CT 2025: আগামী ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। অংশগ্রহণকারী আটটি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। এ-গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হয়েছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। অন্যদিকে বি-গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। প্রায় তিন দশক পর আইসিসির কোনো বড় টুর্নামেন্টের আসর বসতে চলেছে পাকিস্তানে। একমাত্র ভারতের ম্যাচগুলি ছাড়া প্রতিযোগিতার সবক’টি ম্যাচ আয়োজিত হচ্ছে লাহোর, করাচী ও রাওয়াওলপিন্ডিতে। নিরাপত্তাজনিত কারণে ওয়াঘা সীমান্ত পেরোচ্ছে না ‘মেন ইন ব্লু।’ তাদের ম্যাচগুলি আয়োজিত হচ্ছে দুবাইতে। ২০১৭ সালে শেষ যখন চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2017) আয়োজিত হয়, তখন একপেশে ফাইনালে ভারতকে ১৮০ রানের ব্যবধানে হারিয়েছিলো পাকিস্তান। ২০২৫-এও তাদেরকেই ‘ফেভারিট’ মনে করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তনী রবি শাস্ত্রী (Ravi Shastri)।
Read More: IND vs ENG 3rd ODI Preview: ক্লিন স্যুইপ-এর লক্ষ্য নিয়ে মাঠে নামছে ভারত, আহমেদাবাদে সান্ত্বনা পুরষ্কারের খোঁজে টিম ইংল্যান্ড !!
পাকিস্তানকেই এগিয়ে রাখছেন শাস্ত্রী-
![CT 2025: “ওদের যথেষ্ট গভীরতা আছে…” ‘ফেভারিট’ নয় ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবি শাস্ত্রী’র বাজি এই দল !! 2 Pakistan Cricket Team | CT 2025 | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2023/08/Pakistan-team-2.png)
দিনকয়েক আগে এক সাক্ষাৎকারে প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting) দাবী করেছিলেন যে ওডিআই বিশ্বকাপের মত চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালেও মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। দুই পক্ষের মধ্যেই কেউ জিতবে সেরার শিরোপা। কিন্তু সম্পূর্ণ আলাদা কথা বলতে শোনা গেলো টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। আইসিসি রিভিউ’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি ‘ফেভারিট’ হিসেবে বেছে নেন পাকিস্তানকেই। হোম টিম হিসেবে বাবর আজমদের উপর যে পাহাড়প্রমাণ চাপ থাকবে তা স্বীকার করে নিয়েছেন তিনি। কিন্তু সাম্প্রতিক পারফর্ম্যান্সের ভিত্তিতে তিনি মনে করছেন যে নিজেদের খেতাব রক্ষা করতে পারে পাকিস্তান। গ্রুপ পর্বের বাধা টপকে সেমিফাইনালে পা দিলে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে থামানো যে মুশকিল হবে অন্যান্য দলগুলির পক্ষে তা জানিয়েছেন শাস্ত্রী।
“উপমহাদেশে যখনই আপনি ঘরের মাঠে খেলেন তখন চাপ থাকেই-সেটা ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ হোক বা পাকিস্তান-প্রত্যাশার পরিমাণ আকাশছোঁয়া। কিন্তু আমি মনে করি যে পাকিস্তান এমনই একটা দল যারা শেষ ছয় থেকে আট মাসে সাদা বলের ক্রিকেটে বেশ কিছু ভালো পারফর্ম্যান্স দিয়েছে। বিশেষত দক্ষিণ আফ্রিকায়।” পূর্ণ শক্তির প্রোটিয়াদের দিনকয়েক আগেই তাদের ঘরের মাঠে ০-৩ হারিয়েছে পাক শিবির, সেইদিকেই ইঙ্গিত করেছেন ১৯৮৩’র বিশ্বজয়ী দলের সদস্য। “ভয়ঙ্কর হয়ে ওঠার জন্য যথেষ্ট গভীরতা পাকিস্তান দলে রয়েছে। বিশেষ করে ঘরের মাঠে। আমার মনে হয় যে যদি ওরা সেমিফাইনালে পৌঁছে যায়, তারপর থেকে যা কিছু হতে পারে। পাকিস্তান এখনও খুব ভয়ঙ্কর দল। আর ওরা যদি (সেমিফাইনালের) যোগ্যতা অর্জন করে তাহলে দ্বিগুণ ভয়ঙ্কর হয়ে উঠবে।”
ঘরের মাঠে হার পাকিস্তানের-
![CT 2025: “ওদের যথেষ্ট গভীরতা আছে…” ‘ফেভারিট’ নয় ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবি শাস্ত্রী’র বাজি এই দল !! 3 PAK vs NZ | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/PAK-vs-NZ.png)
চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) অংশ নেওয়ার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। নবসাজে সজ্জিত গদ্দাফি স্টেডিয়ামে গত ৮ তারিখ তারা মুখোমুখি হয়েছিলো কিউইদের। ঘরের মাঠে ৭৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত হলেন বাবর-রিজওয়ানরা। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ৮১ রানের চমৎকার ইনিংস খেলেন ড্যারিল মিচেল (Daryl Mitchell)। অর্ধশতক করেন কেন উইলিয়ামসন’ও। ডেথ ওভারে জ্বলে উঠেছিলেন গ্লেন ফিলিপস (Glenn Phillips)। মাত্র ৭৪ বলে ১০৬ করে অপরাজিত থাকেন তিনি। চড়াও হন পাকিস্তানের বোলিং লাইন আপের উপর। ১০ ওভারে ৮৮ খরচ করেন শাহীন শাহ আফ্রিদি। জবাবে ব্যাট করতে নেমে পাক ইনিংস গুটিয়ে যায় ২৫২ রানেই। জাতীয় দলের হয়ে প্রত্যাবর্তন ম্যাচে ৮৪ করেন ফখর। সাফল্য পান নি রিজওয়ান-বাবররা।
পাকিস্তানের CT 2025 স্কোয়াড-
মহম্মদ রিজওয়ান (অধিনায়ক/উইকেটরক্ষক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সাউদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সলমন আলি আঘা, উসমান খান, আবরাব আহমেদ, হারিস রউফ, মহম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহীন আফ্রিদি।
Also Read: CT 2025: ওপেনিং-এ গিল ও রোহিত, পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে ঠাঁই হলো না কোহলির !!