IND vs AUS: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। অ্যাসেজেও ইংল্যান্ডের ঘরের মাঠে তুল্যমূল্য লড়াই চালিয়েছে তারা। সিরিজ রেখেছে ২-২। বিখ্যাত অ্যাসেজ আর্ন রেখে দিয়েছে নিজেদেরই সঙ্গে। ভারতের মাটিতে আসন্ন বিশ্বকাপেও (ICC World Cup) অজিদেরই অন্যতম ফেভারিট বলা হচ্ছে। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫-ক্রিকেটের বিশ্বখেতাব মোট পাঁচ বার জিতেছে তারা। অন্য যে কোনো দেশের তুলনায় তা অন্তত তিনবার বেশী। ৯টি বহুদেশীয় আন্তর্জাতিক ট্রফির মালিক অজিরাই ক্রিকেটের দুনিয়ায় সফলতম দেশ। সেই সাফল্যের ধারা ২০২৩ একদিনের বিশ্বকাপেও ধরে রাখা লক্ষ্য তাদের।
ভারতে বিশ্বকাপ শুরুর ঠিক আগে একটি একদিনের সিরিজ খেলে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে চাইছে অজিরা। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সেপ্টেম্বরের শেষের দিকে থাকছে তিন ম্যাচের সিরিজ। এর আগে মার্চ মাসে আরও একটি একদিনের সিরিজে মুখোমুখি হয়েছিলো দুই দল। সেবার প্রথম ম্যাচে ওয়াংখেড়েতে অজিরা হারলেও পরের দুই ম্যাচে টানা জয় ছিনিয়ে নিয়েছিলো তারা। বিশাখাপত্তনম এবং চেন্নাইতে জয়ের সুবাদে সিরিজ ২-১ ফলে নিজেদের ঝুলিতে পুরেছিলেন অ্যাডাম জাম্পা (Adam Zampa), মিচেল মার্শরা (Mitchell Marsh)। মার্চে যেখানে শেষ করেছিলেন সেপ্টেম্বরেও সেখান থেকেই শুরু করতে চায় ক্যাঙারুবাহিনী। জয়ের লক্ষ্য নিয়েই উপমহাদেশে আসছে তারা। তবে সেপ্টেম্বরে তাদের অধিনায়ককে ছাড়াই হয়ত মাঠে নামতে হবে অজিদের। তিন ম্যাচের সিরিজ হয়ত খেলবেন না প্যাট কামিন্স (Pat Cummins)।
Read More: ফিটনেসের অভাব স্পষ্ট পৃথ্বী শ-এর খেলায়, হাস্যকর ভাবে খোয়ালেন উইকেট, ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে !!
ফের ভারতের বিরুদ্ধে খেলছেন না কামিন্স-

চলতি বছরের ফেব্রুয়ারী মাসে অস্ট্রেলিয়া দলের নেতা হিসেবে ভারতে এসেছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দুটি টেস্টে নাগপুর এবং দিল্লীতে মাঠেও নেমেছিলেন তিনি। যদিও দুইটি টেস্টেই হারে তাঁর দল। এরপর জরুরী ভিত্তিতে দেশে ফিরতে হয়েছিলো তাঁকে। অজি অধিনায়কের মা অসুস্থ হয়ে পড়ায় দেশের বিমান ধরে ছিলেন তিনি। ছিলেন মায়ের পাশে। দুর্ভাগ্যজনকভাবে মা’কে হারাতে হয় কামিন্সকে (Pat Cummins)। তৃতীয় এবং চতুর্থ টেস্ট খেলেন নি তিনি। এরপর তিন ম্যাচের একদিনের সিরিজের জন্যও ফেরেন নি ভারতে। কঠিন সময়টা পরিবারের পাশেই কাটাতে চেয়েছিলেন কামিন্স। ভারতের মাটিতে ক্যাঙারুবাহিনীকে নেতৃত্ব দেন স্টিভ স্মিথ (Steve Smith)। ইন্দোরে টেস্ট জেতে তারা। জয় আসে একদিনের সিরিজেও।
এরপর কেটেছে বেশ খানিকটা সময়। ওয়ার্কলোডের কারণে এবারের আইপিএলে খেলেন নি কামিন্স (Pat Cummins)। মাঠে ফেরেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে। কেনিংটন ওভালে তাঁর নেতৃত্বেই ভারতকে হারায় অজিরা। জেতে লাল বলের ক্রিকেটে বিশ্বসেরার খেতাব। এরপর স্মরণীয় এক অ্যাসেজ উপহার দেয় কামিন্সের দল। ব্যাটে-বলে নায়কের ভূমিকায় দেখা গিয়েছিলো অস্ট্রেলীয় অধিনায়ককে। এরপর দিন কয়েকের বিরতির পর ভারতের বিরুদ্ধেই (IND vs AUS) দল নিয়ে মাঠে নামার কথা ছিলো তাঁর। কিন্তু ফের হয়ত স্টিভ স্মিথকেই নেতৃত্ব দিতে দেখা যাবে একদিনের সিরিজে। অজি সংবাদমাধ্যম সূত্রে খবর কব্জিতে চোট রয়েছে কামিন্সের (Pat Cummins)। বিশ্বকাপের আগে কোনো ঝুঁকি নিতে রাজী নন তিনি। তাই ভারতের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ এড়িয়ে যেতে পারেন। প্রসঙ্গত ৮ অক্টোবর ভারতের বিরুদ্ধেই চেন্নাইয়ের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু করছে অজিরা।
IND vs AUS ওডিআই সিরিজের ক্রীড়াসূচি-
ম্যাচ | তারিখ | ভেন্যু |
প্রথম ODI ম্যাচ | ২২/০৯/২০২৩ | মোহালি |
দ্বিতীয় ODI ম্যাচ | ২৪/০৯/২০২৩ | ইন্দোর |
তৃতীয় ODI ম্যাচ | ২৭/০৯/২০২৩ | রাজকোট |