“মেয়েদেরই সবসময়…” চাহালের নতুন সম্পর্কের চর্চা শুরু হতেই সমাজ মাধ্যমে এই বয়ান দিলেন ধনশ্রী !! 1

ভারতীয় দলের অন্যতম তারকা স্পিনার হলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তিনি আবার একবার খবরের শিরোনামে উঠে এসেছেন। আসলে, দুবাইয়ের মাঠে যখন ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল তখন গ্যালারিতে বসে খেলা উপভোগ করছিলেন যুজবেন্দ্র চাহাল এবং এক রহস্যময়ী নারী। পরে সেই নারীর পরিচয় জানাও গিয়েছে। তিনি হলেন জনপ্রিয় আরজে ‘মাহভাশ’। আর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাহভাশ এবং চাহলকে দেখে নেটপাড়ায় তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। গত ডিসেম্বরে চাহালের সঙ্গে আরজে মাহভাশের বেশ কিছু ফটো সমাজ মাধ্যমে প্রকাশ্যে এসেছিল, ঠিক তখন থেকেই শুরু হয়েছিল জল্পনা। যদিও, তাদের মধ্যে সম্পর্কের কোনো গুঞ্জন পাওয়া যায়নি।

দুবাইতে হাজির ছিলেন চাহাল

Yuzvendra chahal
Yuzi Chahal and RJ Mahvash | Image: Twitter

নয় মাসের মধ্যে দুটি আইসিসির শিরোপা জিততে দেখে আনন্দে আত্মহারা ভারতীয় ক্রিকেট ভক্তরা। তারই মাঝে সমাজ মাধ্যমে বিতর্কিত পোস্ট করে বসলেন চাহালের পত্নী ধনশ্রী ভার্মা (Dhanashree Verma)। আসলে, বিগত কয়েক দিন ধরে ধনশ্রী ভার্মা এবং যুজবেন্দ্র চাহালের মধ্যে সম্পর্ক ভাঙার একটি গুঞ্জন শোনা যাচ্ছিল। এমনকি জানা গিয়েছে, তাদের বিচ্ছেদের মামলা আদালতে চলছে। ধনশ্রী এবং চাহাল উভয়ই তাদের সমাজ মাধ্যম থেকে নিজেদের যুগল ফটো মুছে দিয়েছিলেন। এরই মাঝে দু’জনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ফিরিয়ে আনেন চাহাল। অনেকের ধারণা, বরফ হয়তো আবার কিছুটা হলেও গলতে শুরু করে দিয়েছে।

Read More: “দলের দিকে নজর দেয় নি…” ব্যর্থতার দায় পিসিবি’র, চ্যাম্পিয়ন্স ট্রফি মিটতেই তোপ দাগলেন দানিশ কানেরিয়া !!

বেফাঁস মন্তব্য করলেন ধনশ্রী

Yuzvendra chahal and Dhanashree Verma
Yuzvendra Chahal and Dhanashree Verma | Image: Twitter

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চাহালকে যে রমণীর সঙ্গে দেখা গিয়েছে তিনি হলেন জনপ্রিয় আরজে মাহভাশ। তিনি পেশায় একজন ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। মাহভাশ চাহালের সাথে তাঁর এই ছবিটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন। শুধু তাই নয়, সেদিন ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার বিবেক ওবেরয়ও। একটি ভিডিওতে বিবেক, চাহাল ও মাহভাশ তিনজনকেই দেখতে পাওয়া গিয়েছিল। তবে, সোমবার দিনই সমাজ মাধ্যমে একটি টেক্সট স্টোরি শেয়ার করেন সেখানে লেখা ছিল, “মহিলাদেরই সবসময় দোষারোপ করা হয়।” ধনশ্রীর এই স্টোরি শেয়ারের পর থেকেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও কেন তিনি এই স্টোরি শেয়ার করেন তা জানা যায়নি।

Read Also: Yuzvendra Chahal: বিচ্ছেদ হতে না হতেই কপাল খুললো যুজবেন্দ্র চাহালের, এই রহস্যময়ী সুন্দরীকে করলেন প্রপোজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *