কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের উত্তরসূরি হিসেবে ডিওয়াল্ড ব্রেভিস’কে (Dewald Brevis) দেখছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটমহল। অনেকেই তাঁকে ডাকেন ‘বেবি এবি’ বলে। ২০২৩ সালে মাত্র ২০ বছর বয়সে আন্তর্জাতিক আঙিনায় প্রথম সুযোগ দেওয়া হয়েছিলো তাঁকে। কিন্তু সেই সময় বিশেষ সাফল্য পান নি ব্রেভিস। ফলে ছেঁটে ফেলা হয় তাঁকে। বাদ পড়ার পরেও অবশ্য পিছিয়ে যান নি তিনি। অপেক্ষা করেছেন সুযোগের। বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ লীগগুলিতে নিজেকে প্রমাণ করেছেন। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের পর বড়সড় রদবদল হয়েছে প্রোটিয়া স্কোয়াডে। বেশ কয়েকজন সিনিয়রকে সরিয়ে জায়গা করে দেওয়া হয়েছে জুনিয়রদের। দলে ফিরেছেন ব্রেভিস’ও (Dewald Brevis)। দ্বিতীয় সুযোগ আর হাতছাড়া করেন নি তিনি। ব্যাট হাতে ঝড় তুলেছেন বাইশ গজে।
Read More: পাক ক্রিকেটারদের বেফাঁস মন্তব্যের নিশানায় যখন বলিউড অভিনেত্রীরা, দেখুন বিতর্কিত ৩ অধ্যায় !!
অসামান্য শতরান ডিওয়াল্ড ব্রেভিসের-

আজ ডারউইনের মাঠে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথম প্রোটিয়াদের ব্যাটিং-এর আমন্ত্রণ জানান অজি অধিনায়ক মিচেল মার্শ। শুরুটা বিশেষ ভালো হয় নি তাদের। পাওয়ার প্লে-তেই খোয়াতে হয় দুই ওপেনার রায়ান রিকলটন ও এইডেন মার্করাম’কে (Aiden Markram)। যথাক্রমে ১৮ ও ১৪ করে সাজঘরের পথে হাঁটা দেন তাঁরা। তিনে নামা লুয়ান দে-প্রিটোরিয়াস’ও প্রত্যাশা পূরণে ব্যর্থ। মাত্র ১০ বলে ১০ করে আউট হন তিনিও। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া প্রোটিয়াদের লড়াইতে ফেরান ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। চার নম্বরে নেমেছিলেন ব্যাট করতে। ট্রিস্টান সয়াবসকে সাথে নিয়ে রীতিমত তাণ্ডব চালাতে দেখা গেলো বছর ২২-এর তরুণ’কে। অস্ট্রেলীয় বোলিং লাইন-আপে ছিলেন জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পারা। কিন্তু তাঁদেরও ফিকে লাগলো আজ ব্রেভিসের বিক্রমের সামনে।
১২তম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে বল তুলে দিয়েছিলেন মিচেল মার্শ। তাঁর প্রথম ডেলিভারিটিতে সিঙ্গল নিয়ে ব্রেভিসকে (Dewald Brevis) স্ট্রাইক দেন স্টাবস। লং অন ও ডিপ মিড-উইকেট দিয়ে পরপর দু’টি ছক্কা হাঁকান ডান হাতি ব্যাটার। এরপরের বলে ক্যাচ তুলেছিলেন তিনি। কিন্তু তা ধরতে পারেন নি লং অফের ফিল্ডার। তাঁর হাতে লেগে বল ছিটকে যায় মাঠের বাইরে। আরও চার রান পান ব্রেভিস। দ্বিতীয় সুযোগ পেয়ে আর পিছন ফিরে তাকান নি। পরবর্তী ডেলিভারিটিকেও পাঠিয়ে দেন মাঠের বাইরে। এক ওভারে ২৪ রান ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। ১৫তম ওভারের পঞ্চম বলে বেন ডোয়ারস্যুইস’কে বাউন্ডারি হাঁকিয়ে সম্পূর্ণ করেন কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-২০ শতরান। ৪১ বলে শতক ছুঁয়েও আক্রমণ থামান নি তিনি। অপরাজিত থাকেন ১২৫ করে। মারেন ১২টি চার ও ৮টি ছক্কা।
দেখুন শতক ছোঁয়ার মুহূর্ত-
The second-quickest T20I hundred from a South African player!
Dewald Brevis, take a bow 👏#AUSvSA pic.twitter.com/JOpk3tptGT
— cricket.com.au (@cricketcomau) August 12, 2025
সহজ জয় দক্ষিণ আফ্রিকার-

প্রথম টি-২০তে জয় পেয়েছিলো অস্ট্রেলিয়া। আজ ডারউইনে তাদের হারিয়ে সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। ডিওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) ধুন্ধুমার ইনিংসের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২১৮ রান তুলেছিলো দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিলো অস্ট্রেলীয় শিবির। ৫ করে আউট হন ওপেনার ট্র্যাভিস হেড। তিনে নামা ক্যামেরন গ্রিন’ও ফেরেন মাত্র ৯ রান করেই। সাফল্য পান নি অধিনায়ক মার্শ’ও। আজ তাঁর ঝুলিতে ১৩ বলে ২২ রান। প্রথম ম্যাচে বড় রান পেয়েছিলেন টিম ডেভিড (Til David)। আজও ফর্ম ধরে রাখলেন তিনি। করেন ২৪ বলে ৫০। কিন্তু রাবাডা, মাপাখাদের বিপক্ষে যথেষ্ট হলো না তা। ১৭.৪ ওভারে ১৬৫ রানেই অল-আউট হয়ে যায় ক্যাঙারুবাহিনী। ৫৩ রানের ব্যবধানে জেতে এইডেন মার্করামের দল।