ক্রিকেট
Team India | Image: Getty Images

উত্তর প্রদেশে জন্ম হলেও বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। ভারতীয় মহিলা দলেও নিয়মিত তিনি। এবার কাছের বন্ধুর থেকেই প্রতারণার শিকার হতে হলো তাঁকে। খোয়াতে হলো ২৫ লক্ষ টাকা, সোনার গয়না ও বিদেশী মুদ্রা। জনৈকা আরুষি গোয়েলের (Arushi Goyal) বিরুদ্ধে জবরদস্তি ঘরে প্রবেশ করে টাকা ও গয়নাগাটি হাতিয়ে নেওয়ার মারাত্মক অভিযোগ এনেছেন দীপ্তির ভাই সুমিত শর্মা (Sumit Sharma)। দীপ্তির মত আরুষিও ক্রিকেট খেলেন। পাশাপাশি আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে জুনিয়র ক্লার্ক হিসেবেও তিনি কর্মরতা। একসাথে খেলার সুবাদেই বন্ধুত্ব হয়েছিলো দু’জনের। এরপর পারিবারিক সমস্যা ও বাবা-মা’র শরীর খারাপের কথা বলে ২৫ লক্ষ টাকা দীপ্তির (Deepti Sharma) থেকে ধার করেন আরুষি। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও সেই টাকা আর ফেরান নি তিনি।

Read More: IPL 2025: মার্শ-পুরানের তাণ্ডবে রানের পাহাড়ে লক্ষ্ণৌ, জিততে হলে গুজরাতের চাই ২৩৬ !!

টাকা হারিয়ে সর্বশান্ত দীপ্তি

দীপ্তি (Deepti Sharma) ও তাঁর পরিবার টাকা ফেরত চাইলে নানা অছিলায় তা এড়ানর চেষ্টা করছিলেন আরুষি (Deepti Sharma)। গত ২২ এপ্রিল ক্রিকেট তারকা’র ফ্ল্যাটে হঠাৎ’ই হাজির হন তিনি। দরজার তালা ভেঙে ঢুকে পড়েন ভেতরে। ফ্ল্যাট থেকে সোনা-রূপার গহনা ও প্রায় ২৫০০ মার্কিন ডলার চুরি করেন তিনি। সিসিটিভি ক্যামেরার নজর অবশ্য এড়াতে পারেন নি আরুষি। সেই ফুটেজের উপর ভিত্তি করেই সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্টেশন ইন-চার্জ বিক্রম সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে আরুষি ও তাঁর বাবা-মা’রর বিরুদ্ধে প্রায় ৩০ লক্ষ টাকা প্রতারণার একটি অভিযোগ ইতিমধ্যেই নথিভুক্ত করেছেন তাঁরা। তদন্ত শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ক্রিকেটের পাশাপাশি উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি পদে রয়েছেন দীপ্তি শর্মা। খোদ পুলিশ অফিসারের বাড়িতেই এহেন চুরির ঘটনায় শুরু হয়েছে শোরগোল।

দেশের জার্সিতে সফল দীপ্তি

ভারত তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার দীপ্তি শর্মা (Deepti Sharma)। দেশের জার্সিতে ৫টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ৬৩.৮০ গড়ে ৩১৯ রান করার পাশাপাশি নিয়েছেন ২০টি উইকেট। এছাড়া ১০৬টি একদিনের ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছে তাঁকে। ৩৫.৫৮ গড়ে করেছেন ২৩০০ রান। সাথে ১৩৫ টি উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে। টি-২০তেও নজরকাড়া পরিসংখ্যান দীপ্তির (Deepti Sharma)। ১২৪ ম্যাচে ১০৮৬ রানের পাশাপাশি ১৩৮টি উইকেট নিয়েছেন তিনি। মেয়েদের টি-২০ ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন দীপ্তি। ডব্লুপিএলে ইউপি ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন তিনি। এছাড়া ‘দ্য হান্ড্রেড’, ‘ডব্লুবিবিএল’-এর মত টুর্নামেন্টেও তাঁকে দেখা গিয়েছে নিয়মিত।

Also Read: IPL 2025: বাইশ গজে ডাহা ফেল ঋষভ পন্থ, আর বয়ে বেড়াতে রাজী নয় লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *