সোমবার হঠাৎ করেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে থেকে অবসর ঘোষণা করে বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। খেলার প্রতি তার আগ্ৰাসী মনোভাব জাতীয় টেস্ট দলে এখনও প্রয়োজন ছিল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে শারীরিকভাবেও কিং কোহলি (Virat Kohli) ফিট। তাই এই তারকা ব্যাটসম্যানের অবসরের কারণ নিয়ে একাধিক জল্পনা সামনে উঠে আসছে। এর মধ্যেই দিল্লি দলের রঞ্জি ট্রফির কোচ শরণদীপ সিংয়ের (Sarandeep Singh) বক্তব্য সামনে এসেছে। বিরাট কোহলির (Virat Kohli) অবসর নিয়ে তার একাধিক বিস্ফোরক দাবি বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Read More: ঘোষিত আইপিএলের দ্বিতীয় দফার সূচি, বাড়তি সুবিধা পেল এই দল !!
বিরাটের অবসরে অবাক শরণদীপ-

আইপিএলের (IPL 2025) পর ভারতীয় দল ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করবে। এই গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে ইতিমধ্যেই বিসিসিআই (BCCI) দল বাছাই করার জন্য আলোচনা শুরু করেছে। ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণার আগেই প্রথমে রোহিত শর্মা (Rohit Sharma) এবং তারপর বিরাট কোহলির (Virat Kohli) হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। কোহলি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট খেলার জন্য সম্পূর্ণ ফিট। এছাড়াও তিনি ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন। অন্যদিকে এই বছর ফেব্রুয়ারিতে দিল্লির হয়ে রেলওয়ের বিপক্ষে রঞ্জি ট্রফিতে নিজেকে টেস্ট ক্রিকেটের জন্য আরও প্রস্তুত করতে মাঠে নেমেছিলেন বিরাট। এবার হঠাৎ করে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে এই তারকা ব্যাটসম্যান অবসর নেওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দিল্লির কোচ শরণদীপ সিং (Sarandeep Singh)। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “আজ সকালে যখন বিরাট কোহলির (Virat Kohli) অবসরের ঘোষণা শুনলাম আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না। উনি রঞ্জি ট্রফির ম্যাচ খেলার জন্য সম্পূর্ণভাবে নিজেকে উজাড় করে দিয়েছিলেন।”
ইংল্যান্ডের বিপক্ষে খেলতে চেয়েছিলেন বিরাট-

শরণদীপ সিং (Sarandeep Singh) দাবি করেছেন যে বিরাট কোহলি (Virat Kohli) ইংল্যান্ড সফরের জন্য নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করছিলেন। এমনকি তিনি ভারতীয় ‘এ’ দলের সঙ্গে নিজেকে ইংল্যান্ডের মাটিতে তৈরি করতে চেয়েছিলেন। দিল্লির কোচ বলেন, “বিরাট (Virat Kohli) ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আমরা কীভাবে টেস্ট জিতবো ভাবনাচিন্তা করছিলেন। কিন্তু এখন হঠাৎ করে দেখছি যে ক্রিকেটার ইংল্যান্ড সফরের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন এখন যাবেন না। কয়েকদিন আগে পর্যন্ত আমার বিরাটের (Virat Kohli) সাথে কথা হয়েছে। ওনার কথায় অবসর নেওয়ার মতো কোনো ইঙ্গিত ছিল না। আমি বিরাটকে (Virat Kohli) জিজ্ঞাসা করেছিলাম যে সে কি এরপর কাউন্টি ক্রিকেট খেলতে ইচ্ছুক কিনা। উনি জানিয়েছিলেন, ‘না ভাই আমি ভারতীয় ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতি নেবো। সবচেয়ে বড়ো বিষয় হলো বিরাট ২০১৮ সালের মতো তিন-চারটি শতরান করতে চেয়েছিলেন।” এই বিস্ফোরক দাবি সামনে আসার পরেই ক্রিকেট ভক্তরা মনে করছেন যে বিরাট কোহলিকে (Virat Kohli) বিসিসিআই (BCCI) অবসর নিতে বাধ্য করছে। তবে এই বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং কোহলি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।