আইপিএল ২০২৫-এর (IPL 2025) ৪৮তম ম্যাচটি দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি এবং কলকাতার (DC vs KKR) মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে, দিল্লি দলের অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel) টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাটিং করতে এসে, কেকেআর ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৪ রান করে। পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে গত ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। প্লে-অফে পৌঁছাতে গেলে কলকাতার বাঁকি থাকা ৫টি ম্যাচেই জয় সুনিশ্চিত করতে হবে। দিল্লির এই উইকেটে অতিরিক্ত একটি স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেয় কেকেআর।
আজকের ম্যাচে টস হেরে ব্যাটিং করতে এসে দুরন্ত সূচনা করেছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের দুই ওপেনার রহমানুল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz) এবং সুনীল নারিন (Sunil Narine)। দুই ওপেনার প্রথম তিন ওভারের মধ্যেই ৪৮ রান জুড়ে দিয়েছিলেন। তবে স্টার্কের তৃতীয় ওভারের শেষ বলে গুরবাজকে ১২ বলে ২৬ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। পাওয়ার প্লেতে নাইট রাইডার্স এক উইকেটে ৭৯ রান বানিয়ে ফেলে। তিনে ব্যাটিং করতে আসেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। প্রথম বল থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে দেখা গিয়েছে ক্যাপ্টেনকে। পাওয়ার প্লে শেষ হতেই দ্রুত দুই উইকেট হারিয়ে ফেলে কলকাতা। ৮৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় কলকাতা যেখানে নারিন ১৬ বলে ২৭ রান বানান এবং পরের ওভারেই দিল্লি দলের অধিনায়ক অক্ষর প্যাটেলের বলে ১৪ বলে ২৬ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন রাহানে।
Read More: IPL 2025: “অকম্মার ঢেঁকি একটা…” দিল্লির বিরুদ্ধে মাত্র ৭ রানে আউট ভেঙ্কটেশ আইয়ার, সমাজ মাধ্যমে হলেন ব্যাপকভাবে ট্রোল !!
২০৪ রানে KKR’কে আটকে দিলো দিল্লি

আজকের ম্যাচে আবার একবার চূড়ান্ত ভাবে ব্যার্থ হয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। ৫ বলে ৭ রান বানিয়ে ক্যাপ্টেন অক্ষরের শিকার হন তিনি। নাইট রাইডার্সের হয়ে আজ সর্বাধিক ৪৪ রানের ইনিংসটি খেলেন তরুণ অঙ্গকৃষ রঘুবংশী। ৩২ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৪ রান বানান তিনি। পাশাপাশি, রিঙ্কুর ব্যাট থেকে ২৫ বলে এসেছিল ৩৬ রান। দলের শুরুটা ভালো হলেও শেষটা মনের মতন করতে পারলো না KKR। শেষের দিকে অন্দ্রে রাসেলের ব্যাট থেকেই ৯ বলে ১৭ রান এসেছিল। যার দৌলতে কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২০৪ রান বানাতে সক্ষম হয়েছে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বাধিক তিন উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক (Mitchell Starc), দুটি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel) ও বিপ্রজ নিগম। এছাড়া এক উইকেট নেন দুষ্মন্ত চামিরা।