IPL 2024: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশতম মরসুম। অপেক্ষার প্রহর গুণছেন ক্রিকেটপ্রেমীরা। ২২ মার্চ থেকে শুরু হতে পারে প্রতিযোগিতা। ফাইনাল হতে পারে ২৬ মে। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর তরফ থেকে এখনও টুর্নামেন্টের নির্ঘন্ট প্রকাশ করা করা হয় নি। জানা গিয়েছে ২০২৪ সালে দেশে সাধারণ নির্বাচন থাকায় নির্ঘন্ট প্রকাশ নিয়ে দ্বিধায় রয়েছে বোর্ড। সমস্যা দূর করতে এবার দুই ভাগে ভাগ করে প্রকাশ করা হতে পারে টুর্নামেন্টের নির্ঘন্ট।
প্রথম দফায় শুরুর ১৫ দিনের সূচি প্রকাশিত হবে। তারপর ভোটের দিন খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে। কোনো অবস্থাতেই ২০০৯ বা ২০১৪-এর মত সম্পূর্ণ বা আংশিক আইপিএল (IPL) দেশের বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার কোনো ভাবনা নেই বোর্ডের। ক্রিকেটমহলে যখন টুর্নামেন্টের দিনক্ষণ নিয়ে জল্পনা ভাসছে বাতাসে, তখন দিল্লী ক্যাপিটালস সংক্রান্ত একটি খবরে নড়েচড়ে বসেছেন বিশেষজ্ঞরা।
Read More: IPL 2024: সংকট গভীর হলো গুজরাত টাইটান্স-এর, গোটা মরসুমেই তারা পাচ্ছে না এই মহাতারকাকে !!
নতুন ঠিকানায় দিল্লী ক্যাপিটালস-
গত মরসুমে ফলাফল বিশেষ ভালো হয় নি দিল্লী ক্যাপিটালস-এর (DC)। দশ দলের লীগে তারা শেষ করেছে নবম স্থানে। গত বছরের ব্যর্থতাকে পিছনে ফেলে এবার সাফল্যের সরণীতে হাঁটতে চাইছে তারা। গত ১৯ ডিসেম্বরের নিলাম থেকে দিল্লী দলে নিয়েছে হ্যারি ব্রুক’কে (Harry Brook)। দক্ষিণ আফ্রিকার সম্ভাবনাময় তরুণ ট্রিস্টান স্টাবস’ও যোগ দিচ্ছেন দিল্লীতে। অস্ট্রেলিয়ার ঝাই রিচার্ডসনকে নিয়ে পেস বিভাগের ফাঁক পূরণ করতে চাইছে তারা। ওয়েস্ট ইন্ডিজের সাই হোপকেও (Shai Hope) দলে নিয়েছে তারা। এছাড়াও এবারের নিলামে ভারতীয় তরুণদের উপর বিনিয়োগের পথে হেঁটেছেন সৌরভ, রিকি পন্টিং-রা। অন্ধ্রপ্রদেশের রিকি ভুঁই (Ricky Bhui) এবার রয়েছেন দিল্লী স্কোয়াডে। রয়েছেন ঝাড়খণ্ডের কুমার কুশাগ্র। তাঁর জন্য ৭ কোটি ২০ লক্ষ টাকা খরচ করেছে ক্যাপিটালস’রা। থাকছেন সুমিত কুমার, স্বস্তিক চিকারা’রা।
আইপিএলে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামই সাধারণত হোমগ্রাউন্ড হয় দিল্লী ক্যাপিটালস (DC) দলের। কিন্তু এবার বদলে যাচ্ছে পরিস্থিতি। ঠিকানা বদল হতে চলেছে পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নারদের (David Warner)। অরুণ জেটলি স্টেডিয়ামে আপাতত চলছে রক্ষণাবেক্ষণের কাজ। তা শেষ হওয়ার আগেই আইপিএল মরসুম শুরু হয়ে যাচ্ছে। ফলত টুর্নামেন্টের প্রথম দুটি ‘হোম’ ম্যাচ ঘরের বাইরেই খেলতে হচ্ছে দিল্লীকে। শোনা যাচ্ছে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ও কটকের বারাবাটি স্টেডিয়ামে ম্যাচদুটি খেলতে পারে দিল্লী ক্যাপিটালস (DC)। এর আগেও একাধিক হোম গ্রাউন্ডে খেলতে দেখা গিয়েছিলো আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজিগুলিকে। গত বছরই দেশের উত্তর-পূর্বাংশে ক্রিকেট প্রসারের প্রচেষ্টাস্বরূপ দুটি হোম ম্যাচ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে খেলেছিলো রাজস্থান রয়্যালস। প্রায় প্রতি মরসুমেই মোহালির পাশাপাশি ধর্মশালাতেও হোম ম্যাচ খেলে পাঞ্জাব কিংস।
মাঠে ফিরছেন ঋষভ পন্থ-
গত বছরের ডিসেম্বর মাসের ৩০ তারিখ, ক্রিকেটজনতার ঘুম ভেঙেছিলো এক ভয়াবহ খবরে। দিল্লী থেকে উত্তরাখণ্ডের রুরকিতে যাওয়ার পথে হাইওয়ের ডিভাইডারে ধাক্কা লেগে উলটে গিয়েছিলো ভারতীয় ক্রিকেটতারকা ঋষভ পন্থের (Rishabh Pant) গাড়িটি। চালকের আসনে ছিলেন স্বয়ং ঋষভ। একাই বাড়ি ফিরছিলেন তিনি। কোনোক্রমে গাড়ির উইন্ডস্ক্রিণ ভেঙে বেরিয়ে আসতে পারায় প্রাণ বাঁচে তরুণ ক্রিকেটারের। তবে আঘাত এড়াতে পারেন নি ঋষভ (Rishabh Pant) । তাঁর পিঠে, মুখে গভীর ক্ষত তৈরি হয়েছিলো। চোট লেগেছিলো হাঁটুতেও। প্রথমে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসা শুরু হলেও, পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে তাঁকে মুম্বই উড়িয়ে আনা হয়। সেখানে হাঁটুর অস্ত্রোপচারও হয় পন্থের।
চোটের কারণে ২০২৩ সালে একটি ম্যাচেও অংশ নিতে পারেন নি তিনি। খেলা হয় নি বর্ডার-গাওস্কর ট্রফি, আইপিএল (IPL) এমনকি বিশ্বকাপ’ও। প্রথমে ক্রাচ নিয়ে হাঁটতে হয়েছে তাঁকে। তারপর খানিক সুস্থ হওয়ার পর বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) শুরু হয় রিহ্যাব। চিকিৎসকদের তত্ত্বাবধানে চলে ফিরে আসার লড়াই। অবশেষে মিলেছে সুখবর। আগামী মাসের আইপিএল দিয়েই মাঠে ফিরতে চলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর অবর্তমানে দিল্লী ক্যাপিটালস দলের নেতৃত্বভার সামলেছিলেন ডেভিড ওয়ার্নার। আগামী মরসুমে সেই দায়িত্ব ফিরে পাচ্ছেন ঋষভই। জানিয়েছেন দলের ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ঋষভ যে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন তা অস্ট্রেলিয়ায় এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন কোচ রিকি পন্টিং-ও।