ipl-2025-dc-vs-srh-match-report

IPL 2025: বিশাখাপত্তনমের ডক্টর রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (DC vs SRH)। হাই ভোল্টেজ ম্যাচে টস জিতেছেন সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। টস হেরে বোলিং করতে এসে দিল্লির সূচনা ছিল অসাধারণ। পাওয়ার প্লের ভিতরেই সানরাইজার্সের ব্যাটিং ভীত একেবারে নাড়িয়ে দিয়েছিল মিচেল স্টার্ক (Mitchell Starc)। প্রথম ওভারেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। মাত্র ১ রান বানিয়ে আউট হয়েছিলেন তিনি।

Read More: IPL 2025 RR vs CSK: বাদ পড়ছেন জোফ্রা আর্চার, চেন্নাইয়ের বিরুদ্ধে স্পিন অস্ত্রে শান দিচ্ছে রাজস্থান রয়্যালস !!

স্টার্ক তার দ্বিতীয় ওভারে ঈশান কিষান ও নীতিশ কুমার রেড্ডিকে প্যাভিলিয়নের পথ দেখান। ব্যাট হাতে ঈশান ৫ বলে মাত্র ২ রান বানান এবং স্টার্কের বলে ডিপ পয়েন্ট অঞ্চলের উপর দিয়ে খেলতে গিয়ে নিজের উইকেট হারান। একই ওভারে স্টার্কের স্লোয়ার পড়তে না পেরে ৩০ গজ বৃত্তের মধ্যেই নিজের উইকেট হারিয়ে ফেলেন নীতিশ রেড্ডি। নীতিশ খাতা খুলতেই ব্যার্থ হন। স্টার্কের তৃতীয় ওভারে ১২ বলে ২২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন ট্রেভিস হেড। দিল্লি দলের অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel) পাওয়ার প্লের শেষ ওভারে বোলিং করতে আসেন। প্রথম অনিকেত ভার্মার সহজ ক্যাচ ফেলে দেন অভিষেক পোরেল, যার মাশুল গুনতে হয়েছে দিল্লিকে।

১৬৩ রানে শেষ হলোসানরাইজার্সের ব্যাটিং

Ipl 2025
DC vs SRH | Image: Getty Images

পাওয়ার প্লের ভিতর ৫৮ রানে চার উইকেট হারিয়ে ফেলে সানরাইজার্স। অনিকেতের ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ৭৪ রানের ইনিংস, তাছাড়া ১৯ বলে ৩২ রান বানান হেনরিখ ক্লাসেন। বাঁকি ব্যাটসম্যানদের থেকে দুই সংখ্যার কোনো স্কোর দেখতে পাওয়া যায়নি। নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রানে শেষ হলো হায়দ্রাবাদের ব্যাটিং। দিল্লির হয়ে সর্বাধিক ৫ উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক, তিনটি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব এবং একটি উইকেট নিয়েছেন মোহিত শর্মা।

Read Also: IPL 2025: “দুই দিনেই দৌড় শেষ…” ফের ব্যর্থ অভিষেক শর্মা, জুটলো নেটজনতার তীব্র কটাক্ষ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *