de-kock-reverses-odi-retirement

২০২৩-এর বিশ্বকাপের পর মাত্র ৩০ বছরের বয়সেই পঞ্চাশ ওভারের ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন ক্যুইন্টন ডি কক (Quinton de Kock)। টি-২০ থেকে আনুষ্ঠানিক ভাবে অবসর ঘোষণা না করলেও ২০২৪-এর কুড়ি-বিশের বিশ্বকাপ ফাইনালের পর দেশের জার্সিতে আর মাঠে নামেন নি প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটার। গত এক বছরে শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসরে দেখা গিয়েছে তাঁকে। আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে তাঁর দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত ছিলেন না কোচ রব ওয়াল্টার (Rob Walter)। মাসখানেক আগে প্রশিক্ষক বদলেছে দক্ষিণ আফ্রিকা। টেস্টের পাশাপাশি সাদা বলের দুই ফর্ম্যাটেও দায়িত্ব পেয়েছেন শুক্রি কনরাড (Shukri Conrad)। সম্প্রতি ডি ককের সাথে আলোচনায় বসেছিলেন তিনি। সেই বৈঠকেই বরফ গলেছে বলে খবর। আবারও হলুদ-সবুজ জার্সি গায়ে চাপাতে রাজী হয়েছেন তারকা ক্রিকেটার।

Read More: প্রতারণা করে জিতেছে ভারত, ম্যাচ হারতেই ‘অজুহাত’ তৈরি পাকিস্তানের !!

পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন ডি কক-

Quinton De Kock | ক্রিকেট | Image: Getty Images
Quinton De Kock | Image: Getty Images

প্রত্যাবর্তন ইঙ্গিত দিয়েই রেখেছিলেন ডি কক (Quinton de Kock)। ২০২৩-এ ওয়ান ডে অবসর ঘোষণার সময়ে তিনি বলেছিলেন, “এই মুহূর্তে আমার মনে হয় না এটা (প্রত্যাবর্তন) ঘটবে। কিন্তু নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। অদ্ভুত অনেক ঘটনা জীবনে ঘটে। এটা (প্রত্যাবর্তন) একটা সম্ভাবনা বটেই। তবে আমার মনে হয় না।” অবশেষে বছর দুয়েক পর সত্যি হলো সেই সম্ভাবনাই। আন্তর্জাতিক ক্রিকেটে ডি কক’কে স্বাগত জানিয়েছেন কোচ শুক্রি কনরাড’ও। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “সাদা বলের আঙিনায় ক্যুইন্টনের প্রত্যাবর্তন আমাদের আমাদের জন্য একটা দারুণ ব্যাপার। গত মাসে যখন আমরা কথা বলেছিলাম, এটা স্পষ্ট ছিলো যে ওর মধ্যে এখনও দেশের প্রতিনিধিত্ব করার একটা তীব্র বাসনা রয়েছে। ওর দক্ষতার সম্পর্কে সকলেই অবহিত। ও থাকলে দল উপকৃতই হবে।”

আগামী মাসে নামিবিয়ার বিরুদ্ধে একটি টি-২০ রয়েছে দক্ষিণ আফ্রিকার। সেই ম্যাচে খেলার কথা ক্যুইন্টন ডি ককের। এরপর পাকিস্তান সফরে আসবে প্রোটিয়ারা। টেস্ট, টি-২০ ও ওয়ান ডে-তিন ফর্ম্যাটেই শাহীন শাহ আফ্রিদিদের মুখোমুখি হওয়ার কথা তাদের। টেস্ট খেলবেন না ডি কক (Quinton de Kock)। কিন্তু বাকি দুই ফর্ম্যাটেই দেখা যাবে তাঁকে। ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার জার্সিতে তাঁকে দেখার জন্য বেশী দিন অপেক্ষা করতে হবে না ক্রিকেটপ্রেমীদের। নভেম্বরের ৩০ এবং ডিসেম্বরের ৩ ও ৬ তারিখ তিনটি ওয়ান ডে’তে প্রোটিয়াদের মুখোমুখি হবে ‘মেন ইন ব্লু।’ ৯ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে রয়েছে পাঁচটি টি-২০’ও। সেখানেও খেলবেন ডি কক। ২০২৭-এ দেশের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ খেলবে দক্ষিণ আফ্রিকা। তার আগে ডি ককের প্রত্যাবর্তন তাৎপর্যপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের।

ক্যুইন্টন ডি ককের পরিসংখ্যান-

Quinton De Kock | Image: Getty Images
Quinton De Kock | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৪টি টেস্ট খেলেছেন ক্যুইন্টন ডি কক (Quinton de Kock)। ৩৮.৮২ গড়ে করেছেন ৩৩০০। শতকের সংখ্যা ৬, অর্ধশতক ২২টি। মূলত সাদা বলের ক্রিকেটার হিসেবেই সুবিদিত তিনি। ১৫৫টি একদিনের ম্যাচে ৪৫.৭৪ গড়ে তাঁর সংগ্রহ ৬৭৭০ রান। ২১ টি শতরান ও ৩০ টি অর্ধশতক রয়েছে ডি ককের ঝুলিতে। দক্ষিণ আফ্রিকার জার্সিতে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক ওয়ান ডে শতকের মালিক তিনি। ৯২টি টি-২০তে তাঁর সংগ্রহ ২৫৮৪ রান। গড় ৩১.৫১। ১টি শতক ও ১৬টি অর্ধশতক করেছেনবাম হাতি তারকা। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবেও বিশ্বসেরাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ডি কক (Quinton de Kock)। টেস্টে ২২১টি ক্যাচ ও ১১টি স্টাম্পিং-এর রেকর্ড রয়েছে তাঁর। ওয়ান ডে’তে সংখ্যাটা যথাক্রমে ২০৯ ও ১৭ আর টি-২০তে ৮৪ ও ১৮।

Also Read: “আম্পায়ারের সাথে তো…” ‘হ্যান্ডশেকে’ অনিচ্ছুক টিম ইন্ডিয়াকে খেলা শেষে নির্দেশ কোচ গম্ভীরের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *