dc-to-remove-axar-patel-from-captaincy

IPL 2026: গত জানুয়ারিতে ভারতীয় টি-২০ দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছিলো অক্ষর প্যাটেল (Axar Patel)। কিন্তু সেই পদে দীর্ঘস্থায়ী হন নি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র একটি সিরিজেরই পরই সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। আসন্ন এশিয়া কাপের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই সেখানে অধিনায়ক সূর্যের ডেপুটি হিসেবে ঘোষিত হয়েছে শুভমান গিলের নাম। পাঞ্জাবের তরুণকে কেন্দ্রে রেখেই যে আগামীর পরিকল্পনা সাজাতে চায় বোর্ড, তা স্পষ্ট হয়েছে নির্বাচকদের সিদ্ধান্তে। ভালো খেলার পরেও কেন সরানো হলো অক্ষর’কে (Axar Patel)? প্রশ্ন তুলে সরব হয়েছে অনেকে। উঠেছে বঞ্চনার অভিযোগও। সেই বিতর্ক স্তিমিত হওয়ার আগেই ফের একবার চর্চার কেন্দ্রে গুজরাতের অলরাউন্ডার। টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কত্বের পর ফ্র্যাঞ্চাইজি দল দিল্লী ক্যাপিটালসের (DC) নেতৃত্বও হারাচ্ছেন তিনি, খবর মিলেছে সংবাদমাধ্যম সূত্রে।

Read More: বোর্ডের সিদ্ধান্তে সন্দেহের সুর, সহ-অধিনায়ক শুভমান নিয়ে ইরফান পাঠানের খোঁচা !!

অক্ষর অতীত, নতুন নেতার খোঁজে দিল্লী-

KL Rahul and Axar Patel | Image: Getty Images
KL Rahul and Axar Patel | Image: Getty Images

ঋষভ পন্থের (Rishabh Pant) দলত্যাগের পর অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলের (Axar Patel) নাম ঘোষণা করেছিলো দিল্লী ক্যাপিটালস (DC) ফ্র্যাঞ্চাইজি। পূর্ণ সময়ের দায়িত্ব পাওয়ার পর নেতা হিসেবে কেরিয়ারের শুরুটা বেশ ভালো হয়েছিলো তাঁর। পরপর চারটি ম্যাচ জিতে একটা সময় পয়েন্ট তালিকার শীর্ষস্থানেও জায়গা করে নিয়েছিলো দিল্লী। প্লে-অফ নিশ্চিত তাদের, ভবিষ্যদ্বাণী করেছিলেন একাধিক বিশেষজ্ঞ। কিন্তু এরপর হঠাৎ’ই মুখ থুবড়ে পড়ে তারা। ঝড়ের গতিতে নীচের দিকে যায় তাদের পারফর্ম্যান্সের গ্রাফ। লীগ পর্বের শেষ ১০টি ম্যাচের মধ্যে ছয়টিতে হারে ক্যাপিটালস (DC) শিবির। ফলাফল পাওয়া যায় নি দু’টি ম্যাচে। ঝুলিতে থাকা ১৫ পয়েন্ট যথেষ্ট হয় নি প্লে-অফের ছাড়পত্র আদায়ের জন্য। পঞ্চম স্থানেই থামতে হয় দিল্লীকে। ভাঙে প্রথম ট্রফি জয়ের স্বপ্ন।

ভালো শুরু করেও যেভাবে প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ সময়ে বেলাইন হয়ে পড়েছিলো দিল্লী (DC), তাতে অসন্তুষ্ট কর্মকর্তারা। মিনি নিলামের আগেই দলের খোলনলচে বদলে ফেলার পথে হাঁটতে পারেন তারা। সংবাদমাধ্যম নিউজ ২৪ সূত্রে খবর যে বদলের শুরুটা হতে পারে অধিনায়ককে সরানো দিয়েই। অক্ষরকে (Axar Patel) ছেঁটে ফেলে ২০২৬-এ দিল্লী’র (DC) দায়িত্ব নতুন কারও হাতে তুলে দেওয়া হতে পারে। গত মরসুমে ফ্র্যাঞ্চাইজির সহ-অধিনায়ক ছিলেন ফাফ দু প্লেসি (Faf du Plessis)। অক্ষরের উত্তরসূরি হওয়ার দৌড়ে নিঃসন্দেহে রয়েছেন তিনি। তবে প্রোটিয়া কিংবদন্তির বিপক্ষে যাচ্ছে তাঁর বয়স। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে চান কর্মকর্তারা। তাই ৪০ পেরোনো দু প্লেসির (Faf du Plessis) বদলে তাঁদের প্রথম পছন্দ সম্ভবত কে এল রাহুল (KL Rahul)।

নাইটদের ‘না’ রাহুলের, থাকছেন দিল্লীতেই-

KL Rahul | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে কার্যত কোণঠাসা হয়ে পড়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। প্রশ্ন উঠেছিলো তাঁর ফর্ম, স্ট্রাইক রেট নিয়ে বিতর্ক। ফ্র্যাঞ্চাইজির হতাশাজনক পারফর্ম্যান্সের দায় তাঁর কাঁধে চাপিয়ে রাহুলকে মাঠেই কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছিলো কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে। অষ্টাদশতম মরসুমের আগে লক্ষ্ণৌ (LSG) ছাড়েন কর্ণাটকের তারকা। ১৪ কোটি টাকায় যোগ দেন দিল্লীতে। নতুন দলের হয়ে বাইশ গজে কার্যত ‘নবজন্ম’ হয়েছে তাঁর। ১৩ ম্যাচে ১৪৯.৭২  স্ট্রাইক রেট ও ৫৩.৯০ গড়ে করেছেন ৫৩৯ রান। ৩ অর্ধশতক, এমনকি ১টি শতরানও করেছেন তিনি। তাঁর চোখধাঁধানো ফর্ম রাহুলকে জায়গা করে দিয়েছে নাইট রাইডার্সের (KKR) রেডারে। ২৫ কোটি টাকার প্রস্তাব নাকি তাঁকে দিয়েছিলো শাহরুখ খানের দল। কিন্তু দিল্লীর প্রতি আনুগত্যই দেখিয়েছেন রাহুল। দল ছাড়বেন না, জানিয়েছেন নাইটদের।

Also Read: রাজস্থান রয়্যালস শিবিরে ‘গৃহযুদ্ধ’ চরমে, দ্রাবিড়ের পদত্যাগেও কাটছে না অচলাবস্থা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *