ct-2025-yograj-wished-to-coach-pak

CT 2025: প্রায় তিন দশক পর আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছিলো পাকিস্তান। কিন্তু দেশের মাঠে খেতাব জয়ের স্বপ্ন আর পূরণ হলো না তাদের। চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) শুরুর আগে বাবর-রিজওয়ানদের অন্যতম ‘ফেভারিট’ হিসেবেই দেখছিলেন বিশেষজ্ঞরা। আকাশছোঁয়া প্রত্যাশা ছিলো তাঁদের নিয়ে। কিন্তু সেই প্রত্যাশার ধারেকাছেও পৌঁছতে পারলেন না তাঁরা। ১৯ তারিখ উদ্বোধনী ম্যাচে করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬০ রানের ব্যবধানে হারে পাকিস্তান। দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচটি ছিলো কার্যত ‘ডু অর ডাই।’ সেখানেও মুখ পুড়িয়ে আসে পাক বাহিনী। কোহলির অনবদ্য শতরানে ভর করে ৬ উইকেটে ব্যবধানে ‘মেন ইন ব্লু’ জিততেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলো তাদের। অঙ্কের হিসেবে ক্ষীণ যেতুকু আশা বেঁচে ছিলো তাও গতকাল ধুলোয় মিশেছে কিউইদের বিরুদ্ধে বাংলাদেশ হেরে বসায়।

Read More: পাকিস্তান ক্রিকেটকে বাঁচাতে ICC-এর এই ৩ টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখুনি নেওয়া উচিত !!

পাক ক্রিকেটের অধঃপতন চলছেই-

Pakistan Cricket Team | CT 2025 | Image: Getty Images
Pakistan Cricket Team | CT 2025 | Image: Getty Images

এক অন্ধকার অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ২০২৩-এর এশিয়া কাপে শেষ চার থেকে ছিটকে গিয়েছে তারা। ওয়ান ডে বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেন নি বাবর আজম’রা (Babar Azam)। ২০২৪-এও কোনো রকম উন্নতি হয় নি পারফর্ম্যান্সের। টি-২০ বিশ্বকাপে দুর্বল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও সুপার ওভারে হেরেছে পাকিস্তান। বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিও (CT 2025) সাফল্যের সরণিতে ফেরাতে পারলো না পাক শিবিরকে। দেশের মাঠে চূড়ান্ত হতাশই করলো তারা। দল বাছাইয়ের ত্রুটি? পিসিবি’র আভ্যন্তরীণ অচলাবস্থা? ক্রিকেটারদের ইগো সমস্যা? রোগটা যে আসলে ঠিক কি তা কোনোভাবেই বুঝে উঠতে পারছেন না বিশেষজ্ঞরা। কিন্তু ইমরান খান, ওয়াসিম আক্রম, জাভেদ মিয়াদাঁদ’রা যে উচ্চতায় পাক ক্রিকেটকে পৌঁছে দিয়েছিলেন, সেই সিংহাসন যে ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে তা দিনের আলোর মত পরিষ্কার।

‘মেন ইন গ্রিন’-এর পারফর্ম্যান্সে প্রচণ্ড হতাশ প্রাক্তনীরা। ভারতের বিরুদ্ধে হারের পর দলের থিঙ্কট্যাঙ্কের দিকে আঙুল তুলে শোয়েব আখতার (Shoaib Akhtar) জানিয়েছেন, “আমি মোটেই হতাশ নই, কারণ জানতাম এটাই হবে। আপনারা পাঁচটা বোলার বাছতে পারেন না। গোটা দুনিয়া ছয় বোলারে খেলছে। ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ নেই। ওরাও টিম ম্যানেজমেন্টের মতই দিশাহারা। কি করতে হবে সেটাই জানে না।” আক্ষেপ আর ক্ষোভ ঝরে পড়েছে ওয়াসিম আক্রমের (Wasim Akram) মন্তব্যেও। ‘সুলতান অফ স্যুইং’ জানিয়েছেন, “এই দলকে নিয়ে আমার আর কোন আশা নেই।” ড্রেসিংরুমের রাজনীতি’র শিকার হয়ে মাসখানেক আগে পাক দলের সাদা বলের কোচের পদ ছেড়েছেন গ্যারি কার্স্টেন। টেস্ট কোচ জেসন গিলেসপিকেও সরে দাঁড়াতে হয়েছে একই কারণে। আপাতত সব ফর্ম্যাটেই অন্তর্বর্তীকালীন দায়িত্বে আকিব জাভেদ। তোপের মুখে পড়েছেন তিনিও।

 ভাইরাল যোগরাজের সাক্ষাৎকার-

Yograj Singh | Image: Getty Images
Yograj Singh | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) পাকিস্তান ধরাশায়ী হওয়ার পর ভাইরাল হয়েছে ভারতীয় কিংবদন্তি যুবরাজ সিং-এর বাবা যোগরাজ সিং-এর (Yograj Singh) একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ। স্পোর্টস নেক্সট’কে তিনি বলেছিলেন, “আমার মাঝেমধ্যে মনে হয় পাকিস্তান দল’কে ডেকে বলি যে ‘তোমাদের যদি কোনো কোচ না থাকে তাহলে এই দলটাকে আমার হাতে এক বছরের জন্য দাও। আমি ওদের সিংহ বানিয়ে দেবো।” চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরের কোচ হতে কোনো আপত্তি নেই তাঁর, জানিয়েছিলেন যোগরাজ। বলেন, “ভারত-পাকিস্তান দুই ভাইয়ের মত। আজ না হয় কাল দেখা হবেই। আমি দুটোকে একই জমি ভাবি। আমি আপনাকে বলছি যে পাকিস্তানের খেলোয়াড়দের যথেষ্ট প্রতিভা রয়েছে। ওরা তারকা। ওদের হাতে ১৫০’র বেশী গতিতে বোলিং করতে পারে এমন বোলার রয়েছে, শুধু একটা সঠিক কার্যপ্রণালী নেই।” যোগরাজের কড়া দাওয়াইতেই একমাত্র ঘুরে দাঁড়াতে পারে পাকিস্তান, বলছেন নেটিজেনরা।

দেখুন যোগরাজের সাক্ষাৎকার-

Also Read: CT 2025: ‘শাঁখের করাত’ চ্যাম্পিয়ন্স ট্রফি, নাজেহাল দশা আয়োজক পাকিস্তানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *