ct-2025-shoaib-akhtar-slams-babar-azam

ভারতের বিরুদ্ধে আরও একবার নাস্তানাবুদ পাকিস্তান ক্রিকেট দল। গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ম্যাচে মুখোমুখি হয়েছিলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দুবাইতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় টসজয়ী পাক শিবির। ৪৯.৪ ওভারে ২৪১-এর বেশী এগোতে পারে নি তারা। ৬২ করেন সাউদ শাকিল। রান তাড়া করতে নেমে ১৫ বলে ২০ রান করে ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু অধিনায়ককে হারিয়েও চাপে পড়ে নি টিম ইন্ডিয়া। বরং শুভমান গিলকে সাথে নিয়ে প্রত্যাঘাতের পথে হাঁটেন বিরাট কোহলি। পরে শ্রেয়স আইয়ারও যোগ দেন তাঁর সঙ্গে। আইসিসি টুর্নামেন্টে বিরাট (Virat Kohli) বরাবরই ভালো খেলেন পড়শি দেশের বিপক্ষে। ধারাবাহিকতা বজায় রাখলেন রবিবারও। তাঁর ১১১ বলে অপরাজিত ১০০’র সৌজন্যে ৪৫ বল বাকি থাকতেই কাঙ্ক্ষিত সাফল্য ছিনিয়ে নিলো ভারত। পরপর দুই ম্যাচ জিতে কার্যত নিশ্চিত করে ফেললো শেষ চারের টিকিট।

Read More: নতুন সম্পর্কে জড়িয়েছেন হার্দিক পান্ডিয়া, দুবাইতে ভারত-পাক ম্যাচ দেখতে হাজির বান্ধবী !!

বাবর’কে খোঁচা শোয়েব আখতারের-

Babar Azam | CT 2025 | Image: Getty Images
Babar Azam | CT 2025 | Image: Getty Images

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) প্রথম ম্যাচে ৯০ বলে ৬৪ রানের মন্থর ইনিংস খেলার পর সমালোচনার মুখে পড়েছিলেন বাবার আজম (Babar Azam)। ‘দল নয়, বরং নিজের জন্য খেলছে ও,’ অভিযোগ তুলেছিলেন প্রাক্তনী বসিত আলি। গতকাল প্রায়শ্চিত্তের সুযোগ ছিলো বাবরের কাছে। কিন্তু ব্যাট হাতে হতাশই করলেন তিনি। ইমাম-উল-হক’কে সাথে নিয়ে ওপেন করতে নেমেছিলেন পাক মহাতারকা। ভারতীয় পেসারদের বেশ কয়েকটি বাউন্ডারিও হাঁকান। কিন্তু দীর্ঘায়িত করতে পারেন নি ইনিংস। হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) কভার ড্রাইভ মারতে গিয়ে ভুল করে বসেন তিনি। ব্যাটের মাঝখানে নয় বরং বল স্পর্শ করেছিলো ভিতরের দিকের কোণায়। সহজ ক্যাচ তালুবন্দী করতে কোনো রকম সমস্যাই হয় নি টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক কে এল রাহুলের। ২৬ বলে ২৩ রান করেই সাজঘরে ফেরেন বাবর। চাপ বাড়ে পাকিস্তানের উপর।

বিরাট কোহলির (Virat Kohli) সাথে বাবর আজমের তুলনা করতে ভালোবাসেন পাকিস্তানী ক্রিকেট অনুরাগীরা। কিন্তু দু’জনের দক্ষতার ফারাক যে অনেকটা তা গতকাল ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ‘কিং’ কোহলি। ধারাবাহিক রানের মধ্যে ছিলেন না তিনিও। কিন্তু ঠিক সময়ে জ্বলে উঠলো তাঁর ব্যাট। আন্তর্জাতিক কেরিয়ারের ৮২তম শতরানটি করে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দেশকে বড় জয় এনে দিলেন তিনি। ওয়াঘা সীমান্তের দুই পাড়ের দুই তারকার মধ্যে ফারাক কোথায়? ম্যাচ শেষে একটি অনুষ্ঠানে তার খানিক আভাস দেওয়ার চেষ্টা করলেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। নিজের দেশের তারকার মন্থর ব্যাটিং-কে রীতিমত কটাক্ষ করে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, “বিরাট কোহলির ‘আদর্শ’ কে? শচীন তেন্ডুলকর। ওনার ১০০ শতকের রেকর্ডের পিছনে তাড়া করছে কোহলি। আর এর (বাবর আজম) নায়ক কে? টুক টুক…”

দেখুন শোয়েবের বক্তব্য-

ভাবনাতেই গলদ পাকিস্তানের, বললেন শোয়েব-

Pakistan Cricket Team | CT 2025 | Image: Getty Images
Pakistan Cricket Team | CT 2025 | Image: Getty Images

সাম্প্রতিক অতীতে বারবার আইসিসি প্রতিযোগিতায় হতাশ করেছে পাকিস্তান। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে ছিটকে যেতে হয়েছিলো গ্রুপ পর্ব থেকে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) যে পরিস্থিতিতে রয়েছে পাক শিবির, তাতে সেমিফাইনালে পা রাখা কার্যত অসম্ভব। এই অধঃপতনের কারণ ঠিক কি? ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন শোয়েব (Shoaib Akhtar)। পিসিবি কর্মকর্তাদের দিকে আঙুল তুলে তাঁর মন্তব্য, “তোমাদের ‘হিরো’ নির্বাচনেই গলদ রয়েছে। ভাবনা ভুলে ভরা। তোমরা প্রতারক। তোমাদের প্রত্যেকটা পরিকল্পনা সহজেই ধরে ফেলা যায়।” নিজের এক্স প্রোফাইলেও একটি ভিডিও আপলোড করেছেন শোয়েব। সেখানে বলেন, “আমি মোটেই হতাশ নই, কারণ জানতাম এটাই হবে। আপনারা পাঁচটা বোলার বাছতে পারেন না। গোটা দুনিয়া ছয় বোলারে খেলছে। ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ নেই। ওরাও টিম ম্যানেজমেন্টের মতই দিশাহারা। কি করতে হবে সেটাই জানে না।”

থিঙ্কট্যাঙ্ককে দুষলেন শোয়েব-

Also Read: CT 2025 IND vs PAK: “মুখোশ খুলে গেছে…” মিললো না ভবিষ্যদ্বাণী, ভারত জিততেই নেটমাধ্যমে ‘ট্রলড’ IIT বাবা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *