নতুন ঘরোয়া মরসুমের শুরুতেই অসংখ্য তরুণ ক্রিকেটার বর্তমানে আলোচনায় উঠে আসছেন। জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য ধারাবাহিকতা বজায় রাখতে চাইছেন তারা। শুধু ২০ ওভারের ক্রিকেটে নয় এখনও বহু তরুণ ক্রিকেটার রয়েছেন যারা লাল বলের ক্রিকেটেই নতুন পরিচয় তৈরি করতে চান। ২৮ আগস্ট থেকে শুরু হয়েছে এই বছরের দলীপ ট্রফি (Duleep Trophy 2025)। টুর্নামেন্টের শুরুতেই এবার রীতিমতো হইচই ফেলে দিলেন দানিশ মালেওয়ার (Danish Malewar)। ২১ বছর বয়সী বিদর্ভের এই তরুণ ব্যাটসম্যান এক ইনিংসে ডবল সেঞ্চুরি করে নতুন রেকর্ড সৃষ্টি করলেন। আগামী দিনের চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) সঙ্গে তুলনা করছেন অনেকেই।
Read More: মুখ ফিরিয়েছে DREAM 11, এশিয়া কাপের আগে স্পন্সর সঙ্কটে টিম ইন্ডিয়া !!
দানিশের অনন্য নজির-

গত বছর প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেছিলেন দানিশ মালেওয়ার (Danish Malewar)। প্রথম মরসুমেই ধারাবাহিকভাবে রান করে নিজেকে প্রমাণ করেন তিনি। শেষ রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে বিদর্ভের হয়ে ১৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন এই তারকা। এবার দলীপ ট্রফিতে অভিষেক করেই মধ্যাঞ্চলের হয়ে ডবল সেঞ্চুরি হাঁকালেন ২১ বছর বয়সী এই প্রতিভাবান ব্যাটসম্যান।
উত্তরপূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে তৃতীয় স্থানে ব্যাটিং করতে নেবে রজত পাটিদারের (Rajat Patidar) সঙ্গে ৩৪৩ রানের পার্টনারশিপ গড়েন তিনি। ২২২ বলে ২০৩ রানের ইনিংস গড়েন দানিশ মালেওয়ার (Danish Malewar)। রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। তার ব্যাট থেকে আসে ৩৬ টি চার এবং ১ টি ছয়। অন্যদিকে মধ্যাঞ্চলের অধিনায়ক রজত পাটিদার প্রথম ইনিংসে ৯৬ বলে ১২৫ রান তুলে নিয়ে দলকে অনেকটা এগিয়ে দিয়েছেন।
চোখে একরাশ স্বপ্ন-

নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন দানিশ মালেওয়ার (Danish Malewar)। তার বাবা একজন ক্রিকেটপ্রেমী মানুষ। ছোটবেলা থেকেই দানিশকে ক্রিকেটার হিসেবে গড়ে তোলার জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন। আর্থিক সংকটের মধ্যেও ছেলের প্রশিক্ষণের বিষয়ে সব রকম ব্যবস্থা নেন। ফলে এই তরুণ ক্রিকেটার পরিবারের স্বপ্নকে বাস্তব করার জন্য নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দানিশ বলেন “আমি ক্রিকেট খেলি এটা বাবা প্রথম থেকেই চাইতেন।
সাত বছর বয়সেই আমায় ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করে দিয়েছিলেন। বাবা প্রচুর কষ্ট করে আমার ক্রিকেটের খরচে চালিয়েছেন। এমনকি আমায় অন্যদের কাছ থেকে ব্যাট, প্যাড, গ্লাভস ধার নিয়ে ক্রিকেট খেলতে হয়েছে। নতুন কেনার মতো সমর্থ্য ছিল না। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলার সময় থেকে কিছুটা উপার্জন করা শুরু করেছি।” উল্লেখ্য দানিশ মালেওয়ার (Danish Malewar) এখনও পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৬ ইনিংসে ৯৮৬ রান সংগ্রহ করেছেন। গত বছর রঞ্জি ট্রফিতে ৭৮৩ রান গড়েছিলেন তিনি।