গুজরাট টাইটান্সের এই খেলোয়াড়ের প্রেমে হাবুডুবু খেলেন প্রীতি জিন্টা, ফাঁস হলো অশ্লীল ভিডিও !! 1

আইপিএল ইতিহাসের অন্যতম জনপ্রিয় দল হল পাঞ্জাব কিংস (PBKS) দলটি। যদিও ফ্রাঞ্চাইজিটি তার পুরনো নামেই বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল। এককালে কিংস ইলেভেন পাঞ্জাব নামে পরিচিত ছিল দলটি। এই ফ্রাঞ্চাইজির মালকিন হলেন প্রীতি জিন্টা (Preity Zinta), বলিউড অভিনেত্রী প্রীতি ৯০ এর দশকে একাধিক চলচ্চিত্র প্রেমীদের ত্রাস ছিলেন। ক্রিকেটের প্রতি ঝোঁক থাকায় তিনি আইপিএলে পাঞ্জাব ফ্রাঞ্চাইজি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও, বলা যেতে পারে গত ১৭ সিজিন ধরে সবথেকে ফ্লপ দল হল এই পাঞ্জাব কিংস, আসন্ন মৌসুমের জন্য পাঞ্জাবকে তাদের দলকে বেশ ভালোভাবেই গুছিয়ে নিতে চাইবে। আর এই পরিস্থিতিতে দলে দেখা যাবে একাধিক পরিবর্তন।

এরই মাঝে প্রীতি জিন্টাকে (Preity Zinta) নিয়ে একাধিক খবর প্রকাশ্যে আসছে। পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির মালিক প্রীতি জিন্টার সঙ্গে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেভিড মিলারের সম্পর্কের খবর সমাজ মাধ্যমে তোলপাড় হয়ে উঠেছে। দুজনকে একসাথে ডিনার করতেও দেখা গিয়েছে। উল্লেখ্য, ডেভিড মিলারের সঙ্গে প্রীতির সম্পর্ক বহু পুরানো। একসময়ে পাঞ্জাব দলে ডেভিড মিলার থেকে কিলার মিলার নেমে পরিচিত হয়েছিলেন এই প্রোটিয়া প্লেয়ার।

Read More: IPL এর আগেই বড় চমক দিচ্ছেন KKR মালিক শাহরুখ খান, সানি লিওনিকে চিয়ারলিডার হিসাবে দিচ্ছেন এন্ট্রি !!

মিলারের সঙ্গে ফটো ভাইরাল হয়েছে প্রীতির

Miller and preity zinta
David Miller and Preity Zinta | Image: Twitter

বহু বছর ধরে প্রীতির (Preity Zinta) আইপিএল দল ‘কিংস ইলেভেন পাঞ্জাব’-এর মূল খেলোয়াড় ছিলেন তিনি। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর বাইরে দুজনকে দেখতে পাওয়া গিয়েছিল। সমাজ মাধ্যমে দুজনের ছবি বেশ ভাইরাল হচ্ছে এবং দুজনকে নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চাও। যদিও দুজনের সম্পর্কের কোনো বাস্তবতা নেই।

দুজন দুজনের বেশ ভালো বন্ধু নামেই পরিচিত। গত তিন বছর আইপিএলে মিলারের সঙ্গে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির কোন যোগাযোগ নেই। তিনি গত তিন বছর গুজরাট টাইটান্স দলের হয়ে খেলে এসেছেন, ২০২২ সালে গুজরাটকে প্রথম আইপিএল খেতাব জেতানোর মোক্ষম ভূমিকা পালন করেছিলেন মিলার। বেশ কিছুদিন আগে ভারতের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ হেরে মর্মাহত ছিলেন মিলার। তবে সবকিছু অতিক্রম করে তিনি আবার আসন্ন আইপিএলে অংশগ্রহণ করতে চলেছেন।

ডেভিড মিলারের ক্যারিয়ার

David Miller,preity zinta
David Miller | Image: Getty Images

বাম হাতি পাওয়ার হিটার ব্যাটসম্যান ডেভিড মিলার দক্ষিণ আফ্রিকার হয়ে ১৭৩ টি ওডিআই ম্যাচ এবং ১২৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যদিও টেস্ট ম্যাচ খেলার সুযোগ আসেনি মিলারের কাছে। ওডিআই ফরম্যাটে ৪২.০৬ গড়ে এবং ১০৩.৩১ স্ট্রাইক রেটে ৪৪৫৮ রান বানিয়েছেন তিনি, তাছাড়া ক্যারিয়ারে ২৪ বার অর্ধশতরান এবং ছয় বার শতরান বানিয়েছেন তিনি। অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে ৩৩.৪১ গড় এবং ১৪০.৬৬ স্ট্রাইক রেটে সাতবার অর্ধশতরান ও দুইবার শত রানের বিনিময়ে ২৪৩৯ রান বানিয়েছেন তিনি। পাশাপাশি আইপিএলের অন্যতম সেরা ফিনিশার হিসাবে তাকে গণ্য করা হয়। আইপিএলের ময়দানে ১৩০ ম্যাচে ৩৬.১ গড় এবং ১৪৯.২৪ স্ক্রাইক রেটে ২৯২৪ রান বানিয়েছেন পাশাপাশি ১৩ বার অর্ধশত রান এবং একবার শত রান হাঁকিয়েছেন তিনি।

Read Also: Preity Zinta: ধাওয়ান-রাবাদা সহ এই ৮ খেলোয়াড়কে রিলিজ করলো পাঞ্জাব মালকিন প্রীতি জিনটা, স্যাম কারান পেল শেষ সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *