‘বর্ডার-গাভাস্কার’ ট্রফিকে পাখির চোখ করতে বদ্ধপরিকর অধিনায়ক, নিলেন ২ মাসের বিরতি !! 1

বছরের শেষে টেস্ট ক্রিকেটের অন্যতম বড় সিরিজটি (IND vs AUS) আয়োজিত হতে চলেছে অস্ট্রেলিয়ার মাটিতে। প্রথমত দীর্ঘকাল ধরেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে চলে আসছে অ্যাশেজ সিরিজ, যেটি টেস্ট ক্রিকেটের সব থেকে রোমাঞ্চকর সিরিজের মধ্যে একটি। অন্যদিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোন ফরমেটের খেলায় রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে।

বর্ডার-গাভাস্কার ট্রফির আগেই বিশ্রাম নিলেন অধিনায়ক

Rohit Sharma and Pat Cummins, ind vs aus
Rohit Sharma and Pat Cummins | Image: Getty Images

পাশাপাশি ভারত এবং অস্ট্রেলিয়ার (IND vs AUS) টেস্ট সিরিজটি গত এক দশকে বেশ রোমাঞ্চকর জায়গায় পৌঁছে গিয়েছে। এমনকি গত এক দশকের কথা বলতে গেলে ভারতকে টেস্ট ক্রিকেটে হারাতে পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাস্কার নামক পরিচিত এই সিরিজটি চলতি বছরের শেষে অনুষ্ঠিত হতে চলেছে। আর এই মেগা ইভেন্টের আগেই বিশ্রামের কথা ঘোষণা করলেন অধিনায়ক।

Read More: ৬, ৬, ৬, ৬…সুপারহিট দিল্লী প্রিমিয়ার লীগ, ব্যাট হাতে ঝড় তুললেন আয়ুষ বাদোনি !!

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ভারত এবং অস্ট্রেলিয়া আবার একবার ফাইনালের মঞ্চে মুখোমুখি হতে পারে। গতবার দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চে মুখোমুখি হয়েছিল, তবে সেটি বর্ডার গাভাস্কার ট্রফির অন্তর্গত ছিল না। WTC ফাইনাল জিতলেও প্যাট কামিন্স বাহিনীর বেশিরভাগ সদস্যেরই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় করা এই দশকে সম্ভব হয়ে ওঠেনি। আগামী সেপ্টেম্বর মাস থেকেই ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে।

আট সপ্তাহের ছুটি নিয়েছেন কামিন্স

Pat Cummins, ind vs aus
Pat Cummins | Image: Getty Images

এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভিত্তিতে। তবে ভারতীয় দলের নজরে থাকবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বর্ডার গাভাস্কার ট্রফি। আর এই বর্ডার-গাভাসকর ট্রফির আগে ক্রিকেট থেকে আট সপ্তাহের বিরতি নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছেন তিনি, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নিজেমে সতেজ রাখতে বড় সিদ্ধান্ত নিলেন অজি অধিনায়ক। বর্ডার-গাভাসকর ট্রফি আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এবং এটি প্রায় ২ মাস ধরে চলবে। প্রায় ৩ দশক পর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।

অন্যদিকে কামিন্স গত জুলাই মাসে আমেরিকায় মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্ট থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এমনকি আগামী মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকেও দূরে থাকার সিদ্ধান্তও নিয়েছেন তিনি। প্যাট কামিন্স বলেছেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর থেকে আমি প্রায় ১৮ মাস ধরে একটানা বোলিং করেই চলেছি। এবার আমি সাত-আট মাসের বিরতি চাই। এটাই শরীর সুস্থ রাখতে সাহায্য করবে। বিশ্রাম নিলে একটু বেশি সময় ধরে বোলিং করা যায়, এতে চোট পাওয়ার ঝুঁকিও কম থাকে।”

এরপরে কামিন্স আরও বলেন, “এটি এমন একটি ট্রফি (বর্ডার-গাভাস্কার) যা আমি আগে কখনো জিততে পারিনি। এমনকি আমাদের দলের অনেকেই এর স্বাদ নিতে পারেননি। আমরা টেস্ট ক্রিকেটে গত কয়েক বছর ধরে কিছু আশ্চর্যজনক জিনিস অর্জন করেছি। আমি জানি ভারত একটি ভালো দল, আমরা অনেক খেলেছি তাদের বিরুদ্ধে। তবে আমি মনে করি আমরা সত্যিই ভালো অবস্থানে আছি।”

Read Also: IND vs AUS: রাহানে-পূজারা’র বিদায় নিশ্চিত, অস্ট্রেলিয়া সফরে এই ১৬ জন পাচ্ছেন গ্রিন সিগন্যাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *