IPL 2025: অবিস্মরণীয় এক ম্যাচের পরিসমাপ্তি ঘটলো আজ দিল্লি ক্যাপিটালস ও গুজরাত টাইটান্স দলের লড়াই। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় সুনিশ্চিত করেছে গুজরাত টাইটান্স। ১০ উইকেটের বিনিময়ে দুরন্ত জয় ছিনিয়ে নিলো গুজরাত। আজকের ম্যাচের কথা বলতে গেলে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গুজরাত টাইটান্স দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। ব্যাটিং করতে এসে দিল্লি ক্যাপিটালস দলের হয়ে অনবদ্য একটি শতরান হাঁকান কেএল রাহুল (KL Rahul)। ব্যাট হাতে শুভমান গিল ৬৫ বলে ১৪টি চার এবং ৪টি ছক্কায় ১১২ রানের ইনিংস খেলেন। রাহুল ছাড়া ছোট ছোট ক্যামিও ইনিংসও খেলেছিলেন অভিষেক পোরেল, অক্ষর প্যাটেল ও ট্রিস্টান স্টাবস।
১০ উইকেটে জয় পেল গুজরাট

অভিষেক ১৯ বলে ৩০, অক্ষর ১৬ বলে ২৫ এবং স্টাবস ১০ বলে ২১ রান বানান। দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রান বানিয়ে ফেলে। যার জবাবে ব্যাটিং করতে এসে কোনো উইকেট না হারিয়েই জয় সুনিশ্চিত করে গুজরাট। গুজরাটের হয়ে ওপেনিং করতে এসে, সাই সুদর্শন ৬১ বলে ১৪টি চার ও ৪টি ছক্কার বিনিময়ে ১০৮ রানের অনবদ্য ইনিংস খেলেন এবং শুভমান ৫৩ বলে ৩টি চার ও ৭টি ছক্কায় ৯৩ রান বানান। কোনো উইকেট না হারিয়েই ১০ উইকেটে জয় পেল গুজরাট।
Read More: IPL 2025: ঘুরে দাঁড়াতে ব্যর্থ রাজস্থান, সঞ্জুদের হারিয়ে এক দশক পর প্লে-অফের দোরগোড়ায় পাঞ্জাব !!
গুজরাট আজকের এই জয়ের সাথে সাথে আবার টেবিলের শীর্ষে উঠে আসলো। চলতি মৌসুমে ১২ ম্যাচ খেলে ৯টি জয় নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌছালো গুজরাট। অন্যদিকে, ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে বহাল থাকলো দিল্লি ক্যাপিটালস। শুধু তাই নয়, আজ গুজরাটের জয়ের সাথে সাথে ১৮ পয়েন্ট নিয়ে গুজরাট, ১৭ করে পয়েন্ট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস প্লে-অফের জন্য কোয়ালিফাই করেছে। অন্যদিকে, চতুর্থ দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস এই তিন দলের মধ্যে যেকোনো একটি দল প্লে-অফের জন্য কোয়ালিফাই করবে।