ট্রফি জয় নিশ্চিত KKR’এর, দলের বোলিং কোচ হিসেবে এন্ট্রি নিচ্ছেন এই কিংবদন্তি পেসার !! 1

টেস্ট ক্রিকেটের একটা মহা মৌসুমের পর এবার ক্রিকেট ফিরছে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারতীয় দল তাদের পরবর্তী ম্যাচ সরাসরি এশিয়া কাপেই খেলতে চলেছে। সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট। তবে, এশিয়া কাপের আগেই দল গুছিয়ে নিতে ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর, তবে ২০২৫’এর মৌসুমে কলকাতার পারফরম্যান্স খুব খারাপ ছিল। এবারের আইপিএলে অষ্টম স্থানে অভিযান সমাপ্ত করেছিল কলকাতা নাইট রাইডার্স। লীগ তালিকায় অষ্টম স্থানে তারা ৫টি জয় ও ২টি অমীমাংসিত ম্যাচের জন্য ১২ পয়েন্ট নিয়ে অভিযান সমাপ্ত করেছিল।

প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন চন্দ্রকান্ত পন্ডিত

Kkr
Chandrakant Pandit | Image: Getty Images

নাইট রাইডার্সের (KKR) এই বিপয্যস্ত মৌসুমের পর কোচিং স্টাফে বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। গত মাসেই, দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit) যাকে ঘরোয়া ক্রিকেটে সবথেকে সেরা কোচ বলা হয়ে থাকে তিনি আর নাইট রাই দলের সঙ্গে কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। পন্ডিত কেকেআরের সঙ্গে সম্পর্ক ছাড়ার আগে কেকেআর ছেড়েছিলেন দলের বোলিং কোচ ভারত অরুণ (Bharat Arun)। আসন্ন মৌসুমে অরুণকে লখনৌ সুপার জায়ান্টস দলের হয়ে কোচিং করতে দেখা যাবে। তিনি মূলত লখনউয়ের বোলিং কোচের ভূমিকা পালন করবেন। অরুণ কলকাতা ছাড়ার পর দলের বোলিং কোচ হিসাবে নতুন এক তারকাকে নিয়োগ করা সিদ্ধান্ত নিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্স এর বোলিং কোচ হিসেবে দেখতে পাওয়া যেতে পারে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেশার ডেল স্টেইনকে (Dale Steyn)।

Read More: পাক ক্রিকেটারের সাথে গোপনে সেরেছেন বিয়ে ? ব্যক্তিগত জীবন নিয়ে অকপট অভিনেত্রী তামান্না ভাটিয়া !!

বোলিং কোচ হিসেবে এন্ট্রি নিচ্ছেন স্টেইন

Kkr
Dale Steyn | Image: Getty Images

এক সময়ে দাপিয়ে ক্রিকেট খেলেছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি পেশার। শুধু তাই নয় লম্বা সময় ধরে আইসিসি তালিকায় শীর্ষস্থানে বহাল ছিলেন স্টেইন। কিংবদন্তি পেশার আগেও আইপিএলে কোচিং এর ভূমিকা পালন করেছেন। এবার তাকে আবার সেই কোচিং এর ভূমিকায় ফিরিয়ে আনতে চলেছে কেকেআর (KKR) টিম ম্যানেজমেন্ট। সূত্রের দাবি আসন্ন, মৌসুমে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে দেখা যাবে ডেল স্টেইনকে। আগামী তিন মৌসুমের জন্য স্টেইনকে রাখতে চলেছে কেকেআর। তিনি আগে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে কোচিং এর ভূমিকা পালন করতেন। ২০২২ মৌসুমের আগে স্টেইনকে বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছিল সানরাইজার্স দল। তবে, ব্যক্তিগত কারণে তিনি ২০২৪ আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং তার স্থলাভিষিক্ত হন নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার জেমস ফ্র্যাঙ্কলিন। এবার স্টেইন কেকেআর দলে এন্ট্রি নিলে দলের পেস বোলিং বিভাগে বেশ উন্নতি করতে পারবেন হার্ষিত-নোকিয়ারা।

Read Also: ভারতীয় ভক্তদের জন্য সুসংবাদ, এশিয়া কাপ দলে ফিরছেন শুভমান গিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *