জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২৬ -এর (IPL 2026) নিলামের মঞ্চ। রেকর্ড মূল্য ২৫ কোটি ২০ লক্ষ টাকা পেয়েছেন ক্যামেরন গ্রীন (Cameron Green)। এবারের আইপিএলে ভারতীয় আনক্যাপড খেলোয়াড়রা বেশ মোটা টাকা করেই পাচ্ছেন। গত কয়েক মাসে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দ দেখাচ্ছেন ভারতের বেশ কিছু তারকা তরুণ খেলোয়াড়রা। জম্মু ও কাশ্মীরের বারামুল্লার ২৯ বছর বয়সি ডানহাতি মিডিয়াম পেসার আকিব নবি (Auqib Nabi) গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে দাপট দেখাচ্ছেন। বল হাতে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। এবারের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মুম্বইয়ের মতন দলকে ধরাশায়ী করেছেন নিজের বলের জাদুতে।
আইপিএলের মঞ্চে যোগ্য দাম পেলেন আকিব নবী

আকিব নবী এবারের আইপিএল নিলামে নজর কাড়লেন। মঙ্গলবার অনুষ্ঠিত আইপিএল ২০২৬’এর নিলামে দিল্লি ক্যাপিটালস তাঁকে ৮.৪০ কোটি টাকায় দলে নিয়েছে। মিনি নিলামে নবি অলরাউন্ডার ক্যাটাগরিতে ৩০ লক্ষ টাকা বেস প্রাইসে নাম নথিভুক্ত করেছিলেন। যদিও আগে তিনি আইপিএলে কোনো দলে খেলার দুযোগ আসেনি তাঁর কাছে। রঞ্জি ট্রফি, দুলীপ ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (SMAT) ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই মিলেছে এই বড় সুযোগ।
Read More: IPL 2026 Mini Auction: ক্যামেরন গ্ৰিনের ওপর টাকার বৃষ্টি করল KKR, আইয়ারের রেকর্ড ভেঙে বাজিমাত !!
ঘরোয়া ক্রিকেটে নিজের গতি ও উইকেট নেওয়ার ক্ষমতা দিয়ে ইতিমধ্যেই পরিচিত নবি। নবীর ক্যারিয়ারের দিকে তাকালে, এখনও পর্যন্ত ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি পেয়েছেন ১২৫টি উইকেট। পাশাপশি, ব্যাট হাতেও অবদান রেখেছেন তিনি। বানিয়েছেন মোট ৮৭০ রান। পাশাপশি, লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৯ ম্যাচে নিয়েছেন ৪২ উইকেট, আর টি-টোয়েন্টিতে ৩৪ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৪৩ টি উইকেট। মিচেল স্টার্ক (Mitchell Starc), মুকেশ কুমার, দুসমন্ত চমিরা, টি নটোরজনের সঙ্গে আকিব নবীকে মঞ্চ কাঁপাতে দেখতে পাওয়া যাবে।