কেকেআর-এর বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরে আসতে মরিয়া দিল্লি ক্যাপিটালস, দেখে নিন সম্ভাব্য একাদশ 1

গত দুই ম্যাচে পরপর জয় পেলেও তৃতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ব্যাটিং ধসের শিকার হয় দিল্লি ক্যাপিটালস। যদিও এই মুহুর্তে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শ্রেয়স আইয়ারের দল, কিন্তু এবার শারজায় তাদের সামনে ফর্মের তুঙ্গে থাকা কলকাতা নাইট রাইডার্স। কি স্ট্র্যাটেজিতে নামতে চলেছে দিল্লি, দেখে নেওয়া যাক সম্ভাব্য একাদশ।

IPL 2020: Delhi Capitals team profile - DC Full squad, DC players to watch  out for - cricket - Hindustan Times

১. পৃথ্বী শ

কেকেআর-এর বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরে আসতে মরিয়া দিল্লি ক্যাপিটালস, দেখে নিন সম্ভাব্য একাদশ 2

ভারতীয় দলের এই ওপেনার অত্যন্ত সাবলীল ভঙ্গিতে ব্যাটিং করার জন্য সুপরিচিত। ফলে ওপেনিংয়ে বড় রান তুলতে প্রথম একাদশে থাকবেনই এই তরুণ ডান হাতি ওপেনার।

২. শিখর ধাওয়ান

কেকেআর-এর বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরে আসতে মরিয়া দিল্লি ক্যাপিটালস, দেখে নিন সম্ভাব্য একাদশ 3

ভারতীয় দলের আর এক ওপেনার শিখর ধাওয়ান মূলত আগ্রাসী হলেও বর্তমানে পৃথ্বীর আগ্রাসনের সাথে বজায় রাখতে ধীরগতির ইনিংস খেলছেন। যদিও শারজার ছোট বাউন্ডারিকে লক্ষ্য রেখে নিজের স্ট্রাইক রেট ও দলের রান রেট বাড়ানোয় উৎসাহী হবেন গব্বর।

৩. শ্রেয়স আইয়ার

কেকেআর-এর বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরে আসতে মরিয়া দিল্লি ক্যাপিটালস, দেখে নিন সম্ভাব্য একাদশ 4

তিন নম্বরে অবশ্যই আসবেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক এবং ভারতীয় দলের অত্যন্ত প্রয়োজনীয় সদস্য। মাঝের ওভারগুলিতে স্টেবিলিটি বজায় রাখতে পারেন দক্ষিণের এই তারকা ব্যাটসম্যান। এছাড়া রান রেট বাড়ানোর ক্ষেত্রে বড় শটও লাগাতে পারেন তিনি।

৪. ঋষভ পন্থ

কেকেআর-এর বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরে আসতে মরিয়া দিল্লি ক্যাপিটালস, দেখে নিন সম্ভাব্য একাদশ 5

এখনও অবধি নিজের আসল ফর্ম দেখাতে পারেননি এই প্রতিভাবান উইকেটকিপার ব্যাটসম্যান। কিন্তু এই ম্যাচে নিজেকে প্রমাণ করতে বদ্ধপরিকর পন্থ। অতি আগ্রাসী হওয়ায় শারজার ছোট মাঠে বেশ কার্যকরী হবেন তিনি।

৫. শিমরন হেটমায়ার

কেকেআর-এর বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরে আসতে মরিয়া দিল্লি ক্যাপিটালস, দেখে নিন সম্ভাব্য একাদশ 6

গত ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে ভালো শুরু করলেও ধৈর্য্যের অভাবে বাজে আউট হন ওয়েস্ট ইন্ডিজের এই বিস্ফোরক বাঁ হাতি ব্যাটসম্যান। তবে শারজায় ওভার বাউন্ডারির বন্যা করতে পারেন হেটমায়ার, সেই ক্ষমতা তার রয়েছে।

৬. মার্কাস স্টোইনিস

কেকেআর-এর বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরে আসতে মরিয়া দিল্লি ক্যাপিটালস, দেখে নিন সম্ভাব্য একাদশ 7

অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার গত বছর থেকে ব্যাট হাতে বেশ ভালো ফর্মে রয়েছেন। শেষের দিকের ওভারে বড় বড় রান মারার প্রবণতা রয়েছে তার। পাশাপাশি ২-১ ওভার বোলিংও করে দিতে পারেন তিনি।

৭. অক্ষর প্যাটেল

কেকেআর-এর বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরে আসতে মরিয়া দিল্লি ক্যাপিটালস, দেখে নিন সম্ভাব্য একাদশ 8

বাঁ হাতি এই অভিজ্ঞ ভারতীয় অলরাউন্ডার দিল্লি ক্যাপিটালস দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য। শেষের দিকে ওভারে যেমন ক্যামিও খেলতে পারেন, তেমনি নিজের বাঁ হাতি অফ স্পিনের মাধ্যমে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করে রাখতে পারেন অক্ষর।

৮. কাগিসো রাবাডা

কেকেআর-এর বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরে আসতে মরিয়া দিল্লি ক্যাপিটালস, দেখে নিন সম্ভাব্য একাদশ 9

বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার কাগিসো রাবাডা অবশ্যই থাকবেন প্রথম একাদশে। যদিও এখনও নিজের ছাপ রাখতে পারেননি তারকা এই দক্ষিণ আফ্রিকার পেসার। তবে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে ক্যামিও খেলতে পারেন রাবাডা, তা দেখা গিয়েছে গত ম্যাচে।

৯. আনরিচ নর্টজে

India vs South Africa, 2nd Test: Who is Anrich Nortje - South Africa

দিল্লি ক্যাপিটালসের হয়ে আপাতত এই মরশুমে বেশ ভালো বোলিং করেছেন এই দক্ষিণ আফ্রিকার পেসার। ফলে এই ম্যাচেও তিনি থাকছেন।

১০. অমিত মিশ্রা

কেকেআর-এর বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরে আসতে মরিয়া দিল্লি ক্যাপিটালস, দেখে নিন সম্ভাব্য একাদশ 10

বর্তমানে রবিচন্দ্রন অশ্বিনের চোট থাকায় অমিত মিশ্রাই সুযোগ পাচ্ছেন প্রথম একাদশে। এবং সুযোগ পেয়েই অত্যন্ত কার্যকরী ভূমিকা নিচ্ছেন এই অভিজ্ঞ লেগস্পিনার।

১১. ইশান্ত শর্মা

কেকেআর-এর বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরে আসতে মরিয়া দিল্লি ক্যাপিটালস, দেখে নিন সম্ভাব্য একাদশ 11

গত ম্যাচে পিঠের চোট সারিয়ে দলে কামব্যাক করেছেন ভারতীয় দলের এই তারকা পেসার। হায়দ্রাবাদের বিরুদ্ধে ওপেনিং স্পেলে বেশ ভালো রিদম দেখিয়েছিলেন ইশান্ত। ফলে এই ম্যাচেও তিনি থাকতে চলেছেন প্রথম একাদশে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *