CT 2025: ভারতের অশ্বমেধের ঘোড়ার দৌড় অব্যাহত। গত বছরের জুন মাসে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছিলো তারা। নয় মাসের মধ্যেই আবারও আইসিসি টুর্নামেন্টে বাজিমাত করলো ‘মেন ইন ব্লু।’ গতকাল দুবাইয়ের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য টিম ইন্ডিয়া জিতে নিলো চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) খেতাব। টসে হেরে প্রথম বোলিং করতে হয়েছিলো রোহিত শর্মা’র দল’কে। স্পিনে আস্থা রেখে কিউইদের চাপে ফেলে তারা। ২৫১ রানের বেশী এগোতে পারেন নি ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন’রা। রান তাড়া করতে নেমে ধুন্ধুমার ইনিংস খেলেন অধিনায়ক রোহিত। তাঁর ৭৬ রানের ইনিংসই জয়ের ভিত গড়ে দেয় ভারতের। কার্যকরী ব্যাটিং শ্রেয়স, অক্ষর, রাহুলদেরও। শেষমেশ ৪৯তম ওভারে স্বপ্নপূরণ হয় রবীন্দ্র জাদেজার শট বাউন্ডারি ছুঁতেই। প্রিয় দলের সাফল্য উচ্ছ্বাসে ভাসিয়েছে ভারতীয় সমর্থকদের। আবেগ চেপে রাখতে পারেন নি কিংবদন্তি সুনীল গাওস্কর’ও।
Read More: CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে লক্ষ্মীলাভ ভারতের, কোষাগার পূর্ণ হলো অন্যান্য দেশগুলিরও !!
আনন্দে নেচে উঠলেন সুনীল গাওস্কর-

মঞ্চে তখন বিশেষ সাদা জ্যাকেট গায়ে ট্রফি (CT 2025) ও পদক নিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কনফেটি। ফাটছে আতসবাজি। উত্তরসূরিদের সাফল্যের অংশীদার হয়ে উঠলেন ৭৫ বর্ষীয় ‘তরুণ’ সুনীল গাওস্কর’ও (Sunil Gavaskar)। স্টার স্পোর্টসের হয়ে পোস্ট ম্যাচ শো’তে অংশ নিয়েছিলেন তিনি। বিশেষজ্ঞের মতামত দেওয়ার মাঝেই শিশুর মত উচ্ছ্বাসে নাচতে দেখা গেলো তাঁকে। শূন্যে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়ে দিয়ে ভারতীয় দলের শ্রেষ্ঠত্বই যেন আরও একবার জানাতে চাইলেন ‘লিটল মাস্টার।’ অনুষ্ঠানের ‘হোস্ট’ মায়ান্তি ল্যাঙ্গার (Mayanti Langer) ছিলেন গাওস্করের পাশে। ‘ডান্স স্টেপ’ দেখে হেসে ফেলেন তিনিও। ১৯৮৩’র বিশ্বজয়ী তারকা অবশ্য কোনোদিকেই ভ্রুক্ষেপ করেন নি। তিনি তখন ব্যস্ত নাচের তালে ‘মেন ইন ব্লু’র সাফল্য উদ্যাপন করতে। তাঁর এই আবেগের বহিঃপ্রকাশ ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চলছে লাইক-কমেন্ট ও রিট্যুইটের ঝড়।
মাঠে উপস্থিত ছিলেন রবিন উথাপ্পাও (Robin Uthappa)। নিজের মোবাইল ফোনে গাওস্করের নাচের ভিডিও করে রাখেন টিম ইন্ডিয়ার প্রাক্তনী। স্টার স্পোর্টসের প্রেজেন্টার যতীন সপ্রু’কে বলতে শোনা যায়, “আজ সানি জি’কে কে আটকাতে পারবে?” উত্তরে প্রাক্তন অফস্পিনার হরভজন সিং জানান, “আমাদের আজ ওনাকে থামানো উচিৎ নয়। কারণ এটা একটা অসাধারণ মুহূর্ত। ওনাকে দেখে বেশ ভালো লাগলো। উনি একজন কিংবদন্তি এবং একজন সম্মানীয় ক্রিকেটার। ওনার জন্যই আমরা সবাই ক্রিকেট খেলা শুরু করেছিলাম। আমরা ভাগ্যবান যে ঐ ট্রফিগুলো আমাদের হাতে এসেছিলো। আজ উনি সেই অনুভূতিটাই আরও একবার অনুভব করছেন।” “তিনটি ফাইনাল খেলেছে ওরা। ২০২৩-এর বিশ্বকাপ, ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ আর ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওদের (ভারত) সাদা বলের খেলায় সেরা দল বলতেই হবে,” গতকালের সাফল্যের পর বলেছেন গাওস্কর স্বয়ং।
দেখুন ‘লিটল মাস্টার’-এর নাচের ভিডিও-
𝘿𝙞𝙡 𝙩𝙤𝙝 𝙗𝙖𝙘𝙝𝙘𝙝𝙖 𝙝𝙖𝙞 𝙟𝙞 😍
Just a glimpse of Sunil Gavaskar’s passion and love for Indian cricket! ❤#ChampionsTrophyOnJioStar #INDvNZ #ChampionsTrophy2025 pic.twitter.com/0ZJMHjVTIZ
— Star Sports (@StarSportsIndia) March 9, 2025
সরছেন না এখনি, সাফ জানালেন রোহিত-

২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিই (CT 2025) কি তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট? রোহিত শর্মা’কে নিয়ে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো গত কয়েক দিন ধরে। গতকাল ও’রোর্ক, কাইল জেমিসনদের ডেলিভারির মতই অবসরের জল্পনাকেও যেন দুবাইয়ের গ্যালারিতেই আছড়ে ফেললেন ভারত অধিনায়ক। সাংবাদিক সম্মেলনে সাফ জানিয়ে যান, “আমি এই ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছি না। সোজাসুজি বলছি যাতে কোনো গুজব না ছড়ায়। কোনো ভবিষ্যত পরিকল্পনা নেই এই মুহূর্তে। যেমনটা চলছে, তেমনই চলবে। যাঁরা অনেক ক্রিকেট খেলেছেন, তাঁদের মধ্যেও এখনও যথেষ্ট খিদে রয়েছে। আমাদের দলে এমন ৫-৬ জন মহীরুহ রয়েছেন, যেটা কাজটা সহজ করে দেয়।” আন্তর্জাতিক আঙিনা থেকে এখনই যে সরছেন না তা স্পষ্ট করেছেন বিরাট কোহলিও। “বিদায় নেওয়ার আগে এমন একটা দল দেখতে চাই যারা ৮-১০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে পারে,” জানিয়েছেন ‘কিং কোহলি।