সমাপ্ত হয়েছে আইপিএল ২০২৫-এর (IPL 2025) চতুর্থ ম্যাচ। রুদ্ধশ্বাস ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস (DC vs LSG)। হাই ভোল্টেজ ম্যাচে টস জেতেন দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। লখনৌ সুপার জায়ান্টস প্রথমে ব্যাটিং করতে এসে নির্ধিরত ২০ ওভারে ৮ উইকেটে ২০৯ রান বানিয়ে ফেলে। ওপেনিং করতে এসে ১৩ বলে ১টি চার এবং ১টি ছক্কায় ১৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। দলের হয়ে ৩৬ বলে ছয়টি চারে ও ছয়টি ছক্কায় ৭২ রান বনান অজি তারকা মিচেল মার্স (Mitchell Marsh)। তাছাড়া লখনৌ দলের ব্যাটিং ইনিংসে ৩০ বলে ৬টি চার ও ৭টি ছক্কায় সর্বাধিক ৭৫ রান বানান নিকোলাস পুরান (Nicholas Pooran)।
দিল্লির সামনে ২১০ রানের লক্ষমাত্রা রাখে লখনৌ

আজ ব্যাটা হাতে নিতান্তই ব্যর্থ হয়েছেন লখনৌ দলের অধিনায়ক ঋষভ পান্থ (Rishabh Pant)। এবারের আইপিএলে সর্বাধিক ২৭ কোটি টাকায় লখনউ দলের অংশ হয়েছিলেন পন্থ। তবে লখনৌয়ের জার্সিতে তার অভিষেক ম্যাচে ৬ বল খেলে ০ রান বানিয়ে এই ব্যাটেলিয়ানে ফিরতে হয়েছে তারকা খেলোয়ারকে। LSG দলের ব্যাটিং অর্ডার সম্পূর্ণ নির্ভর করে ছিল বিদেশি ব্যাটসম্যানদের উপরেই। পুরান ও মার্সের পর দক্ষিণ আফ্রিকান তারকা ডেভিড মিলার (David Miller) ১৯ বলে ১টি চার ও ২টি ছক্কায় ২৭ রানের একটি ক্যামিও খেলেন তিনি। দিল্লি দলের হয়ে সর্বাধিক ৩ উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক (Mitchell Starc), পাশাপশি দুই উইকেট নিয়ে লখনৌ দলের মিডিল অর্ডার তছনছ করে দেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)।
২১০ রানের লক্ষমাত্রা তাড়া করতে এসে, দিল্লি দলের শুরুটা ছিল খুবই সাধারণ। পাওয়ার প্লের মধ্যেই তিনটি মূল্যবান উইকেট হারিয়ে ফেলে দিল্লি। জেক ফ্রেজার ম্যাগরুক ও অভিষেক পোরেলকে যথাক্রমে ১ ও ০ রানের মাথায় প্যাভিলিয়নের পথ দেখান লখনৌয়ের রিপ্লেসমেন্ট ওয়ালা প্লেয়ার শার্দূল ঠাকুর (Shardul Thakur)। পাশাপশি, এম সিদ্ধার্থের ফিরিকির কোনো জবাব ছিল না দিল্লির সমীর রিজভির কাছে। ৭ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে আসে দিল্লি। পাওয়ার প্লেতে ফাফ ডু প্লেসিস ও দলাধিনায়ক অক্ষর প্যাটেলের (Axar Patel) হাত ধরে ৫৮ রান বানায় দিল্লি। তবে, পাওয়ার প্লে শেষ হতে না হতেই ব্যাটিং ধস দেখা যায় দিল্লির ব্যাটিংয়ে।
১ উইকেটে জয় ছিনিয়ে নিলো দিল্লি

৬৫ রানের মধ্যে অর্ধেক দিল্লির দল প্যাভিলিয়নে ফেরে। অক্ষর ২২ এবং ফাফ ২৯ রান বানাতেই সক্ষম হয়। দিল্লির লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করতে এসে ২২ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৩৪ রান বানান ট্রিস্টান স্টাবস। অভিষেক ম্যাচ খেলা বিপরাজ নিগম ১৫ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৩৯ রান বানান। ১৬৮ রানে ৭ উইকেট হারালে দলের দায়িত্ব এসে দাঁড়ায় আশুতোষ শর্মার উপর। ৩১ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় ৬৬ রানের ইনিংস খেলে দলের হয়ে জয় সুনিশ্চিত করলেন আশুতোষ। অন্যদিকে, লখনৌ দলের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন শার্দূল, সিদ্ধার্থ, দিগভেশ রাঠি ও রবি বিষ্ণু।