স্যাম কারানের সাথে প্রতারণা প্রীতি জিন্টার, দিলেন না নেতৃত্বের সুযোগ !! 1

আইপিএল ২০২৫ (IPL 2025) এর আগে চর্চায় রয়েছে পাঞ্জাব কিংস। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, পাঞ্জাব দল তাদের পাঁচজন খেলোয়ারকে ২০২৫ আইপিএল এর জন্য বাছাই করে ফেলেছে। তাদের বাছাই করা প্লেয়ারদের তালিকায় রয়েছে ইংল্যান্ডের তারকা স্যাম কারান (Sam Curran)। তার আইপিএলে অভিষেক হয়েছিল পাঞ্জাব কিংসের হাত ধরেই, পাঞ্জাবের জার্সিতে হ্যাটট্রিক করেই খবরের শিরোনামে উঠে আসেন এই তরুণ তুর্কি। যদিও পাঞ্জাব দল থেকে তাকে রিটেন না করাতে মাঝে দুই বছরের জন্য হলুদ জার্সিতে অর্থাৎ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা গিয়েছিল তাকে।

স্যাম কারানের সাথে প্রতারণা করলেন প্রীতি জিন্টা

Sam Curran ipl 2025
Sam Curran | Image: Getty Images

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০২৩ সালের আইপিএল নিলামে ইতিহাসে তৎকালীন সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন তিনি পাঞ্জাব কিংসের হয়ে। ১৮.৫০ কোটি টাকার বিনিময়ে পাঞ্জাব কিংস স্যামকে আবার দলে ফিরিয়ে নেয়। গত মৌসুমে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) অনুপস্থিতিতে অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে তাকে। গত মৌসুমে ভালো প্রদর্শন দেখালেও অধিনায়ক হিসেবে সফল হতে পারেননি তিনি, যে কারণে আগামী মৌসুমে (IPL 2025) তার উপরে দায়িত্ব দিতে চাইছেন না প্রীতি জিন্টা।

Read More: ICC’র নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ, গর্বে বুক ভরে গেল কোটি কোটি ভারতীয়র !!

বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, দলের তারকা খেলোয়াড় স্যাম কারানকে কেবলমাত্র খেলোয়াড় হিসেবেই দলে রাখতে চাইছেন পাঞ্জাব ম্যানেজমেন্ট। কিছুদিন আগে পাঞ্জাব কিংস দলের প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar) একটি সাক্ষাৎকারে রোহিত শর্মার বেশ প্রশংসা করছিলেন। আগামী মরশুমে রোহিতকে কিনতে চেয়েছেন বলেও সাক্ষাৎকারে একটি ইঙ্গিত দিয়েছেন তিনি। এমনকি তিনি বলেছিলেন যে, “রোহিত শর্মাকে যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেয় তাহলে নিলামের মঞ্চে তাকে কিনতে চাইবে প্রতিটি ফ্রাঞ্চাইজি। তার ফলেই তিনি বড় টাকাও পেতে পারেন।”

রোহিতকে কিনতে প্রস্তুত পাঞ্জাব

Rohit Sharma,ipl 2025
Rohit Sharma | Image: Getty Images

সদ্য পাঞ্জাব কিংস দলের অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan) অবসর নিয়েছেন আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে। এমনকি তাকে আর পাঞ্জাব কিংস দলের হয়েও আর খেলতে দেখা যাবে না। যে কারণে পাঞ্জাব দলের প্রয়োজন একজন পরিপক্ক অধিনায়কের, আইপিএলের ১৭ বছরের ইতিহাসে কেবলমাত্র দুইবার প্লে-অফে পৌঁছেছে পাঞ্জাব। গত সিজন তিন-তিনবার অধিনায়ক বদল হয়েছে পাঞ্জাব দলে।

প্রথমত, সিজিনের মাঝেই চোট পেয়ে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যান শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তারপর অধিনায়কত্ব তুলে দেওয়া হয় স্যাম কুরানের হাতে এবং তিনিও দেশের হয়ে খেলার জন্য দেশে ফিরে যান, যার ফলে জিতেশ শর্মাকে একটি ম্যাচে নেতৃত্ব দিতে হয়েছে। আর এই পরিস্থিতিতে দলের একজন অভিজ্ঞ নেতার প্রয়োজন। সূত্রের খবর অনুযায়ী, আগামী মৌসুমের (IPL 2025) জন্য পাঞ্জাব রোহিত শর্মাকে কিনতে প্রস্তুত এবং তাকে দলে পেলেই তাকেই অধিনায়ক বানাতে চাইবে পাঞ্জাব। তখনই রোহিত শর্মার নেতৃত্বেই খেলতে হবে স্যাম কুরানকে।

Read Also: IPL 2025: গুজরাট দলের এই খেলোয়াড়কে ছিনিয়ে নিচ্ছে চেন্নাই, রাতের ঘুম হারাম করেছিল ধোনি-জাদেজার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *