানের। তবে ২০১৩ সাল থেকে জাতীয় দলে পাকাপাকি ভাবে জায়গা বানিয়ে নিন শিখর। চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে জাতীয় দলে ডাক পান শিখর এবং এই টুর্নামেন্টেই জিতেছিলেন সোনার ব্যাট। দ্বিতীয় বার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেও তিনিই জিতেছিলেন সোনার ব্যাট।
অবসরের ঘোষণা করলেন ধাওয়ান
ধাওয়ান গত ২ বছর ধরে ভারতীয় বাইরে রয়েছেন। ২০২২ সালে শিখর তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাংলাদেশ সফরে। ২০১৮ সালে শেষবার সাদা জার্সিতে লাল বলের সিরিজ খেলেন শিখর এবং ২০২১ সালে তাকে শেষবারের জন্য টি-টোয়েন্টি সিরিজে দেখতে পাওয়া গিয়েছিল। জাতীয় দলে আর তার ফেরার কোনো সুযোগ নেই, সাদা বলের ওডিআই ফরম্যাটে ধাওয়ানকে খেলতে দেখা যেত, আর তার জায়গায় এখন শুভমান গিল (Shubman Gill) দখল করে ফেলেছেন। অবশেষে, ক্রিকেটকে বিদায় জানালেন ধাওয়ান।
Read More: বাদ ধনশ্রী ভর্মা, শ্রদ্ধা কাপুরের প্রেমে পাগল শ্রেয়াস আইয়ার, বাংলাদেশ সিরিজের আগেই ঘুরবেন সাতপাক !!
আন্তর্জাতিক এবং ঘরোয়া, দুই ধরনের ক্রিকেট থেকেই আলবিদা ঘোষণা করলেন ধাওয়ান (Shikhar Dhawan)। সমাজ মাধ্যমে ভিডিও বার্তায় নিজের অবসর ঘোষণা করলেন ধাওয়ান। অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ধাওয়ান ক্যাপশনে লিখেছেন, “আমার ক্রিকেট-যাত্রা শেষ হল। অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে, ভক্তদের থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তার জন্য ধন্যবাদ।”
ভিডিওবার্তায় অবসরের ঘোষণা করলেন শিখর
ভিডিয়োবার্তায় ধাওয়ান বলেন, “আমার একটাই লক্ষ্য ছিল, দেশের হয়ে খেলা। সেই লক্ষ পূরণ হয়েওছে যার কারণে অনেককে ধন্যবাদ। আমার পরিবার, আমার ছোটবেলার কোচ, আমি যে দলের হয়ে খেলেছি তাদের থেকে যা সমর্থন পেয়েছি তার জন্য সকলকে ধন্যবাদ। গল্পের বই পড়তে পড়তে পাতা ওল্টাতে হয়, ঠিক তেমনই আমি সেটাই করছি, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।”
শিখর টিম ইন্ডিয়ার হয়ে ৩৪ টেস্ট ম্যাচে ২৩১৫ রান, ১৬৭ ওডিআই ম্যাচে ৬৭৯৩ রান এবং ৬৮ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১৭৫৯ রান করেছেন। ক্যারিয়ার জুড়ে তিন ফরম্যাটে এসেছে ৫৫টি অর্ধশতাধিক রান এবং ২৪টি শতরান।