“সত্যি সামনে আসবেই…” চাহালের সঙ্গে বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে নীরবতা ভাঙলেন ধনশ্রী ভার্মা, করলেন এই মন্তব্য !! 1

যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সঙ্গে ধনশ্রী ভার্মার (Dhanashree Verma) বিবাহ বিচ্ছেদের ঘটনা এখন সমাজ মাধ্যমে ভাইরাল। দুজনের সোনার সংসার এবার ভাঙার পথে। দুজনের সম্পর্ক যখন সমাজমাধ্যমে ট্রেন্ডিংয়ে উঠে এসেছে। চাহাল পত্নী ধনশ্রী রীতি মতন ট্রোলের সম্মুখীন হচ্ছেন। ভারতীয় দলের তারকা স্পিনার চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা আপাতত ভেঙে পড়েছেন। একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য ভেসে আসছে তাঁর উদ্দেশে। এই পরিস্থিতিতে এবার মৌন ভাঙলেন ধনশ্রী ভার্মা। সোশাল মিডিয়ায় তিনি নিশানা বানালেন সমস্ত ট্রোলারদের। ধনশ্রী দাবি জানিয়েছেন যে সকল সত্যি নাকি একদিন সামনে আসবেই।

সোশাল মিডিয়ায় মন্তব্য করে ধনশ্রী বললেন, “গত কয়েকটা দিন আমার পরিবারের জন্য খুব খারাপ কেটেছে। সবথেকে খারাপ লাগার বিষয় হলো সমাজ মাধ্যমে নানান ভিত্তিহীন লেখা। আমাকে নিয়ে একেরপর এক লেখা লিখি চলছে, আমাকে নিয়ে ঘৃণা ছড়ানো হচ্ছে। আমাকে সবাই ট্রোল করছেন।” ভক্তদের উদ্যেশ্যে ধনশ্রীর বয়ান, “বছরের পর বছর কঠোর পরিশ্রম করে আমরা সততার সঙ্গে সুনাম অর্জন করেছি। নীরবতা আমার দুর্বলতা নয়, এটা একটি শক্তির পরিচয়।

Read More: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই অবসরে দলের মেরুদন্ড, বেকায়দায় পড়লো টিম !!

বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে নীরবতা ভাঙলেন ধনশ্রী

Yuzvendra chahal and Dhanashree Verma
Yuzvendra Chahal and Dhanashree Verma | Image: Twitter

অন্যদিকে, চাহালের স্ত্রী হওয়ার বাইরেও নিজস্ব পরিচিত রয়েছে ধনশ্রীর। তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর। তিনি ভক্তদের ক্রিয়াকলাপে ক্ষুব্ধ ধনশ্রী। মন্তব্য করে তিনি বলেছেন, “নেগেটিভিটি এখন সমাজ মাধ্যমে খুব বেশি ছড়িয়ে পড়েছে। তবে অন্যদের সাহায্য করতে সাহস ও সহানুভূতির প্রয়োজন। আমি সততায় বিশ্বাসী। একদিন সত্যিটা সামনে আসবে। আর কোনও ব্যাখ্যার প্রয়োজন হবে না।

সম্প্রতি চাহাল ও ধনশ্রীর বিবাহ-বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। আসলে, কয়েকদিন আগেই সমাজ মাধ্যমে একে অপরকে আনফলো করেছেন এই দম্পতি। এমনকি তারকা স্পিনার চাহাল তার সমাজ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট থেকেই তার স্ত্রী ধনশ্রীর একাধিক ফটো মুছে ফেলেছেন। যার পর তাদের সম্পর্কের বিচ্ছেদের ঘটনা ক্রমাগত প্রকাশ্যে আসতে শুরু হয়েছে। যদিও এই দম্পতি অফিশিয়ালি তাদের বিবাহ বিচ্ছেদের কোন ঘটনা প্রকাশ্যে আনেননি কিংবা তারকা স্পিনার জুজুবেন্দ্র চাহাল এখনো পর্যন্ত এবিষয়ে নীরবতা ভাঙেননি।

Read Also: Dhanashree Verma: ধনশ্রীর জীবনে নতুন পুরুষ টা কে, যার জন্য চাহালের সাথে ভাঙলো ঘর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *