dc-sack-sourav-ganguly-before-ipl-2025

IPL 2025: সতেরো বছর আইপিএলে (IPL) অংশ নিয়েও ট্রফির মুখ দেখে নি দিল্লী ক্যাপিটালস (DC) ফ্র্যাঞ্চাইজি। ২০২০তে ফাইনালে ওঠা ছাড়া কোনো উল্লেখযোগ্য সাফল্যও নেই তাদের। গত দুই বছর লীগ তালিকায় তারা থেকেছে যথাক্রমে নবম ও ষষ্ঠ স্থানে। ব্যর্থতার ধারাবাহিক চিত্রে বদল আনতে এবার মরিয়া কিরণ কুমার গ্রান্ধী, পার্থ জিন্দল’রা (Parth Jindal)। মরসুম শুরুর আগেই বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দিল্লী টিম ম্যানেজমেন্ট। প্রথমেই সরিয়ে দেওয়া হয়েছিলো রিকি পন্টিং-কে (Ricky Ponting)। ২০১৮ সাল থেকে কোচের দায়িত্বে ছিলেন অস্ট্রেলীয় কিংবদন্তি। সাত বছরের মধ্যে পাঁচ বারই প্লে-অফে দলকে নিয়ে যেতে ব্যর্থ হয়েছিলেন তিনি। সেই হতাশাজনক পারফর্ম্যান্সের দায় নিয়ে সরে যেতে হয় তাঁকে। পন্টিং-এর পর এবার ছাঁটাই হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়’ও (Sourav Ganguly)। ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদ থেকে সরানো হলো তাঁকে।

Read More: “বোঝা হয়ে দাঁড়িয়েছে…” নিউজিল্যান্ডের বিরুদ্ধে খাতা খুলতে ব্যার্থ KL রাহুল, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

পদ খোয়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়-

Ricky Ponting and Sourav Ganguly | IPL | Image: Getty Images
Ricky Ponting and Sourav Ganguly | Image: Getty Images

২০২২ সালের অক্টোবরে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হয়েছিলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। সচিব জয় শাহ দ্বিতীয় দফায় দায়িত্ব পেলেও প্রাক্তন ভারত অধিনায়ককে ক্রিকেট নিয়ামক সংস্থার শীর্ষ পদে দ্বিতীয় দফায় বসার সুযোগ দেওয়া হয় নি। শোনা গিয়েছিলো রাজ্য ক্রিকেট সংস্থা সিএবি-তে ফিরতে পারেন তিনি। কিন্তু পরে সেখানেও শীর্ষপদ দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়কে ছেড়ে দেন তিনি। ক্রিকেট প্রশাসনে ফেরেন ২০২৩-এ। তাঁকে ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদে নিয়োগ করে দিল্লী ক্যাপিটালস। দিল্লীর (DC) সঙ্গে পূর্বেও যুক্ত ছিলেন তিনি। স্বার্থের সংঘাত এড়াতে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর ইস্তফা দিয়েছিলেন তখন। বিসিসিআই-এর পদ ছাড়ার পর ফের দিল্লীতেই ফিরে গিয়েছিলেন তিনি। ডায়রেক্টর হিসেবে স্কাউটিং, ক্যাম্প পরিচালনার মত গুরুত্বপূর্ণ দিকগুলি দেখতেন সৌরভ।

২০২৩ ও ২০২৪-এ দিল্লীর ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এই সময়কালের মধ্যেও কোনো উল্লেখযোগ্য সাফল্য আইপিএলে (IPL) অর্জন করতে পারে নি ফ্র্যাঞ্চাইজি। এক্সপ্রেস স্পোর্টস সূত্রে জানা গিয়েছে যে ২০২৫ মরসুম শুরুর আগেই সরিয়ে দেওয়া হচ্ছে তাঁকে। ডিসেম্বরের মেগা অকশনেও থাকছেন না তিনি। সংবাদসংস্থা টাইমস অফ ইন্ডিয়া সূত্রে খবর বেণুগোপাল রাও’কে (Venugopal Rao) নিয়োগ করা হতে পারে সৌরভের বদলে। আইপিএল (IPL) থেকে সরতে হলেও ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির সাথে অবশ্য সকল সম্পর্কে এখনি ছেদ পড়ছে না বাংলার মহারাজের। উইমেন্স প্রিমিয়ার লীগে (WPL) দিল্লী ক্যাপিটালসের ডায়রেক্টর হিসেবে থাকবেন তিনি। এছাড়াও দক্ষিণ আফ্রিকা’র SA20 লীগে প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্ব’ও সামলাতে দেখা যাবে তাঁকে।

রিটেনশন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পথে দিল্লী-

Rishabh Pant and Axar Patel | IPL | Image: Getty Images
Rishabh Pant and Axar Patel | Image: Getty Images

রিকি পন্টিং-এর বদলে নতুন কোচ কে হবেন তা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে দিল্লী ক্যাপিটালস (DC)। প্রথমে যুবরাজ সিং-এর নাম শোনা গিয়েছিলো। বিশ্বজয়ী তারকাকে নাকি ‘অফার’ও দিয়েছিলো ফ্র্যাঞ্চাইজি। কিন্তু বর্তমানে সেই গুঞ্জন অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। শোনা যাচ্ছে হেমাঙ্গ বাদানী’কে (Hemang Badani) কোচ করার কথা ভাবা হচ্ছে। একই সাথে টিম ম্যানেজমেন্টের ভাবনায় রয়েছে আগামী মরসুমের রিটেনশনের বিষয়টিও। বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে যে প্রত্যেক আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজি চাইলে পাঁচজন করে তারকাকে ‘রিটেন’ করতে পারে। প্রতিটি রিটেনশন স্লটের নূন্যতম মূল্য’ও স্থির করে দেওয়া হয়েছে। সূত্রের খরব পাঁচ নয়, কেবল তিনজনকে রিটেন করতে চায় দিল্লী। ১৮ কোটিতে ধরে রাখা হতে পারে ঋষভ পন্থকে (Rishabh Pant)। যথাক্রমে ১৪ ও ১১কোটির বিনিময়ে থাকতে পারেন অক্ষর প্যটেল (Axar Patel) ও কুলদীপ যাদব।

Also Read: IPL 2025: “নিলামে গেলে কি…” সোশ্যাল মিডিয়া পোস্টে দিল্লী ক্যাপিটালস ছাড়ার জল্পনা উস্কে দিলেন ঋষভ পন্থ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *