পান্থের নেতৃত্বে নতুন ইতিহাস, বহু বছর পর বিজয় হাজারে ট্রফির নকআউট পর্বে দিল্লি !! 1

ঘরোয়া ক্রিকেটকে সবসময় বিসিসিআই (BCCI) নতুন দিশা দেওয়ার চেষ্টা করছে। চলতি বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025-26) অসংখ্য তরুণ ক্রিকেটার দুরন্ত পারফর্মেন্স করে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে এবং জাতীয় নির্বাচকদের বার্তা দিচ্ছেন। এর সঙ্গেই প্রথম দিকে বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মাকেও (Rohit Sharma) এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। ফলে ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। বর্তমানে বিজয় হাজারে ট্রফি শেষ পর্বের দিকে এগিয়ে চলেছে। দীর্ঘ কয়েক বছর পর ঋষভ পান্থের (Rishabh Pant) নেতৃত্বে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে দিল্লি।

Read More: ‘কলকাতায় ঢুকতেই দেব না…’, শাহরুখ খানকে হুঁশিয়ারি দিলেন BJP নেতা, করলেন বিতর্কিত মন্তব্য !!

দুরন্ত ফর্মে দিল্লি-

পান্থের নেতৃত্বে নতুন ইতিহাস, বহু বছর পর বিজয় হাজারে ট্রফির নকআউট পর্বে দিল্লি !! 2
Delhi Cricket Team | Image: Twitter

২০২০-২১ মরসুমের বিজয় হাজারে ট্রফিতে দিল্লি শেষবার নক‌আউট পর্বে পৌঁছেছিল। দীর্ঘ ৫ বছর পর এবার ঋষভ পান্থের নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে পৌঁছালো তারা। আজ হরিয়ানার বিপক্ষে চলতি ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেটে মাঠে নেমেছিল ঋষভ পান্থের দল। প্রথম ইনিংসে ইশান্ত শর্মার (Ishant Sharma) বোলিং আক্রমণে হরিয়ানা চাপের মুখে পড়ে যায়। এই অভিজ্ঞ পেসার ৭ ওভারে ১ টি মেডেনের সঙ্গে মাত্র ১৭ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন।

এছাড়াও নবদীপ সাইনি (Navdeep Saini) এবং প্রিন্স যাদব (Prince Yadav) ৩ টি করে উইকেট তুলে নেন। এর ফলে মাত্র ১০৫ রানে হরিয়ানা অলআউট হয়ে যায়। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন নীতিশ রানা (Nitish Rana)। ৩৯ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। এর ফলে দিল্লি ১৩.৩ ওভারেই ৯ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয় এবং কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে।

এই বছর টুর্নামেন্টের শুরুতেই দিল্লির হয়ে প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি ১০১ বলে ১৩১ রানের দুরন্ত ইনিংস ইনিংস খেলেছিলেন। এরপর কিং কোহলি দ্বিতীয় ম্যাচেও গুজরাটের বিপক্ষে ৭৭ রানের ইনিংস খেলেন। উল্লেখ্য গ্ৰুপ পর্বে ৭ ম্যাচের মধ্যে ঋষভ পান্থের নেতৃত্বে দিল্লি ৬ ম্যাচে জয়লাভ করেছে।

ওডিআই সিরিজে পেয়েছেন সুযোগ-

ঋষভ পন্থ
Rishabh Pant | Image; Twitter

ঋষভ পান্থ (Rishabh Pant) দেশের হয়ে ধারাবাহিকভাবে টেস্ট ক্রিকেটে সুযোগ পাচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে ছিলেন এই তারকা। তবে এই বছর আসন্ন ২০ ওভারে বিশ্বকাপে জাতীয় দলে জায়গা পাননি তিনি। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া ৩ ম্যাচের ওডিআই সিরিজে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন পান্থ। কিন্তু দীর্ঘদিন ধরে দেশের জার্সিতে একদিনের একাদশে সুযোগ পাচ্ছেন না। শেষবার ২০২৪ সালে আগস্ট মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে ওডিআই একাদশে জায়গা পেয়েছিলেন। এখনও পর্যন্ত এই তারকা ভারতের হয়ে ৩১ ম্যাচে ৮৭১ রান সংগ্রহ করেছেন।

Read Also: ৬,৬,৬,৬,৬,৬… দক্ষিণ আফ্রিকায় ব্যাট হাতে ঝড় তুললেন বৈভব সূর্যবংশী, বানালেন ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *