এই তারকা ক্রিকেটারকে দলে নেওয়ার পরিকল্পনা দিল্লি ক‍্যাপিটালসের ! 1

ইতিমধ্যে ২০২০ আইপিএলের কথা মাথায় রেখে দল গোছানোর পরিকল্পনা শুরু করেছে আইপিএলের দল গুলো। ট্রান্সফার উইনডো ওপেন হতেই প্রথমেই নিজেদের মধ্যে ক্রিকেটার অদলবদল করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক‍্যাপিটালস।দিল্লিতে মায়াঙ্ক মারকান্ডে এলো স্টেফানে রাদারফোর্ডের বদলে। এরপর ফের আরেক ক্রিকেটারকে নেওয়া পরিকল্পনা করে ফেললো দিল্লি। এবার তাদের নজর “রাজস্থান রয়‍্যালস ” এর আজিঙ্ক রাহানের দিকে।

এই তারকা ক্রিকেটারকে দলে নেওয়ার পরিকল্পনা দিল্লি ক‍্যাপিটালসের ! 2

 

এবছর আইপিএলের প্রথম দিকে রাহানেকে রাজস্থান রয়‍্যালসকে নেতৃত্ব দিতে দেখা গেলেও পরবর্তী সময়ে সেই দায়িত্ব তুলে দেওয়া হয় স্টিভ স্মিথের কাছে।দল প্রত‍্যাশিত ফল না করতে পারায় ছেটে ফেলা হয়েছিল রাহানেকে।এইবার প্রাক্তন এই রাজস্থান রয়‍্যালস অধিনায়ককে দলে নেওয়ার পরিকল্পনা করে ফেলেছে দিল্লি ক‍্যাপিটালস কর্তৃপক্ষ।

এই দলবদল বাস্তাবায়িত হলে শিখর ধাওয়ানের পর ফের আরেক বড়োমাপের দলবদল যে হতে চলেছে তা বলাইবাহুল‍্য। প্রসঙ্গত, এবার দিল্লি ক‍্যাপিটালসের হয়ে দারুণ খেলেছিলেন ধাওয়ান।করেছিলেন ৫২১ রান। এমনকি ২০১২ এর পর এই প্রথম প্লে অফে গেছিলো দিল্লি।

এই তারকা ক্রিকেটারকে দলে নেওয়ার পরিকল্পনা দিল্লি ক‍্যাপিটালসের ! 3

এখনো অবধি এবিষয়ে রাহানেকে মুখ খুলতে না দেখা গেলেও মনে করা হচ্ছে এবিষয়ে তার সাথে কথা হয়েছে দিল্লি দলের।তবে কোনও রকম সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি অপেক্ষায় আছেন রাজস্থান রয়‍্যালস কর্তৃপক্ষের এবিষয়ে মন্তব্যের।অর্থাৎ কাগজ – কলমের কাজ না মেটা অবধি এবিষয়ে রাহানে কিছু বলবেন না বলেই মনে করা হচ্ছে ।

সূত্রের খবর অনুযায়ী, দিল্লির তরফে কথা চলছে রাহানেকে দলে নেওয়ার চেষ্টা চলছে । প্রাথমিক স্তরের কথা বার্তা এগিয়েছে একপ্রস্থ।তবুও এখনো কিছু বলা যাচ্ছে না কিছু এবিষয়ে।কারণ বিষয়টি কিভাবে দেখছে রাজস্থান রয়‍্যালস সেটাও দেখার বিষয়ে।তাদের হয়ে বেশ কিছু বছর প্রতিনিধিত্ব করেছেন, তাকে বলা চলে রয়‍্যালসের অন‍্যতম এ্যম্বাসডর।তাই এখনই কিছু বলা চলে না এবিষয়ে।

এই তারকা ক্রিকেটারকে দলে নেওয়ার পরিকল্পনা দিল্লি ক‍্যাপিটালসের ! 4

যদি চুক্তি বাস্তবায়িত হয় তাহলে বলতেই হচ্ছে ধাওয়ানের সাথে রাহানে ওপেন করলে তা এক অন‍্যমাত্রা যোগ হবে দিল্লির দলে।এবার এক্সপেরিয়েন্স এবং তারুণ্য নির্ভর দল তৈরি করেছিলো দিল্লি।ফলাফলো পেয়েছিলো হাতে নাতে।এক্ষেত্রে আগামী বছর দলের সাথে রাহানে যুক্ত হলে আরও ভারসাম্য যুক্ত হবে দলে।

প্রসঙ্গত, আইপিএলের প্রথম দুই বছর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা গেছে রাহানেকে।২০১১ তে আসেন রাজস্থান রয়‍্যালসের।মাঝে রাজস্থান দুই বছর ব‍্যান থাকলে সেই সময় পুনেতে খেলতে দেখা গেছে এই তারকা ভারতীয় ক্রিকেটারকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *