সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মাও (Dhanashree Verma)। পেশায় তিনি একজন দন্ত চিকিৎসক এবং একই সাথে একজন নৃত্যশিল্পী। নিজের ব্যক্তিগত জীবনের নানা টুকরো ছবি তিনি শেয়ার করেন সমাজমাধ্যমে। আবার কখনো নাচের ভিডিও বা কোনো মজার রিল ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। ধনশ্রীর পোস্ট নিয়ে প্রায়ই জোর আলোচনা চলে সমাজমাধ্যমে। এতদিন কখনও তাঁর নাচের ভিডিও আবার কখনও স্টাইলিশ পোশাকআশাক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামে বর্তমানে ৫.৩ মিলিয়ন ফলোয়ার ধনশ্রীর (Dhanashree Verma)। জনপ্রিয়তার নিরিখে তিনি পিছনে ফেলেছেন শার্দূল ঠাকুর, ঈশান কিষণের মত জাতীয় দলের বিখ্যাত ক্রিকেটারদেরও। ধনশ্রীর নাচের ভিডিও প্রায়ই ভাইরাল হয় অন্তর্জাল জগতে। কখনওসখনও তাঁর সাথে নাচের ছন্দে পা মেলাতে দেখা যায় ধনশ্রীর ক্রিকেটার স্বামী যুজবেন্দ্র চাহালকেও (Yuzvendra Chahal)। এমনকি শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজদের মত টিম ইন্ডিয়ার অন্যান্য ক্রিকেটারদের সাথেও সুসম্পর্ক রয়েছে তাঁর। তাঁরাও মাঝেমধ্যে অংশ হন ধনশ্রীর (Dhanashree Verma) সোশ্যাল মিডিয়া পোস্টের। সেসব নিয়ে কটাক্ষও চাহাল-পত্নীকে শুনতে হয় বিস্তর। সম্প্রতি ধনশ্রীর ‘কাছের মানুষ’-এর তালিকায় জুড়েছে সঞ্জু স্যামসনের (Sanju Samson) নাম।
Read More: WI vs IND: “ঠিক যা চেয়েছি সেটাই হয়েছে…”, টানা দুই ম্যাচে ভারতকে হারিয়ে বড় খোলসা রোভম্যান পাওয়েলের !!
শ্রেয়স আইয়ারের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব ধনশ্রীর-.
যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রীর (Dhanashree Verma) সাথে শ্রেয়স আইয়ারের ঘনিষ্ট বন্ধুত্ব নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন ওঠে সমাজমাধ্যমে। মাঝেমধ্যে নিজের ইন্সটাগ্রামে নাচের ভিডিও পোস্ট করেন তিনি। কখনওসখনও সেই ভিডিওতে দেখা যায় শ্রেয়সকে (Shreyas Iyer)। এমনকি সোশ্যাল মিডিয়ার বাইরেও বেশ কয়েকবার তাঁদের দুজনকে দেখা গিয়েছে একসাথে। ভারতীয় দলের ক্রিকেটার শার্দূল ঠাকুরের (Shardul Thakur) বিবাহ অনুষ্ঠানে যুজবেন্দ্র চাহাল নয়, বরং শ্রেয়সের সাথেই বিয়ের অনুষ্ঠানে ছবি তুলে নেটমাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হয়েছিলো ধনশ্রীকে। অনেকেই শ্লেষের সুরে বলেছিলেন চাহাল নয়, আদপে শ্রেয়সই ধনশ্রীর প্রিয় ক্রিকেটার।
সঞ্জুর সাথে সম্পর্ক ধনশ্রীর?
কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ধনশ্রী (Dhanashree Verma) । সম্প্রতি একটি ইন্সটাগ্রাম রিল বানিয়ে নেটজনতার চর্চায় উঠে এসেছেন তিনি। ইন্সটাগ্রামের আরেক ইনফ্লুয়েন্সার করণের সাথে যে ভিডিওটি তিনি বানিয়েছেন তাতে দেখা যাচ্ছে ‘লং ডিসট্যান্স রিলেশনশিপে’ রয়েছেন দুজনে। সেখানে দেখা যাচ্ছে প্রেমিককে ছেড়ে বিদেশ উড়ে যাচ্ছেন ধনশ্রী। ভবিষ্যত দুজনকে কোন মোড়ে এনে দাঁড় করায় সে নিয়েই দুজনের মধ্যে চলছে আলোচনা।
এই ভিডিও দেখে চমকেছেন অনেকেই। এর আগে নৃত্যশিল্পী হিসেবে ধনশ্রীকে (Dhanashree Verma) দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি দিন কয়েক আগে গানের সুরেও ফলোয়ারদের ভুলিয়েছিলেন তিনি। কিন্তু অভিনেত্রী অবতারে তাঁর আবির্ভাব অপ্রত্যাশিত ঠেকেছে অনেকের কাছেই। ‘চাহালকে ছেড়েই বিদেশ চললেন’ কটাক্ষের সুরে বলেছেন অনেকে। পাশাপাশি এই স্বল্প দৈর্ঘ্যের ‘রিল’-এ ধনশ্রীর (Dhanashree Verma) যিনি সহ-অভিনেতা তাঁকে দেখতে খানিকটা সঞ্জু স্যামসনের মত হওয়ায় অনেকে প্রশ্ন ছুঁড়েছেন চাহাল, শ্রেয়স আইয়ারের পর এবার কি তাহলে ধনশ্রীর পছন্দ সঞ্জুকে?