dc-sacks-ponting-ahead-of-ipl-2025

২০০৮ সালে আইপিএলের (IPL) সূচনালগ্ন থেকেই ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগে অংশগ্রহণ করে এসেছে দিল্লী দল। প্রথমে নাম ছিলো দিল্লী ডেয়ারডেভিলস (DD)। পরে নাম বদলে তারা হয় দিল্লী ক্যাপিটালস (DC)। জার্সির রং শুরুতে লাল-কালো থাকলেও পরে তাতেও আসে বদল। হয় নীল-লাল। বাহ্যিক পরিবর্তন হলেও ট্রফি ভাগ্যে কোনো বদল আসে নি তাদের। সতেরো মরসুমে লীয়ে পয়েন্ট তালিকায় সবক’টি অবস্থানে শেষ করার রেকর্ড গড়ে ফেলেছে তারা। কিন্তু একবারও স্পর্শ করতে পারে নি ট্রফি। ২০২০ সালে সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে ফাইনাল খেলাই তাদের সেরা সাফল্য। ২০২৪ সালে একটা সময় প্লে-অফের আশা জাগালেও নেট রান রেটে শেষমেশ তারা থেমেছে ষষ্ঠ স্থানে।

২০২৫-এ রয়েছে আইপিএলের (IPL) মেগা অকশন। নতুন করে দল সাজাতে হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকেই। ট্রফি জিততে মরিয়া দিল্লী ক্যাপিটালস (DC) শিবির এই মরসুমকেই নতুন উদ্যমে মাঠে নামার সুযোগ হিসেবে দেখছে। স্কোয়াডের খোলনলচেই বদলে ফেলতে চায় তারা। গত কয়েক বছর কোচ হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিলো অজি কিংবদন্তি রিকি পন্টিং-কে (Ricky Ponting)। কিন্তু নতুন মরসুম শুরুর আগেই কোচিং স্টাফে বড়সড় রদবদল আনতে চলেছে তারা। আজ ‘আজকাল’ সংবাদপত্র’কে দেওয়া সাক্ষাৎকারে ফ্র্যাঞ্চাইজির ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশসনস সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) স্পষ্ট করে দিয়েছেন যে পন্টিং-কে ছাঁড়াই করা হচ্ছে। একই সাথে প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়ে দিয়েছেন কে হচ্ছেন বিকল্প কোচ।

Read More: যশস্বী-শুভমানের তান্ডবে নাজেহাল জিম্বাবুয়ে দল, ১০ উইকেটে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া !!

পন্টিং-কে সরিয়ে কোচের পদে বসছেন সৌরভ-

Sourav Ganguly and Ricky Ponting | IPL | Image: Twitter
Sourav Ganguly and Ricky Ponting | Image: Twitter

২০১৮ সালের আইপিএল (IPL) থেকে দিল্লী ক্যাপিটালসের (DC) কোচের পদে রয়েছেন রিকি পন্টিং (Ricky Ponting)। সাত মরসুমে তাঁর হাত ধরে দল শেষ করেছে লীগ তালিকায় যথাক্রমে অষ্টম, তৃতীয়, দ্বিতীয়, প্রথম, পঞ্চম, নবম ও ষষ্ঠ স্থানে। একবারও আসে নি ট্রফি। পাঁচ বার প্লে-অফের বাধাও টপকায় নি তারা। এমতাবস্থায় ব্যর্থতার দায় কাঁধে নিয়েই সরতে হচ্ছে পন্টিং-কে। আজকালকে সৌরভ (Sourav Ganguly) জানিয়েছেন, “আমায় পরের আইপিএলের জন্য পরিকল্পনা সাজিয়ে নিতে হবে। আমি একবার দিল্লী ক্যাপিটালসের সাথে আইপিএল জিততে চাই। সেই কারণে এখন থেকেই ছক সাজাচ্ছি। একটা নতুন খবর দিচ্ছি। আগামী মরসুমে রিকি পন্টিং আর হেড কোচ থাকছেন না…”

এর আগে প্রশাসক হিসেবে সাফল্যের দায়িত্ব সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রথমে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের শীর্ষপদে ছিলেন তিনি। পরে বসেছিলেন ভারতীয় ক্রিকেটের মসনদেও। হয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট। দিল্লী ক্যাপিটালস (DC) ফ্র্যাঞ্চাইজিতে প্রথমে মেন্টর ছিলেন। পরে ২০২৩ থেকে যুক্ত হয়েছেন ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদে। ২০২৫-এর আইপিএলে (IPL) কোচিং-এর দায়িত্ব’ও নিজের কাঁধেই নিচ্ছেন বাংলার ‘মহারাজ।’ ‘আজকাল’কে তিনি জানিয়েছেন, “…জিওফ্রে বয়কট সঠিক কথাই বলেছিলেন, রিকি পন্টিং গত ৭ বছরে ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে পারেন নি। আমায় ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলতে হবে ভারতীয় কোচদের নিয়ে। আমিই কোচ থাকছি। দেখা যাক আমি কেমন কাজ করি।”

 পন্টিং-এর জন্য বিদায়বার্তা DC-র-

Also Read: IPL 2025: মেগা অকশনের আগেই বদলে যাচ্ছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম, মাথায় হাত ফ্র্যাঞ্চাইজি মালিকের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *