কেএল রাহুলকে ধরে রাখতে মরিয়া DC, তারকার পিছনে খরচ করছে টাকার পাহাড় !! 1

আগামীকাল আইপিএলের (IPL 2026) ফ্র্যাঞ্চাইজিগুলির আগামী বছরের জন্য তাদের রিটেন তালিকা প্রকাশ পাবে। তার আগেই ট্রেডের মাধ্যমে একাধিক তারকা ক্রিকেটারের দল বদল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গুজরাট টাইটান্স (Gujarat Titans) থেকে শেরফান রাদারফোর্ডকে (Sherfane Rutherford)‌ তুলে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ইতিমধ্যেই চমক দিয়েছে। এছাড়াও পাঁচবারের চ্যাম্পিয়নরা লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) থেকে শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) দলে নিয়ে এসেছে। এর মধ্যেই কেএল রাহুল (KL Rahul) যাতে অন্য দলে না যান সেই বিষয় নিশ্চিত করতে কোটি কোটি টাকা খরচ করল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।

Read More: IPL 2026: বাদ রোহিত-হার্দিক-বুমরাহ, ২০২৬ IPL’এর জন্য রিটেন লিস্ট প্রকাশ করল মুম্বাই ইন্ডিয়ান্স !!

রাহুলকে ধরে রাখতে মরিয়া দিল্লি-

Ipl 2025
KL Rahul | Image: Getty Images

এই বছর আইপিএলের মেগা নিলামে ১৪ কোটি টাকার বিনিময়ে কেএল রাহুলকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। রেকর্ড দমে তিনি দলে আসার পর মনে করা হচ্ছিল নেতৃত্বের দায়িত্ব সামলাবেন। কিন্তু শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে এই বছর টুর্নামেন্টে ভূমিকা পালন করেছিলেন রাহুল। ব্যাট হাতে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে ভরসা দিয়েছিলেন। ১৩ ম্যাচে সংগ্রহ করেন ৫৩৯ রান‌।

তার ব্যাট থেকে একটি দুরন্ত শতরান পর্যন্ত আসে। ফলে আগামী মরসুমের জন্যেও এই তারকা ব্যাটসম্যানকে ধরে রাখতে চাইছে দিল্লি ক্যাপিটালস (DC)। কিন্তু সূত্র অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স (KKR) রাহুলকে দলে নেওয়ার জন্য বিপুল অর্থের প্রস্তাব দিয়ে রেখেছে। এইরকম পরিস্থিতিতে যাতে এই তারকা ব্যাটসম্যান কেকেআরে না যান তার জন্য ২৫ কোটি টাকা খরচ করছে দিল্লির কর্মকর্তারা বলে খবর সামনে এসেছে। তবে এই অর্থের পরিমাণ অফিশিয়ালি নাও নিশ্চিত করা হতে পারে বলে কিছু সূত্র মনে করছে।

দিল্লির পারফর্মেন্স-

কেএল রাহুলকে ধরে রাখতে মরিয়া DC, তারকার পিছনে খরচ করছে টাকার পাহাড় !! 2
Delhi Capitals | Image: Getty Images

আইপিএলের ইতিহাসে দিল্লি ক্যাপিটালস মাত্র একবার ফাইনালে পৌঁছাতে সক্ষম হয়েছিল। ২০২০ সালে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে ফাইনালে মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামে তারা। তবে ট্রফি জয় করতে পারেনি। এই বছর দিল্লিকে অক্ষর প্যাটেল (Axar Patel) নেতৃত্ব দিচ্ছিলেন। লিগ পর্বের প্রথম ৪ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে দুরন্ত ফর্মে ছিল তারা। কিন্তু তারপর একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়ে। লিগ পর্বে দিল্লি ক্যাপিটালস ১৪ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ছিটকে যায়।

দলের হয়ে ১২ ম্যাচে ২৬৩ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট ৫ উইকেট ছিনিয়ে নেন অধিনায়ক। দিল্লির হয়ে বোলিং বিভাগে সবচেয়ে বেশি প্রভাব ফেলার চেষ্টা করেছিলে মিচেল স্টার্ক (Mitchell Starc)। তিনি এই বছর আইপিএলে ১১ ম্যাচে ১৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন।

Read Also: IPL 2026: বাদ শ্রেয়স-চাহাল-ম্যাক্স‌ওয়েল, PBKS’এর রিটেন তালিকা এল প্রকাশ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *