DC vs MI: ঘরের মাঠে থামলো দিল্লির জয়রথ, ১২ রানে পরাজিত করে ঘুরে দাঁড়ালো মুম্বাই !! 1

IPL 2025: পরপর ৪ ম্যাচে অপরাজিত থেকে আজ দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামে। ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে আসে হার্দিক পান্ডিয়ার দল। রোহিত শর্মা আজকেও ব্যর্থ হলেও ব্যাট হাতে সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা সমর্থকদের মন জয় করে নেন। তিলকের দুরন্ত অর্ধশতরানের ভর করে ২০৬ রানের লক্ষ্যমাত্রা দেয় মুম্বাই। এরপর দ্বিতীয় ইনিংসে করুণ নায়ার ব্যাট হাতে দিল্লির হয়ে জ্বলে উঠেছিলেন। কিন্তু মুম্বাইয়ের স্পিনিং আক্রমণের সামনে শেষ পর্যন্ত ১২ রানে হারের সম্মুখীন হলো অক্ষর প্যাটেলরা।

১) আবারও ব্যর্থ ফ্রেজার-ম্যাকগার্ক-

দিল্লি ক্যাপিটালসের ওপেনার ফ্রেজার-ম্যাকগার্ক মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামার আগে এই বছর আইপিএলে ৪ ম্যাচে মাত্র ৪৬ রান সংগ্রহ করেছিলেন। আজকেও তিনি ব্যাট হাতে সম্পূর্ণ পরাস্ত হয়ে দলকে চাপের মুখে ফেলে দেন। দিপক চাহারের করা বলে উইল জ্যাকসকে ক্যাচ দিয়ে শূন্য রানে মাঠ ছাড়েন ফ্রেজার-ম্যাকগার্ক।

২) করুণ নায়ারের দুরন্ত কামব্যাক-

DC vs MI: ঘরের মাঠে থামলো দিল্লির জয়রথ, ১২ রানে পরাজিত করে ঘুরে দাঁড়ালো মুম্বাই !! 2
DC vs MI match report IPL 2025

আজ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তৃতীয় স্থানে দিল্লির হয়ে ব্যাটিং করতে আসেন করুন নায়ার। প্রথম থেকেই অভিষেক পোরেলের সঙ্গে তিনি বিস্ফোরক ব্যাটিং শুরু করেন। ৬১ বলে ১১৯ রানের পার্টনারশিপ গড়েন তারা। ম্যাচে মাত্র ২২ বলে ৭ বছর পর আইপিএলে মঞ্চে অর্ধশতরান‌ করে করণ নায়ার কামব্যাক করেন। তার ব্যাট থেকে ৪০ বলে ৮৯ রান আসে। ১২ টি চার এবং ৫ টি ছয় দিয়ে সাজানো ছিল এই তারকা ব্যাটসম্যানের ইনিংস। ১২ তম ওভারে বোলার মিচেল স্যান্টনারের কাছে পরাস্ত হয়ে মাঠ ছাড়েন করুন নায়ার।

Read More: DC vs MI: “সবার সময় আসে….”,বিশ্বের নাম্বার ওয়ান বোলার বুমরাহকে পিটিয়ে ছাতু করুণ নায়ারের, হলো সোশ্যাল মিডিয়ায় চর্চা !!

৩) মুম্বাইকে ম্যাচে ফেরান করণ শর্মা-

DC vs MI: ঘরের মাঠে থামলো দিল্লির জয়রথ, ১২ রানে পরাজিত করে ঘুরে দাঁড়ালো মুম্বাই !! 3
DC vs MI match report IPL 2025

করুণ নায়ারের বিধ্বংসী ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হাত থেকে প্রায় ম্যাচ বেড়িয়ে গিয়েছিল। এইরকম পরিস্থিতিতে করণ শর্মা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বল হাতে ম্যাচের রঙ বদলে দেন। অভিষেক পোরেলকে মাত্র ৩৩ রানে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়ার পর কেএল রাহুলের মতো তারকা ব্যাটসম্যানকে আউট করে চমক দেন। করণ শর্মার করা বলে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে বোলারের হাতেই ক্যাচ দিয়ে রাহুল ১৫ রান করে মাঠ ছাড়েন। ট্রিস্টান স্টাবসকেও ফেরার করণ। আজ এই তারকা স্পিনার ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করে নেন। অন্যদিকে মিচেল স্যান্টনার ২ টি উইকেট নিজের দখলে করেন।

৪) নায়ক হয়ে উঠতে পারলেন না আশুতোষ-

একের পর এক উইকেট হারালেও দিল্লি ক্যাপিটালস ম্যাচটি শেষ পর্যন্ত নিয়ে যায়‌। এক সময় জয়ের জন্য ১২ বলে ২৩ রান বাকি ছিল। এইরকম পরিস্থিতিতে আশুতোষ শর্মা দলকে জয় এনে দিতে পারেন বলে ভক্তরা আশা করেছিলেন। কিন্তু ১৯ তম ওভারের চতুর্থ বলে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে এই তারকা ব্যাটসম্যান ১৪ বলে ১৭ রান করে ফিরে যান। এরপর ১৯৩ রানে অল আউট হয়ে যায় দিল্লি। ফলে ১২ রানের জয় ছিনিয়ে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

Also Read: IPL 2025: মেজাজ হারিয়ে করুণকে গালিগালাজ বুমরাহ’র, দূরে দাঁড়িয়ে ‘মজা’ দেখলেন রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *