IPL 2025: চলতি আইপিএলে একের পর এক খেলোয়াড়কে চোটের কারণে আইপিএলের মঞ্চ থেকে ছিটকে যেতে হচ্ছে এবার সেই তালিকায় নাম লেখালেন নিউজিল্যান্ডের অন্যতম সেরা অলরাউন্ডার গ্লেন ফিলিপস (Glenn Phillips)। এবারের আইপিএলে ভিত্তিমূল্যেই তেই গুজরাট টাইটান্স দলে চুক্তিবদ্ধ হয়েছিলেন ফিলিপস। তবে সানরাইজ আর হায়দ্রাবাদের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় কুঁচকিতে বিরাট চোট পেয়েছিলেন তিনি এরপর জানা যায় আইপিএল ২০২৫ এর মঞ্চ থেকে তাকে ছিটকে যেতে হচ্ছে।
টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ফিলিপস

তবে গুজরাট দল গ্লেন ফিলিপসের বদলি খুঁজতে শুরু করে দিয়েছে গুজরাট টিম ম্যানেজমেন্ট এক টি-টোয়েন্টি স্পেশালিস্ট খেলোয়াড় কে তাদের দলে সামিল করতে চলেছে। এর আগেও তিনি গুজরাটে জার্সিতে আইপিএলে অংশগ্রহণ করেছিলেন শুধু তাই নয় টি-টোয়েন্টি ক্রিকেটে চলতি সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। নিউজিল্যান্ডের দুরন্ত অলরাউন্ডার গ্লেন ফিলিপসের পরিবর্তে গুজরাট টাইটান্স তাদের দলে প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ককে দলে শামিল করতে চলেছে।
Read More: IPL 2025: ওয়াংখেড়েতে বেসামাল সানরাইজার্স, টানা দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ালো মুম্বই ইন্ডিয়ান্স !!
জানা গিয়েছে শ্রীলংকার হয়ে এশিয়া কাপ জয়ী অধিনায়ক দাসুন শানাকাকে (Dasun Shanaka) সুযোগ দিতে পারে। এর আগে, ২০২৩ সালের আইপিএলে, দাসুন শানাকা হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে গুজরাট দলের জার্সিতে খেলার সুযোগ পেয়েছিলেন সেই বছর গুজরাটের হয়ে কেবল তিন ম্যাচে অংশগ্রহণের সুযোগ এসেছিল তার কাছে। তবে এরপর আর আইপিএলের মঞ্চে দেখতে পাওয়া যায়নি তাকে এবারের আইপিএলেও নাম লিখিয়েছিলেন তিনি তবে কোন দল তাকে কিনতে আগ্রহ প্রকাশ করেনি অবশেষে ফিলিপসের চোটের কারণে তার ভাগ্য সুপ্রসন্ন হতে পারে।
তারকা অলরাউন্ডার নেবেন এন্ট্রি

শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রতিভাবান অলরাউন্ডার হলেন দাসুন শানাকা। টি-টোয়েন্টি ফরমেটে একজন স্পেশালিস্ট খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। ব্যাটিং এর পাশাপাশি বল হাতেও দলের হয়ে গুরুত্বপূর্ণ স্পেল করার ক্ষমতা রাখেন তিনি। আইপিএলের মঞ্চে সেভাবে প্রভাব ফেলতে পারেননি তিনি তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েও কেবলমাত্র ১৩ গড়ে এবং ১০০ স্ট্রাইক রেটে মাত্র ২৬ রান বানাতে সক্ষম হয়েছেন তিনি। তার টি-টোয়েন্টি পরিসংখ্যানের দিকে তাকালে তিনি ২৪৩ টি টি -টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২২২ ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়ে ২৬.১৭ গড়ে এবং ১৪২.৪৫ স্ট্রাইক রেটে মোট তিনটি শত রান এবং ১৬ টি অর্ধশত রানের বিনিময়ে ৪৪৪৯ রান বানিয়েছেন।পাশাপাশি ওভার কিছু ৮.৮৪ রান দিয়ে ৯১ টি উইকেট তুলে নিয়েছেন তিনি।