দেখা নেই যুজবেন্দ্র চাহালের, মহম্মদ সিরাজের সাথে ফ্রেমবন্দী হলেন স্ত্রী ধনশ্রী ভার্মা !! 1

বছরটা বিশেষ ভালো যায় নি যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০তে সুযোগ পেলেও একদিনের ক্রিকেটে তাঁকে বাইরে রেখেই দল সাজিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। এরপর এশিয়া কাপের দলেও জায়গা হয় নি তাঁর। ২০২৩-এর বিশ্বকাপ আয়োজিত হয়েছিলো ভারতের মাটিতেই। কিন্তু স্পিন বিভাগে হরিয়ানার তারকার কথা ভাবা হয় নি ‘মেন ইন ব্লু’র জন্য। স্পিন বিভাগে অজিত আগরকারের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বাজি ধরেছিলো কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার উপরেই। বিশ্বকাপের পরেও অপেক্ষা দীর্ঘতর হয়েছিলো চাহালের (Yuzvendra Chahal)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারতীয় সাজঘরের দরজা খোলে নি তাঁর জন্য।

জাতীয় দল থেকে বাদ পড়ে স্বভাবতই মুষড়ে পড়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এশিয়া কাপের দল নির্বাচনের দিন প্রতিক্রিয়া জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। গুটিকয় ইমোজি পোস্ট করে বুঝিয়ে ছিলেন কালো মেঘের আড়াল থেকে সূর্যের উঁকি মারার প্রত্যাশায় রয়েছেন তিনি। দলে ফিরতে মরিয়া ঘরোয়া ক্রিকেটকে বেছে নিয়েছিলেন প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে। হরিয়ানার হয়ে বিজয় হাজারে ট্রফিতে ভালো পারফর্ম’ও করেছেন। কঠিন সময়ে আপাতত লোকচক্ষুর বাইরে থাকছেন চাহাল। একমারে মুম্বইতে ভারতের বিশ্বকাপ ম্যাচ চলাকালীন সস্ত্রীক তাঁকে দেখা গিয়েছিলো গ্যালারিতে। এরপর থেকে লম্বা সময় চিত্রসাংবাদিকদের ক্যামেরা দেখা পায় নি তাঁর। তারকা লেগস্পিনার নিজেকে গুটিয়ে রাখলেও তাঁর নৃত্যশিল্পী স্ত্রী ধনশ্রী ভার্মা (Dhanashree Verma) কিন্তু হাঁটলেন উলটোপথে। ফাস্ট বোলার মহম্মদ সিরাজের সাথে সময় কাটাতে দেখা গেলো তাঁকে।

Read More: SA vs IND: ডারবানে থাকছে বৃষ্টির চোখ রাঙানি, ভেস্তে যাওয়ার মুখে প্রথম টি-২০ ম্যাচ !!z

সিরাজের সাথে দেখা গেলো ধনশ্রী’কে-

Dhanashree Verma and Mohammed Siraj | Chahal | Image: Twitter
Dhanashree Verma and Mohammed Siraj | Image: Twitter

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় ভারতীয় দলের লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) স্ত্রী ধনশ্রী ভার্মা (Dhanashree Verma)। পেশায় তিনি একজন দন্ত চিকিৎসক এবং একই সাথে একজন নৃত্যশিল্পী। নিজের ব্যক্তিগত জীবনের নানা টুকরো ছবি তিনি শেয়ার করেন সমাজমাধ্যমে। আবার কখনো নাচের ভিডিও বা কোনো মজার রিল ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ইন্সটাগ্রামে ধনশ্রীর অনুরাগী সংখ্যা প্রায় ৫৮ লাখের কাছাকাছি।

জনপ্রিয়তায় টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন ক্রিকেটারকেও পিছনে ফেলে দিয়েছেন যুজবেন্দ্র চাহালের স্ত্রী। ধনশ্রীর নাচের ভিডিও প্রায়ই ভাইরাল হয় অন্তর্জাল জগতে। কখনওসখনও তাঁর সাথে নাচের ছন্দে পা মেলাতে দেখা যায় ধনশ্রীর ক্রিকেটার স্বামী যুজবেন্দ্র চাহালকেও (Yuzvendra Chahal)। মুহূর্তে লাইক-কমেন্টের ঝড় দেখা যায় সেই ভিডিও’তে। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ধনশ্রী ভার্মার সাথে ভারতীয় দলের ক্রিকেট তারকা শ্রেয়স আইয়ারের বন্ধুত্ব নিয়েও বিস্তর চর্চা চলে। চাহালের সাথে বিবাহের আগে থেকেই শ্রেয়সের (Shreyas Iyer) সাথে বন্ধুত্ব রয়েছে ধনশ্রীর। অনেকেই এই বন্ধুত্ব নিয়ে নিখাদ মজা করলেও তীর্যক মন্তব্য’ও উড়ে আসে প্রায়শই। তাতে অবশ্য বিশেষ আমল দিতে দেখা যায় না ধনশ্রী বা চাহালকে।

শ্রেয়স (Shreyas Iyer) ও চাহাল ছাড়াও আরও এক ক্রিকেটারের সাথে ধনশ্রীর (Dhanashree Verma) সখ্যতার নিদর্শন এবার দেখা গেলো সোশ্যাল মিডিয়ায়। অস্ট্রেলিয়া সিরিজে টিম ইন্ডিয়াতে ছিলেন না মহম্মদ সিরাজ। একটি শপিং মলে তিনি ফ্রেমবন্দী হলেন ধনশ্রীর সাথে। সিরাজ  (Mohammed Siraj) ও ধনশ্রী দুজনের পরনেই ছিলো কালো পোশাক। তাঁদের নানা মুহূর্তের ছবি প্রকাশিত হয়েছে সমাজমাধ্যমে। এই ছবিগুলিতে চাহালকে (Yuzvendra Chahal) অবশ্য দেখা যায় নি। তাঁর অনুপস্থিতি নজর এড়ায় নি নেটিজেনদের। প্রশ্নবাণ উড়ে এসেছে ধনশ্রীর (Dhanashree Verma) জন্য। অনেকে আবার কটাক্ষ করে লিখেছেন, ‘চাহাল, শ্রেয়সের পর ধনশ্রীর পছন্দের তালিকায় পরবর্তী নাম বুঝি সিরাজের।’

Also Read: IPL 2024: “সাত মিনিটের জন্যও দলের কাজে নাক…” আইপিএল শুরুর আগেই শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *