এখন সমাজ মাধ্যমে ট্রেন্ডিং হয়ে উঠেছেন ভারতীয় দলের তারকা লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) ব্যাক্তিগত জীবন। ২০২০ সালে বান্ধবী তথা জনপ্রিয় কোরিওগ্রাফার ও নৃত্য শিল্পী ধনশ্রী ভার্মার সাথে বিবাহ বিচ্ছেদের কথা এখন সমাজ মাধ্যমে বেশ ভাইরাল। গত চার বছরে বেশ কয়েকবার চাহাল ও ধনশ্রীর বৈবাহিক জীবন নিয়ে সমাজ মাধ্যমে নানান কথা প্রকাশ্যে এসেছিল, তবে বারবার সমাজ মাধ্যমে এসে এগুলোকে গুজব বলে উড়িয়ে দিতেন ধনশ্রী বা চাহাল। তবে, সদ্য তারকা লেগ স্পিনার জুজুভেন্দ্র চাহালকে ধনশ্রী ভার্মা ইনস্টাগ্রামে আনফলো করেছেন।
সম্পর্ক ভেস্তে যাচ্ছে চাহাল-ধনশ্রীর
তার পরেই সমাজ মাধ্যমে আবার জল্পনা বাড়িয়ে দিয়েছেন তারকা লেগ স্পিনার। সমাজ মাধ্যমে চাহাল লিখেছেন, “কঠোর পরিশ্রম মানুষের চরিত্রের উপর আলো ফেলে দেয়। সকলেই তাদের নিজ যাত্রার কথা সম্পর্কে ওয়াকিবহাল। সবাই সবার যন্ত্রণার কথা জানে। সাফল্যে পৌঁছাতে সে কি করেছে একমাত্র সে নিজেই জানে। তাকে সোজা হয়ে দাঁড়াতে হয়েছে এবং তার মা-বাবাকে গর্বিত করতে হয়েছে। তার জন্য সে নিজে অনেক ঘাম ঝড়িয়েছে। গর্বিত সন্তান হিসাবে সবসময় সোজা হয়ে দাঁড়াতে হয়।” চাহালের করা এই পোস্ট তাঁর অনুরাগীদের নজর কেড়ে নিয়েছে।
Read More: জয় শাহের উত্তরসূরি খুঁজে নিলো বিসিসিআই, সচিবের পদে বসছেন এই প্রাক্তনী !!
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই চাহালের সঙ্গে ধনশ্রীর যে বিবাহবিচ্ছেদের জল্পনা চলছে, তা হয়তো এবার সত্যি হতে চলেছে। এই প্রথম নয় আগেও দুজনের বৌবাহিক সম্পর্কে সমাজ মাধ্যমে চর্চায় থাকতো। ২০২৩ সালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘চাহাল’ পদবি বাদ দিয়েছিলেন ধনশ্রী। যদিও, সেসময় বিচ্ছেদের গুঞ্জন উঠে আসলে ধনশ্রী এইসব খবরের থেকে সবাইকে দূরে থাকার কথা বলেছিলেন। আইপিএল ২০২৪-এর সময়েও চাহালকে সমর্থন করতে ধনশ্রী মাঠে আসতেন। তবে, আবার হঠাৎ করেই চাহলের ব্যাঙ্গাত্মক পোস্ট মাথাচাড়া দিয়ে উঠেছে নেটিজেনদের।
একে অপরকে আনফলো করেছেন
২০২০ সালের ডিসেম্বরে হরিয়ানার গুরগাঁওয়ে চাহাল-ধনশ্রীর বিয়ে হয়। সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ধনশ্রীর সব ছবি মুছে দিয়েছেন চাহাল এবং তারা একে অপরকে আনফলোও করেছেন। সূত্রের খবর, গত কয়েকমাস ধরে নাকি একসাথে থাকছেন না চাহাল ও ধনশ্রী। যার ফলে তাঁদের বিবাহবিচ্ছেদের জল্পনা আরও বেড়ে গিয়েছে। পাশাপাশি, চাহাল ও ধনশ্রীর সম্পর্কের মাঝে কোনো তৃতীয় কোন ব্যাক্তি রয়েছেন কিনা সে বিষয়ে বেশ জল্পনা রয়েছে। চাহাল ধনশ্রীর ছবি মুছে দিলেও ধনশ্রী চাহলের সঙ্গে তার সব ছবি রেখে দিয়েছেন। তবে, সমাজ মাধ্যমে তাদের এই কার্যকলাপ বর্তমানে বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে।