“শান্তির থেকে বড় কিছু…” ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন ধনশ্রী, চাহালকে নিলেন একহাত !! 1

ভারতীয় দলের তারকা লেগ স্পিন বোলার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) বিগত কয়েক মাস ধরে বেশ কয়েকবার খবরের শিরোনামে উঠে এসেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। আপাতত ভারতীয় দলে জায়গা নেই চাহলের। এবারের আইপিএলে ১৮ কোটি টাকায় পাঞ্জাব কিংস দলের অংশ হয়েছেন। নিলামের পর পর্যন্ত চাহলের সম্পর্ক বেশ ভালো ছিল। তারপর একেরপর এক গুজব ছড়াতে শুরু হয় চাহলকে নিয়ে। তবে সেই জল্পনা কল্পনা বাস্তবে পরিণত হয়েছিল আইপিএলের আগেই। ধনশ্রী ও চাহলের মধ্যে বিচ্ছেদ সম্পূর্ণ হয়েছিল। যদিও, বিচ্ছেদের পর কেউ কাউকে নিয়ে কোনো মন্তব্য করেননি। চাহলকে বেশ কয়েকবার আরজে মাহভাসের সঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল। যা নিয়ে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছিল।

বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন চাহাল

Yuzvendra chahal and Dhanashree Verma, চাহাল
Yuzvendra Chahal and Dhanashree Verma | Image: Twitter

সম্প্রতি এক পডকাস্টে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুলেছিলেন চাহাল। চাহলের দেওয়া পডকাস্টের ভিত্তিতে মুখ খুললেন ধনশ্রী বর্মাও। তিনি ইনস্টাগ্রামে তাঁর সাম্প্রতিক দুবাই সফরের কিছু ফটো শেয়ার করেন। স্ট্রিট ফুড উপভোগ করা থেকে শুরু করে গোল্ডেন আওয়ারে হাঁটা এবং হিন্দু মন্দির পরিদর্শনের ফটো শেয়ার করেছিলেন তিনি। ধনশ্রী ক্যাপশনে লেখেন, “অনেক দিন পর আবার দুবাইতে ফিরে আসলাম। এখানেই বড় হওয়া আমাকে অনেক গভীর স্মৃতি উপহার দিয়েছে। এখন শহরটাকে এতটা বদলাতে দেখা—অসাধারণ আর আবেগঘন মুহূর্ত। এই সফরের অন্যতম হাইলাইট ছিল সুন্দর হিন্দু মন্দির পরিদর্শন। এই শহর অন্য সংস্কৃতি আর সম্প্রদায়কে আপন করে নিয়েছে।” অনেকেই ভাবছেন যে এটা চাহলের দেওয়া পডকাস্টের জবাবে উত্তর দিয়েছেন ধনশ্রী।

Read More: এশিয়া কাপের আগে মাথায় হাত পাকিস্তানের, গ্রেপ্তার হলেন তারকা ব্যাটসম্যান !!

পাল্টা প্রতিক্রিয়া জানালেন ধনশ্রী

“শান্তির থেকে বড় কিছু…” ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন ধনশ্রী, চাহালকে নিলেন একহাত !! 2
Dhanashree Verma | Image: Twitter

প্রসঙ্গত, যুজবেন্দ্র চাহাল কিছুদিন আগে রাজ শামানির একটি পডকাস্টে তাঁদের ডিভোর্স নিয়ে মুখ খুলেছিলেন। আলোচনার কেন্দ্রে ছিল ডিভোর্সের চূড়ান্ত শুনানির দিন চাহলের পড়া টি শার্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সমাজ মাধ্যমে। সেই টি-শার্টে লেখা ছিল, “Be Your Own Sugar Daddy”। সেই টি-শার্ট-এর ছবি ভাইরাল হয়ে যায়। অনেকে তা ধনশ্রীকে উদ্দেশ্য করে বলা বলেই ধরে নেন। পডকাস্টে এই টি-শার্ট নিয়ে চাহাল বলেন, “আমার কোনও নাটক করার ইচ্ছে ছিল না, আমি শুধু একটা বার্তা দিতে চেয়েছিলাম এবং সেটা আমি দিয়েও ফেলেছি।” চাহাল স্পষ্ট করে দেন যে তাঁর কোনো বিতর্ক তৈরি করার উদ্দেশ্য ছিল না। ধনশ্রীর দিক থেকে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়েই তাকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করা হয়েছিল। তিনি আরও বলেন, “অন্য দিক থেকে কিছু একটা ঘটেছিল, তাই আমি প্রতিক্রিয়া দিয়েছিলাম। এখন আমি কারোর পরোয়া করিনা। আমি কাউকে গালি দিইনি, শুধু একটা বার্তা দিতে চেয়েছিলাম।

Read Also: এশিয়া কাপে নেই ঋষভ পন্থ, টেস্ট প্রত্যাবর্তনও অনিশ্চিত তারকা ক্রিকেটারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *