২০২৫ সালের আইপিএল পরিসমাপ্তির পর পরবর্তী আইপিএল নিয়ে শুরু হয়েছে চর্চা। আসন্ন আইপিএলের জন্য ডিসেম্বর মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগেই ফ্রাঞ্চাইজি গুলো তাদের বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিতে চাইবে এবং নতুন দল গঠন করে নিতে চাইবে। এবারের আইপিএলে শুরুতে অসাধারণ ব্যাটিং প্রদর্শন চালিয়েছিল দিল্লি ক্যাপিটালস। শুরুতেই প্রথম চার ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি দল। তবে, পরের ১০ ম্যাচে তাঁরা মাত্র ৩টি জয় পেয়েছিল। ১৪ ম্যাচে তাঁরা ৭টি ম্যাচ জিতেছিল এবং ৬টি ম্যাচে হেরেছিল ও একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল।
২ ওপেনারকে ছাঁটাই করতে চলেছে দিল্লি

দিল্লি দল আসন্ন আইপিএলের আগে বেশ কিছু খেলোয়াড়কে ছেড়ে দিতে চাইবে। এবারের আইপিএলে দলের সহ অধিনায়ক ছিলেন ফফ ডু প্লেসিস (Faf Du Plessis)। তবে, এবারের আইপিএলে সেভাবে ছন্দ দেখাতে পারেননি দিল্লি দলের সহ অধিনায়ক, আসন্ন মৌসুমে তাকে ছেড়ে দেওয়ার খবর উঠে আসছে। পাশাপাশি, গত মৌসুমে প্রথম কয়েকটি ম্যাচে সুযোগ পাওয়া জেক ফ্রেজার ম্যাগরুক (Jake Fraser Mcgurk) সম্পূর্ণ ভাবে ফ্লপ ছিল। ৯ কোটি টাকায় দিল্লি ফ্র্যাঞ্চাইজির অংশ হয়েছিলেন তিনি, তবে ব্যাট হাতে সম্পূর্ণরূপে ফ্লপ ছিলেন তিনি। মৌসুমে মাত্র ৫৫ রান বানাতেই সক্ষম হয়েছিলেন তিনি। ফফ ও জেক ফ্রেজারের বদলে অন্য বিদেশি ওপেনারের খোঁজে থাকবে দিল্লি ফ্রাঞ্চাইজি। শুধু তাই নয়,অন্য বিদেশি ওপেনারের খোঁজে রয়েছে দিল্লি ক্যাপিটালস। যে কারণে দুই বিদেশি খেলোয়াড়কে ছাড়তে চলেছে দিল্লি।
Read More: কোহলির নয়া উত্তরসূরি পেলো টিম ইন্ডিয়া, চার নম্বরে ব্যাট হাতে তুললেন ঝড় !!
আসন্ন আইপিএলের আগে দিল্লি ছাড়তে পারেন রাহুলও

বেশ কিছুদিন আগে এক সংবাদ মাধ্যম জানিয়েছিল দিল্লির উইকেট কিপার ব্যাটসম্যান কেএল রাহুলকে নাকি কলকাতা নাইট রাইডার্স দলে পরবর্তী মৌসুম থেকে দেখতে পাওয়া যাবে। রাহুলকে নিতে দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মোটা টাকার ডিল করতে পারে কেকেআর ফ্রাঞ্চাইজি। দিল্লি ফ্রাঞ্চাইজি এখনও পর্যন্ত ১৮ মৌসুমে ট্রফির সন্ধান পায়নি, ২০২৫’এর আইপিএল নিলামে শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer) দলে ফেরাতে খুব প্রচেষ্টা চালিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে, পরে শ্রেয়াসকে কিনে নিয়েছিল পাঞ্জাব, এরপর শ্রেয়াসকে না পেয়ে ঋষভ পন্থকে (Rishabh Pant) নিতে চেয়েছিল দিল্লি। তাঁরাও পন্থকে নিতে ব্যর্থ হয়েছিল। শ্রেয়াস ও পন্থকে না পেলেও রাহুলকে নিলামে কিনেছিল দিল্লি। কিন্তু, রাহুল দলকে নেতৃত্ব দিতে রাজি না হতে অক্ষর প্যাটেলের (Axar Patel) হাতে দায়িত্ব তুলে দিয়েছিল। তবে, আসন্ন মৌসুমে অক্ষরকে দলকে নেতৃত্ব দিতে দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।