ct-2025-shahidi-picks-4-semifinalists

CT 2025: ২০২৫ সালে আইসিসি’র ইভেন্ট ক্যালেন্ডার অনুযায়ী পাকিস্তানের মাটিতে আয়োজিত হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 205)। ১৯৯৬ সালে শেষ কোনো আইসিসি টুর্নামেন্টের আসর বসেছিলো পাকিস্তানে। সেবার ভারত ও পাকিস্তান যৌথ আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছিলো বিশ্বকাপের (ICC World Cup)। তার পর কেটে গিয়েছে প্রায় তিন দশক। অবশেষে ফের একবার আইসিসি’র ছাড়পত্র পেয়েছে তারা। প্রস্তুতিতে ফাঁক রাখতে চায় না পিসিবি। ১২৬০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করা হয়েছে স্টেডিয়াম ও পরিকাঠামোর উন্নতির জন্য। ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে কাজ। গত জুন মাসের ২৯ তারিখ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনাল দেখতে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে হাজির হয়েছিলেন পাক বোর্ড প্রধান মহসীন নকভি। সেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাবিত গ্রুপ বিন্যাস ও খসড়া সূচিও তিনি জমা করেছেন বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার দপ্তরে।

Read More: IND vs BAN 2ND TEST: ব্যাটে-বলে জমে উঠলো লড়াই, মমিনুল-শান্তর দৌলতে প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ৭২ !!

শুরু হয়েছে ভারত-পাক দড়ি টানাটানি-

Champions Trophy | CT 2025 | Image: Getty Trophy
Champions Trophy | Image: Getty Trophy

মোট আটটি দল অংশ নেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025)। ওডিআই ফর্ম্যাটে হওয়ার কথা ম্যাচগুলি। পিসিবি যে খসড়া সূচি জমা করেছে আইসিসি’র কাছে, সেখানে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে টুর্নামেন্টের ১৫টি ম্যাচ আয়োজনের অনুমতি চাওয়া হয়েছে। দুটি গ্রুপে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে আটটি দল’কে। গ্রুপ-এ’তে ভারতের সাথে রাখা হয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ’কে। পক্ষান্তরে গ্রুপ-বি’তে আফগানিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গী হওয়ার কথা দক্ষিণ আফ্রিকা’র। এখনও পর্যন্ত অন্যান্য দেশগুলির তরফে পাকিস্তানে পা রাখা নিয়ে কোনো রকম আপত্তি না এলেও বেঁকে বসেছে ভারত। দুই পড়শি দেশের ক্রিকেটীয় সম্পর্কে এমনিতেই তলানিতে। গত বছর এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতেও পাকিস্তান যায় নি টিম ইন্ডিয়া (Team India)। আরও একবার ওয়াঘা সীমান্ত না পেরোনোর দাবীতে অনড় বিসিসিআই।

এশিয়া কাপের (Asia Cup 2023) সময় হাইব্রিড মডেলে মিলেছিলো রফাসূত্র। ভারতের সবক’টি ম্যাচ ও টুর্নামেন্টের নক-আউট পর্ব আয়োজিত হয়েছিলো শ্রীলঙ্কার মাটিতে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) তেমন হাইব্রিড মডেলই প্রস্তাব করছে বিসিসিআই। কিন্তু রাজী নয় পিসিবি। সম্পূর্ণ টুর্নামেন্ট দেশেই আয়োজন করতে চান মহসীন নকভি’রা। ভারতের নিরাপত্তা সম্পর্কীত প্রশ্নের জবাব হিসেবে তাদের বিশেষ সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে। রাওয়ালপিন্ডি বা করাচী নয়, টিম ইন্ডিয়ার (Team India) প্রতিটি ম্যাচ লাহোরে রাখতে চেয়েছে পাক বোর্ড। এমনকি ‘মেন ইন ব্লু’ সেমিফাইনালে উঠলে সেই ম্যাচও অন্য ভেন্যু থেকে লাহোরে সরিয়ে আনা হবে বলে জানানো হয়েছে। কিন্তু চিঁড়ে ভেজে নি তাতেও। এখনও পর্যন্ত যা খবর, তাতে পাকিস্তান যেতে কোনো মূল্যেই রাজী নন বিসিসিআই কর্তারা। আইসিসি’র হস্তক্ষপের অপেক্ষায় দুই পক্ষই।

আফগান অধিনায়ক বাছিলেন CT 2025-এর সেরা চার-

Hashmatullah Shahidi | CT 2025 | Image: Getty Images
Hashmatullah Shahidi | Image: Getty Images

ভারত আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কিনা তা নিয়ে এখনও রয়েছে সন্দেহ। কিন্তু আফগানিস্তান অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদী মনে করছেন চার সেমিফাইনালিস্টের মধ্যে নিঃসন্দেহে থাকবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সম্প্রতি ভারতীয় ইউটিউবার শুভঙ্কর মিশ্রের পডকাস্টে অংশ নিয়েছিলেন তিনি। ক্রিকেট কেরিয়ারের ওঠাপড়া, বিশ্বকাপ সাফল্যের মত নানা বিষয় নিয়ে মন খুলে কথা বলেছেন শাহিদী। সেখানেই ওঠে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ’ও। প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছে আফগানরা। স্বভাবতই ভালো পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন শাহিদী। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছিলো আফগানিস্তান। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারেও নিজেদের দেখছেন হাসমাতুল্লাহ।

বাকি দুই সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে তিনি বেছে নিয়েছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে। আয়োজন পাকিস্তান’কে শেষ চারে রাখেন নি তিনি। শাহিদী’র এই বক্তব্য সামনে আসার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ক্রিকেটজনতার মধ্যে। স্বাভাবিক কারণেই উষ্মা প্রকাশ করেছে পাক সমর্থকেরা। একইসাথে আফগান তারকার হিসেবের ভুলচুক’ও ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে যাবে। কিন্তু শাহিদী গ্রুপ-এ থেকে কেবল রেখেছেন ভারতকে। বাকি তিনটি দল তিনি বেছে নিয়েছেন গ্রুপ-বি থেকে। বাস্তবে এমনটা হওয়া সম্ভব নয়, সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট করেছেন ক্রিকেটজনতা।

Also Read: IPL 2025: গম্ভীরের উত্তরসূরি খুঁজে নিলো KKR, মেন্টর হচ্ছেন টি-২০ দুনিয়ার কিংবদন্তি তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *