৬,৬,৬,৬,৪, SA20'তে বিস্ফোরক ইনিংস CSK তারকার, ব্যাট হাতে জ্বলে উঠলেন ডেওয়াল্ড ব্রেভিস !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে দলগুলি এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলি একে একে তাদের স্কোয়াড প্রকাশ করছে। এর মধ্যেই দ্বিপাক্ষিক সিরিজ সহ ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে জ্বলে উঠছেন তারকা ক্রিকেটাররা। চলতি দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগেও (SA20) একাধিক গুরুত্বপূর্ণ বিধ্বংসী ইনিংস লক্ষ্য করা যাচ্ছে। এই লিগের প্রধান কোচ হিসেবে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) প্রিটোরিয়া ক্যাপিটালসের (Pretoria Capitals) হয়ে দায়িত্ব পালন করছেন। এবার এই দলের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)।

Read More: ৬,৬,৬,৪,৪,৪.. বিধ্বংসী ফর্মে রুতুরাজ গায়কোয়াড, বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত শতরান তারকার !!

ডেওয়াল্ড ব্রেভিসের দুরন্ত ইনিংস-

৬,৬,৬,৬,৪, SA20'তে বিস্ফোরক ইনিংস CSK তারকার, ব্যাট হাতে জ্বলে উঠলেন ডেওয়াল্ড ব্রেভিস !! 2
Dewald Brevis | Image: Twitter

গতকাল এম‌আই কেপ টাউনের (MI Cape Town) বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্রিটোরিয়া। শেষ দুই ম্যাচে হারের পর তাদের সামনে লক্ষ্য ছিল ঘুরে দাঁড়ানোর। দলের হয়ে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে শাই হোপ (Shai Hope) ৩০ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। উইহান লুবের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৬০ রানের ইনিংস। এরপর ৬ নম্বর স্থানে ব্যাটিং করতে নেমে জ্বলে ওঠেন ডেওয়াল্ড ব্রেভিস।

তিনি শেরফান রাদারফোর্ডের (Sherfane Rutherford) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড দ্রুত এগিয়ে নিয়ে যান। দুজনে মিলে গড়েন মাত ২৭ বলে ৮৬ রান। ব্রেভিস ২৭৬’এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং শুরু করেন। ১৩ বলে ৩৬ রান আসে এই তারকা ব্যাটসম্যানের ব্যাট থেকে। ৪ টি ছয় এবং ১ টি চার হাঁকান। এর ফলে প্রিটোরিয়া ক্যাপিটালস প্রথম ইনিংসে ২২০ রান সংগ্রহ করে নেয়। দ্বিতীয় ইনিংসে কেশব মহারাজ (Keshav Maharaj) এবং শেরফান রাদারফোর্ডের দুরন্ত বোলিং’য়ে ৮৫ রানের বিশাল জয় ছিনিয়ে নেয় সৌরভ গাঙ্গুলীর দল ।‌

চেন্নাইয়ের তারকা ব্রেভিস-

Ms dhoni
Dewald Brevis | Image: Getty Images

২০২২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুরন্ত পারফর্মেন্স করার পর বিশ্ব ক্রিকেটে নজর কেড়েছিলেন ব্রেভিস। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সঙ্গে যুক্ত হলেও বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। এই বছর চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে মাঠে নেমে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। ৬ ম্যাচে ১৮০’এর ওপর স্ট্রাইক রেটে ২২৫ রান সংগ্রহ করেন এই তারকা। গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে দুরন্ত ৫৭ রান সংগ্রহ করে দলকে জয় এনে দিয়েছিলেন।

আগামী মরসুমেও এই দলের হয়ে জ্বলে উঠতে প্রস্তুত ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। উল্লেখ্য এখনও পর্যন্ত এই তরুণ ব্যাটসম্যান আইপিএলে ১৬ ম্যাচে ৪৫৫ রান সংগ্রহ করেছেন। দেশের হয়ে ১৯ টি টি-টোয়েন্টি ম্যাচে এসেছে ৪৬৯ রান। আন্তর্জাতিক মঞ্চে এই ফরম্যাটে তার ব্যাটিং স্ট্রাইক রেট ১৭৩.৭।

Read Also: প্রকাশ্য রাস্তায় বন্ধুদের সঙ্গে মদ্যপান সারার, সোশ্যাল মিডিয়ায় চর্চায় শচীন তনয়ার কান্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *