CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বুধবার দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের (SA vs NZ) বিপক্ষে মাঠে নামবে। টুর্নামেন্টের গ্ৰুপ ‘এ’ থেকে কিউইরা বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়ে দুরন্ত ফর্মে ছিল। কিন্তু তারা শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৪৪ রানে হারের সম্মুখীন হয়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা গ্ৰুপ ‘বি’-তে দুটি ম্যাচ খেলার সুযোগ পায়। প্রোটিয়ারা আফগানিস্তানের বিপক্ষে ১০৭ রানে এবং ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নেয়।তবে গ্ৰুপ পর্বের গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার (AUS vs SA) ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। প্রটিয়ারা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল কিন্তু ট্রফি জয় করতে পারেনি। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালে পৌঁছানোর জন্য তারা আগামীকাল মরিয়া হয়ে উঠবে। অন্যদিকে নিউজিল্যান্ডও কঠিন প্রতিপক্ষ হিসেবে লড়াই চালাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
CT 2025 সেমিফাইনালের সময়সূচি-

দক্ষিণ আফ্রিকা (SA) বনাম নিউজিল্যান্ডের (NZ)
ম্যাচ নং- সেমিফাইনাল ২ (B1 vs A2)
তারিখ- ০৫/০৩/২০২৫
ভেন্যু- গাদ্দাফি স্টেডিয়ামে, লাহোর
সময়- দুপুর ২:৩০ (ভারতীয় সময়)
গাদ্দাফি স্টেডিয়ামে, লাহোরের পিচ রিপোর্ট-

গাদ্দাফি স্টেডিয়ামের পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো। এই মাঠে অনুষ্ঠিত হওয়া সাম্প্রতিক সময় চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচে দুই ইনিংসেই ৩০০ ওপর রান হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী গাদ্দাফি স্টেডিয়ামের প্রথম ইনিংসের গড় রান ২৮০ থেকে ৩০০ এর মধ্যে থাকে। এই মাঠে টস জয়ী দল বেশিরভাগ সময় প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এখনও পর্যন্ত এখানে মোট ৬৭ টি ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ৩৮ বার প্রথমে ব্যাটিং করা দল জয়লাভ করেছে এবং ৩৬ বার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয় পেয়েছে।
Read More: CT 2025 IND vs AUS Stats Review: অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত, ধুন্ধুমার ম্যাচে তৈরি হলো ১৩টি নয়া রেকর্ড !!
লাহোরের আবহাওয়ার পূর্বাভাস-
শেষ লাহোরের মাটিতে অনুষ্ঠিত হওয়া আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছিল। তবে আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী বুধবার লাহোরের আবহাওয়া মনোরম এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। ম্যাচের সময় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গড় তাপমাত্রা ১৮ থেকে ২৪ ডিগ্ৰির মধ্যে ঘোরাফেরা করবে বলে মনে করা হচ্ছে। ম্যাচ চলাকালীন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৭ শতাংশ। বুধবার লাহোরে বাতাস সর্বোচ্চ ১৪ কিঃমিঃ/ঘন্টা বেগে বইতে পারে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন।
SA vs NZ ম্যাচের হেড টু হেড রেকর্ড-

এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে ৭৩ বার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৪২ বার প্রোটিয়ারা এবং ২৬ বার কিউইরা জয়লাভ করেছে। ৫ টি ম্যাচে কোনো ফলাফল আসেনি। ফলে অতীতের পরিসংখ্যান অনুযায়ী এইডেন মার্করামের দল নিউজিল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে আছে।
SA vs NZ ম্যাচের লাইভ স্ট্রিমিং-
চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের ম্যাচ টিভিতে স্পোর্টস ১৮ এবং স্টার স্পোর্টসের নেটওয়ার্কের চ্যানেলগুলিতে দেখতে পাওয়া যাবে। এছাড়াও অনলাইনে জিওহটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে। তবে অ্যাপটির সাবস্ক্রিপশন নেওয়া ব্যক্তিরাই খেলাটি দেখতে পাবেন।
দুই দেশের সম্ভাব্য একাদশ-

দক্ষিণ আফ্রিকা (SA)
রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), টনি ডি জর্জি, রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড মিলার, মার্কো জানসেন, উইলিয়াম মুলডার, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।
নিউজিল্যান্ড (NZ)
রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইল ও’রকে।