সদ্য আসন্ন আইপিএলের জন্য প্রকাশ্যে এসেছে আইপিএল ২০২৫’এর জন্য প্রতিটি দলের ধরে রাখার তালিকা। তাই নয়, চলতি মাসেই অনুষ্ঠিত হবে আসন্ন আইপিএলের নিলাম। রথী-মহারথীদের দেখতে পাওয়া যাবে আইপিএল নিলামে। ঠিক তেমনই আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও (Shreyas Iyer) দেখতে পাওয়া যাবে আইপিএল নিলামের মঞ্চে। ২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শ্রেয়সের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাস্ত করেছিল। জানা গিয়েছিল, নাইট রাইডার্স তাদের দলের অধিনায়ক শ্রেয়াসকে রিটেন করতে চেয়েছিল, তবে শ্রেয়স নাকি নিজের মূল্য পরীক্ষা করার জন্য নিলামের মঞ্চে নাম লেখাতে চেয়েছিলেন। এর আগে ২০২২ সালের মেগা নিলামে শ্রেয়াসকে দলে শামিল করেছিল কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়াসকে দলে শামিল করার পরেই তাকে দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়।
দিল্লির সফল ক্যাপ্টেন ছিলেন আইয়ার
দিল্লি ক্যাপিটালস ফ্রাঞ্চাইজির হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। ২০২১ সাল পর্যন্ত দিল্লি দলের হয়েই খেলেছেন শ্রেয়স। তবে, ২০২২ সালে তিনি কলকাতার অধিনায়ক হয়ে ওঠেন। দিল্লি ক্যাপিটালস শ্রেয়সের নেতৃত্বেই ২০২০ সালে আইপিএলের ফাইনালে পৌঁছাতে সক্ষম হয়েছিল। যদিও রেড হট ফর্মে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফাইনালে পরাস্ত হতে হয়েছিল দিল্লি ফ্রাঞ্চাইজিকে। সূত্রের খবর থেকে জানা গিয়েছে শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer) আবার দলের অধিনায়ক করতে ইচ্ছা প্রকাশ করেছেন দিল্লি ক্যাপিটাল দলের মালিকরা। কয়েকদিন আগেই দিল্লি ফ্রাঞ্চাইজি তাদের ম্যানেজমেন্ট থেকে প্রধান কোচ রিকি পন্টিংয়ের পরিবর্তে ভেনুগোপাল রাও এবং দিল্লি দলের ক্রিকেট হেড সৌরভ গাঙ্গুলির পরিবর্তে হেমঙ্গ বাদানিকে নিয়োগ করা হয়।
Read More: Shreyas Iyer: “ব্যাটিং মাস্টারক্লাস…” রঞ্জিতে শ্রেয়সের ডবল হান্ড্রেডে আপ্লুত নেট জনতা, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!
দিল্লিতে ফিরছেন শ্রেয়স
জানা যায়, ম্যানেজমেন্ট পরিবর্তনের খবরে ওয়াকিবহাল ছিলেন না ঋষভ পন্থ (Rishabh Pant)। যে কারণে তিনি দিল্লি ফ্রাঞ্চাইজির হয়ে রিটেন না হয়ে নিলামে নাম লেখানোর জন্য রাজি হন। শ্রেয়স আইয়ারকে আবার দিল্লি ফ্রাঞ্চাইজি তাদের দলে শামিল করতে চায়, নিলামের আগে অক্ষর প্যাটেল (Axar Patel), কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও ট্রিস্টান স্টাবসকে (Tristan Stubbs) ধরে রেখেছে। মেগা নিলাম থেকেও ৩ জন দিল্লির পুরানো কয়েকজন খেলোয়াড়কে কিনতে চায় ফ্রাঞ্চাইজি। পাশাপাশি, সূত্রের খবর শ্রেয়স আইয়ারকে দলে শামিল করতে দিল্লি ফ্রাঞ্চাইজি ২৫ কোটি টাকা খরচ করতে রাজি আছে। আগামী ২৪-২৫ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল ২০২৫’ এর নিলাম।