আইপিএল ইতিহাসে অন্যতম জনপ্রিয় দল হলো দিল্লি ক্যাপিটালস, এই দলের আগের নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস, দলের নাম পরিবর্তন করলেও দলের ভাগ্য এখনো পরিবর্তন হয়নি, এখনও পর্যন্ত আইপিএল ট্রফি জিততে পারেনি এই দল, এক সময়ে এই দলে বীরেন্দ্র সেহবাগ, গৌতম গম্ভীর, জাহির খান, এবি ডি ভিলিয়ার্স, কেভিন পিটারসেনদের মতন প্লেয়ার খেলে এসেছেন তবুও সাফল্য আসেনি দলে, তবে বর্তমানে দিল্লি দলে মূলত যুবদের নিয়েই গড়ে উঠেছে দল। দলের অধিনায়কের ভূমিকা পালন করেন ঋষভ পন্থ, গতবছর দল তার নেতৃত্বে ৫ ম স্থানে সমাপ্ত করেছিল, এবছর মিনি নিলামের আগেই নিজেদের রিটেন লিস্ট জমা দিলো দিল্লি কিন্তু দলথেকে বাদ পড়লেন অনেক মূল্যবান খেলোয়াড়রা, আসন্ন আইপিএলে ৩ জন প্লেয়ারের খামতি লক্ষ্য করবে দিল্লি দল।
শার্দূল ঠাকুর

তালিকায় শীর্ষে আছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার শার্দূল ঠাকুর (Shardul Thakur) , ভারতীয় দলের হয়ে দিনদিন নিজেকে আরও ভালো করে চলেছেন শার্দূল, তবে তাকে দলে আর ধরে রাখতে চাইলো না দিল্লি ফ্রাঞ্চাইজি, গতবছর ১০ কোটি ৭৫ লক্ষ্য টাকা দিয়ে নিজেদের দলে নিয়েছিল দিল্লি দল, এমনকি দলের হয়েও তিনি ভালো প্রদর্শন দেখিয়েছিলেন তবুও হলেন দলের বাইরে, তিনি গতবছর বল হাতে ১৪ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট এবং ব্যাট হাতে ১৪ ম্যাচে করেছেন ১২০ রান, যদিও সেভাবে ব্যাটিং করার সুযোগ আসেনি শার্দূলের কাছে। কোলকাতা দল শার্দূল ঠাকুরকে ট্রেডিং-এর মাধ্যমে দিল্লির থেকে নিজেদের দিকে টেনে নিলেন। আইপিএলে ৭৫ ম্যাচে নিয়েছেন ৮২ টি উইকেট, অলরাউন্ডার হয়েও ব্যাটিং-এ খুব একটা সুযোগ পাননি শার্দূল তাই পরিসংখ্যান আর বৃদ্ধি পায়নি।