সাঁই বাবা বিচার করলেন, অবশেষে IPL'এ দল পেলেন পৃথ্বী শ !! 1

অবশেষে আইপিএল ২০২৬ নিলামে (IPL 2026 Auction) বিক্রিত হলেন ভারতীয় ওপেনার পৃথ্বী শ’ (Prithvi Shaw)। গত বছর আইপিএলের মঞ্চে দল পাননি পৃথ্বী শ। এক সময়ে ভারতের ভবিষ্যৎ হিসাবে দেখা হচ্ছিল পৃথ্বী শ’কে তবে গত কয়েক বছরে তাঁর ফিটনেস এবং পারফরম্যান্সের উপর প্রভাব পরে যার ফলে হঠাৎ করেই আইপিএলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট থেকেও দূরে চলে গিয়েছিলেন তিনি। মুম্বাইয়ের ঘরোয়া দল থেকেও বাদ পরেন পৃথ্বী। বয়স মাত্র ২৬ হলেও এই পরিস্থিতি নিঃসন্দেহে হতাশাজনক পৃথ্বীর জন্য। মুম্বাই ছেড়ে মহারাষ্ট্রে যোগ দিয়েছেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ফর্মে ছিলেন তিনি। ২০২৫–২৬ মরশুমের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সাতটি ম্যাচে ১৮৩ রান করেন পৃথ্বী শ’, যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৬০-রও বেশি। তবুও সেই পারফরম্যান্স আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাড়তে ব্যর্থ হলো। উল্লেখযোগ্য বিষয়, এর আগেও আইপিএল ২০২৫ নিলামেও অবিক্রিত ছিলেন তিনি। আইপিএল ক্যারিয়ারে এখনও পর্যন্ত শুধুমাত্র দিল্লি ক্যাপিটালসের হয়েই খেলেছেন পৃথ্বী শ’। এবারেও তিনি ৭৫ লাখে দিল্লি দলে শামিল হয়েছেন পৃথ্বী। আইপিএলের মঞ্চে ৭৯টি ম্যাচে তাঁর সংগ্রহ ১৮৯২ রান, গড় ২৩.৯৪ এবং স্ট্রাইক রেট ১৪৭.৪৬।

Read Also: IPL 2026 Auction Live: নিলামে ঝড় আকিব নবির, বেস প্রাইজ থেকে ৩০ গুণ দামে কিনল দিল্লি ক্যাপিটালস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *