পাকিস্তানকে বয়কট করলো বিদেশি ক্রিকেটাররা, কান ধরে বললেন, "বেঁচে থাকতে আর যাবো না" !! 1

ভারতের প্রত্যাঘাত পাকিস্তানের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। বিশ্ব রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া পাকিস্তানের আরও বড়ো সমস্যা হলো বালুচিস্তানের অভ্যুত্থান। এইরকম অবস্থায় পিসিবি (PCB) পাকিস্তান সুপার লিগ (PSL) বন্ধ করতে বাধ্য হয়েছে। ফলে ভয়াবহ পরিস্থিতিতে আটকে পড়েন বিদেশি ক্রিকেটাররা। পাক মাটি ছাড়ার পর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরছেন এই তারকারা। আর কোনদিন পাকিস্তানে যাবেন না বলেও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সেই মন্তব্য এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে।

Read More: IPL 2025: শেষ বেলায় বাজিমাত করতে নয়া চাল RCB’র, পাটিদারের বদলে নেতৃত্বে জিতেশ শর্মা !!

পাকিস্তানকে বয়কট করলেন বিদেশি ক্রিকেটাররা-

পাকিস্তানকে বয়কট করলো বিদেশি ক্রিকেটাররা, কান ধরে বললেন, "বেঁচে থাকতে আর যাবো না" !! 2
PSL | Images: Getty Images

কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগে সামনে আসতেই প্রত্যাঘাতের সিদ্ধান্ত নেয় ভারত। ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তানের ৯ জঙ্গি ঘাঁটি নিশ্চিহ্ন করে দেয় ইন্ডিয়া আর্মি। এরফলে বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের প্রত্যাঘাতে কার্যত কোণঠাসা পাকিস্তান। ফলে পিএস‌এল (PSL) বন্ধ হয়ে যাওয়ার পর অংশগ্রহণকারী বিদেশি ক্রিকেটাররা চাপের মুখে পড়ে যায়। আকাশসীমা বন্ধ থাকায় তারা আটকে পড়েছিলেন। আতঙ্কে কেটেছে এই ক্রিকেটারদের প্রতিটি মুহূর্ত। বর্তমানে তারা সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের তারকা ক্রিকেটার রিশাদ হোসেন (Rishad Hossain) জানান নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল (Daryl Mitchell) আর পাকিস্তানে ফিরবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, “স্যাম বিলিংস (Sam Billings), ড্যারিল মিচেল (Daryl Mitchell), কুশল পেরেরা (Kushal Perera), ডেভিড উইস (David Wiese), টম কারানের (Tom Curran) মতো বিদেশি ক্রিকেটাররা সকলেই আতঙ্কিত ছিলেন। দুবাইতে নামার পর মিচেল আমাকে বলেছিলেন যে তি কোনোদিন পাকিস্তানে যাবেন না।”

কেঁদে ফেলেছিলেন টম কারান-

পাকিস্তানকে বয়কট করলো বিদেশি ক্রিকেটাররা, কান ধরে বললেন, "বেঁচে থাকতে আর যাবো না" !! 3
PSL | Images: Getty Images

রিশাদ হোসেন (Rishad Hossain) আর‌ও জানান টম কারানকে (Tom Curran) সামলানো সবচেয়ে কঠিন ছিল। এই বাংলাদেশি তারকা বলেন, “টম কারান (Tom Curran) বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু শুনতে পান যে বিমানবন্দর বন্ধ। তারপর টম কারান শিশুর মতো কেঁদে ফেলেছিলেন। তাকে সামলাতে দু-তিন জন লোক লেগেছিল।” নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে রিশাদ হোসেন বলেন, “আমরা অনেক সংকটজনক পরিস্থিতি কাটিয়ে দুবাইয়ে এসেছে পৌঁছেছি। এখন অনেকটাই সুস্থ বোধ করছি। দুবাইতে অবতরণের পর জানতে পারি যে আমরা বিমানবন্দর ছাড়ার পরেই ওখানে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। খবরটি জেনে আমরা আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। আমাদের পরিবার‌ও রাতে ঘুমাতে পারিনি।” অন্যদিকে পাকিস্তানে পিএস‌এল (PSL) বন্ধ হয়ে যাওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করেছিল পিসিবি। কিন্তু দুবাই ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে নিরপেক্ষ অবস্থান নেওয়ার জন্য এই টুর্নামেন্ট আয়োজন করবে না বলে জানিয়ে দিয়েছে।

Read Also: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আগেই এবার চেন্নাইয়ের এই তারকা নিলেন অবসর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *