ct-2025-top-3-pakistani-aces-vs-india, ind vs pak
Pakistan Cricket Team | Image: Getty Images

CT 2025: রাত পোহালেই মহারণ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান। টুর্নামেন্টের শুরুটা মোটেই ভালো হয় নি বাবর-রিজওয়ানদের (Muhammad Rizwan)। প্রথম ম্যাচে করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬০ রানে হেরেছেন তাঁরা। রবিবার ভারতের বিরুদ্ধে আরও একটা পরাজয় পাকিস্তানকে ছিটকে দেবে টুর্নামেন্ট থেকে। মরণবাঁচন যুদ্ধে নামার আগে অতীত থেকে আত্মবিশ্বাসের খোঁজে পাক শিবির। গত দুই বছরে ভারতকে একবারও হারাতে না পারলেও চ্যাম্পিয়ন্স ট্রফি হেড টু হেড এখনও ৩-২ এগিয়ে সবুজ জার্সিধারীরা। একইসাথে ২০২১ সালে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই ১০ উইকেটের বিশাল ব্যবধানে টিম ইন্ডিয়াকে হারানোর কৃতিত্বও অর্জন করেছিলো তারা। রবিবার সেই সাফল্যের পুনরাবৃত্তির লক্ষ্যে তিন তারকার দিকে তাকিয়ে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তাঁদের পারফর্ম্যান্সে ভর দিয়েই ভারতের বিরুদ্ধে বাজিমাতের ছক কষছে তারা।

Read More: রোহিত-বিরাটদের রাতের ঘুম হলো হারাম, হঠাৎ করেই এই পাকিস্তানি বোলার ফিরলেন ফর্মে !!

শাহীন শাহ আফ্রিদি-

Shaheen Shah Afridi | CT 2025 | Image: Getty Images
Shaheen Shah Afridi | Image: Getty Images

বাম হাতি পেসার শাহীন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) সাম্প্রতিক ফর্ম বিশেষ ভালো নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) উদ্বোধনী ম্যাচে উইকেট পান নি। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে প্রতিপক্ষ ক্রিকেটারকে ধাক্কা দিয়ে জড়িয়েছিলেন বিতর্কে। কিন্তু তা সত্ত্বেও তাঁকে হাল্কাভাবে নিলে ভুগতে হতে পারে টিম ইন্ডিয়াকে (Team India)। তাঁর নিখুঁত ইয়র্কার ও স্যুইং-এর কারিকুরি আগেও সমস্যায় ফেলেছে ভারতীয় ব্যাটারদের। ক্রিকেটের এল-ক্লাসিকোতে ১১ উইকেট রয়েছে বাম হাতি পেসারের। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপের ম্যাচে এই দুবাইতেই একই ম্যাচে রোহিত, কে এল রাহুল ও বিরাট কোহলিকে (Virat Kohli) আউট করেছিলেন তিনি। এমনকি ২০২৩-এ  পাল্লেকেলের মাঠে এশিয়া কাপের ম্যাচেও নজর কেড়েছিলেন বল হাতে। তেমনই কোনো স্বপ্নের স্পেল যদি রবিবারও বেরোয় শাহীনের হাত দিয়ে তাহলে চাপে পড়তে পারে ভারত।

মহম্মদ রিজওয়ান-

Mohammed Rizwan | Image: Getty Images
Mohammed Rizwan | Image: Getty Images

রবিবারের ভারত-পাক দ্বৈরথে নজর কাড়তে পারেন মহম্মদ রিজওয়ান (Muhammad Rizwan)। এই মুহূর্তে ছন্দে নেই বাবর আজম। চোটের ধাক্কায় ছিটকে গিয়েছেন ফখর জামান’ও। বদলি ওপেনার ইমাম-উল-হক কেমন পারফর্ম করবেন সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারছেন না কেউ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) তিন বা চারে নেমে দলকে নির্ভরতা যোগানোর দায়িত্ব থাকবে রিজওয়ানের কাঁধেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত বুধবার সাফল্য পান নি ঠিকই কিন্তু দিনকয়েক আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২২* রানের চমৎকার ইনিংস খেলেছিলেন তিনি। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে রিজওয়ানের (Muhammad Rizwan) পরিসংখ্যান বেশ চমকপ্রদ। ৮ ম্যাচে ৪৬.৫০ গড়ে করেছেন ২৭৯ রান। অর্ধশতকের সংখ্যা ২। স্ট্রাইক রেট ১০০’র উপরে। ২০২১-এ দুবাইয়ের মাঠে যে স্মরণীয় জয় পেয়েছিলো পাক শিবির, সেই সাফল্যে বড়সড় ভূমিকা রেখেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার। ওপেন করতে নেমে অপরাজিত ছিলেন ৭৯ রানে।

সলমন আলি আঘা-

Salman Ali Agha | CT 2025 | Image: Getty Images
Salman Ali Agha | Image: Getty Images

রবিবাসয়ী এল-ক্লাসিকোতে টিম ইন্ডিয়ার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারেন সলমন আলি আঘা (Salman Ali Agha)। পাকিস্তানের সহ-অধিনায়ক চমৎকার ফর্মে রয়েছেন ব্যাট হাতে। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সম্প্রতি যে ত্রিদেশীয় সিরিজ খেলেছে পাকিস্তান, সেখানে সেরা ক্রিকেটারের পুরষ্কার পেয়েছিলেন তিনি। করাচীতে একটি ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে করেছিলেন ঝোড়ো শতরান’ও। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) উদ্বোধনী ম্যাচে অন্যান্য ব্যাটাররা যেখানে হতাশ করেছেন সেখানে উজ্জ্বল ব্যতিক্রম সলমন আলি আঘা। চাপের মুখেও ২৮ বলে একটি ছক্কা ও ৪টি বাউন্ডারির সাহায্যে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। ভারতের বিরুদ্ধে গত কয়েকটি ম্যাচে পাকিস্তানকে ভুগিয়েছিলো তাদের লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতা। হতাশ করেছিলেন ইমাদ ওয়াসিম, ইফতিকার আহমেদরা। সেই শূন্যস্থান ঢেকে নায়ক হতে পারেন আঘা (Salman Ali Agha)।

Also Read: CT 2025: করাচীর মাঠে উড়লো ভারতের পতাকা, দুই দিনেই অবস্থান বদল পাকিস্তানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *