IPL 2025: আজ সানরাইর্জাস হায়দ্রাবাদ মরণ-বাঁচন ম্যাচে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছে। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় অরেঞ্জ আর্মিরা। এরপর ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে দিল্লি। বল হাতে জ্বলে ওঠেন প্যাট কামিন্স। তিনি দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বিপক্ষদের টপ অর্ডার ধ্বংস করে দেন। এইরকম পরিস্থিতিতে ট্রিস্টান স্টাবস এসে দিল্লির হয়ে হাল ধরার চেষ্টা করেন। আশুতোষ শর্মাও দলকে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এর ফলে প্রথম ইনিংসে রান সংগ্রহ করেছে হায়দ্রাবাদ।
Read More: বিচ্ছেদ সারা-শুভমানের, বলিউড দুনিয়ায় নতুন প্রেম খুঁজে নিয়েছেন দু’জনেই !!
জ্বলে উঠলেন কামিন্স-

আজ রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওভার থেকেই বল হাতে বিধ্বংসী হয়ে উঠেছিলেন প্যাট কামিন্স।প্রথম ওভারের প্রথম বলেই এই তারকা পেসারের করা বলে উইকেটকিপার ঈশান কিষাণকে ক্যাচ দিয়ে বসেন করুন নায়ার। আজও তিনি শূন্য রানে আউট হয়ে ব্যর্থ হন। এরপর তৃতীয় ওভারে অভিজ্ঞ ফাফ ডুপ্লেসিসকে শিকার করেন হায়দ্রাবাদ অধিনায়ক। প্রোটিয়া তারকা ঈশান কিষাণকে ক্যাচ দিয়ে ৮ বলে ৩ রান করে আউট হন। এরপর পঞ্চম ওভারে অভিষেক পোরেলকে ফেরান প্যাট কামিন্স। ফলে চাপের মুখে পড়ে যায় দিল্লি। উল্লেখ্য ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেছেন হায়দ্রাবাদের অধিনায়ক। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ টি উইকেট সংগ্রহ করেছেন জয়দেব উনাদকট। এছাড়াও ১ টি করে উইকেট পেয়েছেন হর্ষল প্যাটেল ও ঈশান মালিঙ্গা।
আশুতোষ ও স্টাবসের মরিয়া লড়াই-

দিল্লি ক্যাপিটালস আজ একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। তারা মাত্র ২৯ রানে ৫ টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেছিল। তারকা ব্যাটসম্যান কেএল মাত্র ১০ রানে আউট হয়ে মাঠ ছাড়েন। এইরকম পরিস্থিতিতে ষষ্ঠ স্থানে ব্যাটিং করতে এসে ট্রিস্টান স্টাবস দলের হাল ধরেন। তিনি আশুতোষ শর্মার সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। দুজনে মিলে আজ ৪৫ বলে ৬৬ রানের পার্টনারশিপ গড়েন। ট্রিস্টান স্টাবসের ব্যাট থেকে এসেছে ৩৬ বলে অপরাজিত ৪১ রান। অন্যদিকে ২৬ বলে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আশুতোষ। তার ব্যাট থেকে এসেছে ৩ টি ছয় ও ২ টি চার। এর ফলে প্রথম ইনিংসে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে দিল্লি ক্যাপিটালস।