IPL 2025: লখনউয়ের বিপক্ষে বাদ KL রাহুল, দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল করলেন কনফর্ম !! 1

IPL 2025: আইপিএলের প্রতিটি ম্যাচেই এখন ক্রিকেটপ্রেমীদের প্রধান আগ্রহ হয়ে উঠেছে। আজ টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালস লখনউ সুপার জায়ান্টসের (Delhi Capitals vs Lucknow Super Giants) বিপক্ষে মাঠে নামবে। নিজের পুরনো দলের বিপক্ষে লখনউয়ের হয়ে অধিনায়কত্ব করবেন ঋষভ পান্থ (Rishabh Pant)। অন্যদিকে এসএসজি (LSG) ছেড়ে প্রথম দিল্লির জার্সি গায়ে চাপাতে চলেছেন কেএল রাহুল (KL Rahul)। কিন্তু আজকের ম্যাচে রাহুল অংশগ্রহণ করবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সামনে এসেছে অধিনায়ক অক্ষর প্যাটেলের (Axar Patel) চাঞ্চল্যকর বক্তব্য।

লখনউয়ের বিপক্ষে অনিশ্চিত কেএল রাহুল-

IPL 2025: লখনউয়ের বিপক্ষে বাদ KL রাহুল, দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল করলেন কনফর্ম !! 2
KL Rahul | Image: Getty Images

এই বছর আইপিএলের মেগা নিলামের মধ্যে দিয়ে দিল্লি ক্যাপিটালসে যোগদান করেছেন কেএল রাহুল (KL Rahul)। গত বছর লখনউ সুপার জায়ান্টস (LSG) দলে থাকাকালীন কর্মকর্তাদের সঙ্গে তার বিবাদের ছবি সামনে এসেছিল। ফলে আজ এলএসজির বিপক্ষে মাঠে নেমে রাহুল (KL Rahul) দুরন্ত একটি ইনিংস উপহার দেবেন বলে ভক্তরা মনে করছেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে সম্ভবত এই তারকা ব্যাটসম্যান খেলবেন না বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দিল্লি ক্যাপিটালসের (DC) নবনিযুক্ত অধিনায়ক অক্ষর প্যাটেলের (Axar Patel) মন্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, “কেএল রাহুল (KL Rahul) দলের সঙ্গে যোগদান করেছেন। তবে তিনি ম্যাচে উপস্থিত থাকবেন কিনা তা এখনও নিশ্চিত হয়।” অস্ট্রেলিয়ার মহিলা দলের ক্রিকেটার এবং মিচেল স্ট্রার্কের (Mitchell Starc) স্ত্রী অ্যালিসা হিলিও (Alyssa Healy) জানিয়েছেন কেএল রাহুল (KL Rahul) সম্ভবত আইপিএলের প্রথম দুই ম্যাচে অনুপস্থিত থাকবেন। উল্লেখ্য মিচেল স্টার্ক এই বছর দিল্লির হয়ে আইপিএলে মাঠে নামবেন।

Read More: IPL 2025: “ধোনিকে তরুণই মনে হচ্ছে…” মুম্বইকে হারানোর পর জানালেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ !!

বাবা হতে চলেছেন কেএল রাহুল-

IPL 2025: লখনউয়ের বিপক্ষে বাদ KL রাহুল, দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল করলেন কনফর্ম !! 3
KL Rahul and Athiya Shetty | Image: Instagram

বলিউড তারকা আথিয়া শেট্টির (Athiya Shetty) সঙ্গে ২০২৩ সালের ২৩ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাহুল (KL Rahul)। এরপর গত বছর নভেম্বর মাসে ভারতীয় এই তারকা ব্যাটসম্যান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। প্রথমে জানা গিয়েছিল এই বছর জানুয়ারিতে সন্তান পৃথিবীতে আনতে চলেছেন আথিয়া শেট্টি‌ (Athiya Shetty)। তবে এখনও ভক্তরা সুখবর পাননি। ফলে মনে করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই হয়তো কেএল রাহুলের (KL Rahul) পরিবারে নতুন সদস্য যোগদান করবে। সূত্র অনুযায়ী এইরকম পরিস্থিতিতে স্ত্রীর পাশে থাকার জন্য আইপিএলের (IPL 2025) প্রথম দুই ম্যাচ খেলবেন না এই তারকা ব্যাটসম্যান।

Also Read: IPL 2025: উইকেটের পিছনে ধোনি যেন বিদ্যুৎ, ৪৩-এর তারকার বিস্ময় স্টাম্পিং-এ সাজঘরে সূর্যকুমার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *