ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয় করা প্রতিটি ক্রিকেট দলের স্বপ্ন হয়ে থাকে। ইংলিশ বাহিনীদের বিপক্ষে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দল (IND vs ENG) বর্তমানে প্রশংসিত লড়াই চালাচ্ছে। রোহিত শর্মার (Rohit Sharma) পর অধিনায়ক হিসেবে লাল বলের ক্রিকেটে দায়িত্ব পেয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন শুভমান গিল (Shubman Gill)। চোট সমস্যা নিয়েও দলের আত্মবিশ্বাস বজায় রেখেছেন এই তারকা। অন্যদিকে চলতি সিরিজে ঋষভ পান্থের (Rishabh Pant) ভূমিকা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ভাঙা পা নিয়ে তিনি লড়াই চালিয়ে দলের পাশে দাঁড়িয়েছেন। এবার এই তারকা ব্যাটসম্যানের বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হেড কোচ হেমাঙ্গ বাদানী (Hemang Badani)।
Read More: IND vs ENG 4th Test: রেকর্ড রুটের, ম্যাঞ্চেস্টার টেস্টের তৃতীয় দিনেও ব্যাকফুটেই থাকতে হলো টিম ইন্ডিয়াকে !!
পান্থের অদম্য লড়াই-

এই বছর আইপিএলে (IPL 2025) সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন ঋষভ পান্থ (Rishabh Pant)। কিন্তু তিনি নতুন দল লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) হয়ে সেইভাবে রান করতে পারেননি। ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এই তারকা ব্যাটসম্যান। তবে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলতি সিরিজে মাঠে নেমে প্রথম থেকেই দেশের জার্সিতে জ্বলে উঠেছেন পান্থ (Rishabh Pant)। দেশের হয়ে হেডিংলেতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দুই ইনিংসেই শতরান করে নজির সৃষ্টি করেছিলেন ভারতের নতুন সহ অধিনায়ক।
ওল্ড ট্র্যাফোর্ডে চলতি চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে এই তারকা ব্যাটসম্যানের হার না মানা লড়াই ক্রিকেট ভক্তদের মনে দীর্ঘদিন রয়ে যাবে। এই ম্যাচের প্রথম দিন রিটায়ার্ড আউট হয়ে মাঠের বাইরে চলে যান ঋষভ পান্থ (Rishabh Pant)। পায়ে গুরুতর চোট লাগায় তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করা হয়। কিন্তু তিনি দ্বিতীয় দিন পায়ে গুরুতর আঘাত নিয়েও মাঠে ফিরে আসেন। ব্যাট হাতে ৭৫ বলে ৫৪ রানের ইনিংস খেলেন পান্থ (Rishabh Pant)। দেশের জন্য তার এই অদম্য লড়াই বর্তমানে ক্রিকেট মহলে প্রশংসিত হচ্ছে।
অধিনায়ক হতে পারেন পান্থ-

ঋষভ পান্থ (Rishabh Pant) ইংল্যান্ডের বিপক্ষে এখনও পর্যন্ত চলতি সিরিজে ৪ ম্যাচে ৪৭৯ রান সংগ্রহ করেছেন। ফলে তিনি এই সিরিজে ভারতের হয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী। এর মধ্যেই এবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) প্রধান কোচ হেমাঙ্গ বাদানী (Hemang Badani) এই তারকা ব্যাটসম্যানের বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ঋষভ পান্থের ভারতের টেস্ট অধিনায়ক হওয়া উচিত। ভবিষ্যতে দেশের একজন এইরকম নেতার প্রয়োজন হবে। তার মধ্যে নেতৃত্ব দেওয়ার অসাধারণ গুণাবলী রয়েছে।”
২০২১ থেকে ২০২৪ সালের আইপিএল (IPL) পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক হিসাবে ঋষভ পান্থ (Rishabh Pant) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার নেতৃত্বে ২০২১ সালে দিল্লি প্লে অফে পৌঁছে যায়। এই বছর আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের (LSG) হয়ে ব্যাট হাতে ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে লড়াই চালিয়েছিলেন তিনি। লিগ পর্বে লখনউ ১৪ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় তুলে নেয়। ফলে ভারতীয় দলের অধিনায়ক হিসেবেও পান্থ (Rishabh Pant) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলেও বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য এখনও পর্যন্ত এই তারকা ব্যাটসম্যান ভারতের হয়ে ৪৬ ম্যাচে ৩৩৭৩ রান সংগ্রহ করেছেন।