CT 2025: আজ চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া (IND vs AUS)। গ্রুপ পর্বে বাংলাদেশ, পাকিস্তানকে হারানোর পর নিউজিল্যান্ডকেও পরাজিত করেছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। এবার সবচেয়ে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে ‘মেন ইন ব্লু’-রা। ফলে সেমিফাইনাল ম্যাচেই ফাইনালের আবহ সৃষ্টি হয়েছে। ওডিআই ক্রিকেটে অতীতের পরিসংখ্যান অনুযায়ী অস্ট্রেলিয়ার থেকে অনেকটাই পিছিয়ে ভারত (IND vs AUS) । তাই নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টাই রোহিতদের (Rohit Sharma) কাছে সবচেয়ে বড়ো ভুল হয়ে গেছে বলে অনেকেই মনে করছেন। সেমিফাইনালের লড়াইয়ে আবারও হয়তো অজিদের কাছে মাথা নত করতে হবে ব্লু ব্রিগেডদের।
Read More: IPL 2025: রাহানে নয় এই তিন ক্রিকেটার কেকেআরের অধিনায়ক হওয়ার বেশি যোগ্য ছিল !!
অপ্রতিরোধ্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া-

ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে। তার মধ্যে ২০০৩ এবং ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে তারা ট্রফি জয় করে। শেষ ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মার (Rohit Sharma) দল ঘরের মাঠে সবচেয়ে শক্তিশালী বিপক্ষ হিসাবে ফাইনালে জায়গা করে নিয়েছিল। কিন্তু অজিরা ভারতের ট্রফি জয়ের স্বপ্ন শেষ করে দেয়। প্যাট কামিন্সরা গুজরাটের নরেন্দ্র মোদীর স্টেডিয়ামের হাজার হাজার সমর্থকদের চুপ করিয়ে দিয়েছিল। ২০১৫ ওডিআই বিশ্বকাপেও ভারতীয় দল সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনকভাবে হারের সম্মুখীন হয়। এছাড়াও পরিসংখ্যান অনুযায়ী আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে ভারতের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া (IND vs AUS)। এই দুই দল এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে ১৫১ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৫৭ বার ভারত জয়লাভ করেছে যেখানে ৮৪ বার অজিরা জয় ছিনিয়ে নিয়েছে। ১০ টি ম্যাচে কোনো ফলাফল আসেনি। ফলে অস্ট্রেলিয়ার বদলে গ্ৰুপ ‘বি’ থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামলে অনেকটাই সুবিধা পেত রোহিত শর্মার (Rohit Sharma) দল।
সহজ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা-

এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নেমেছিল। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে রোহিত শর্মার দল ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে ২০২৩ একদিনের বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ২৪৩ রানে ‘মেন ইন ব্লু’-রা (IND vs SA) জয় ছিনিয়ে নেয়। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে টেম্বা বাভুমাদের (Temba Bavuma) মাত্র ৮৩ রানে অল আউট করে দেয় ভারত। আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটের পরিসংখ্যানেও খুব বেশি এগিয়ে নেই প্রোটিয়ারা। এখনও পর্যন্ত এই দুই দল একদিনের ক্রিকেটে ৯৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৫১ বার দক্ষিণ আফ্রিকা এবং ৪০ বার ভারত জয় নিশ্চিত করেছে। ওডিআই র্যাঙ্কিংয়েও ‘মেন ইন ব্লু’-দের অনেকটাই পিছিয়ে প্রোটিয়ারা। ভারত এই মুহূর্তে আইসিসি একদিনের ক্রিকেটে শীর্ষস্থানে আছে অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তালিকায় ৫ নম্বরে অবস্থান করছে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) অস্ট্রেলিয়ার বদলে প্রোটিয়ারা ভারতের মুখোমুখি হলে সহজেই রোহিত শর্মার (Rohit Sharma) দল ফাইনালে পৌঁছে যেতে পারতো।